আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে আলোচিত দুই বন্দী বিনিময়
রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। তিনি এখন তাঁর দেশের পথে রয়েছেন। বিনিময়ে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউটকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। খবর: আল-জাজিরার-গ্রিনারের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত, সমর্থক, প্রিয়জন ও মার্কিন কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেন। তাঁকে দেশে ফেরাতে কয়েক মাস ধরে প্রচার চালানো হচ্ছিল।গাঁজার নির্যাস বহনের অভিযোগে গ্রিনারকে গত ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।রুশ বার্তা সংস্থাগুলো জানায়, গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিমানবন্দরে এই বন্দী বিনিময় হয়। সূত্র: প্রথম আলো
গুজরাটে রেকর্ড জয় বিজেপির
ভারতে বিধানসভা নির্বাচন
ভারতের গুজরাট বিধানসভায় টানা সপ্তমবারের মতো সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেখানে বিরোধী দল কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। তবে হিমালয়ের কোলের রাজ্য হিমাচলে বিজেপিকে হারাতে পেরেছে কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন এই দুই রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য হওয়ায় গুজরাটের বিধানসভা নির্বাচন নিয়ে বেশ আগ্রহ ছিল সব জায়গায়। শেষ পর্যন্ত বড় ব্যবধানে কংগ্রেসকে দ্বিতীয় অবস্থানে ঠেলে দিয়েছে মোদি-অমিতের দল বিজেপি। তবে বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জগত্প্রকাশ (জেপি) নাড্ডার রাজ্য হিমাচলে বিজেপির পদ্ম ফুল ফোটেনি। সেখানে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যাচ্ছে কংগ্রেস। সূত: কালের কণ্ঠ
নতুন গন্তব্য ভিয়েতনাম-কম্বোডিয়া
চীন থেকে উৎপাদন সরিয়ে নিচ্ছে জাপানি পোশাক প্রস্তুতকারকরা
দীর্ঘদিন ধরে জিরো কভিড নীতি বজায় রেখেছে চীন। সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আরোপ করা হচ্ছে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ। ফলে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। এ অবস্থায় দেশটি থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে নিচ্ছে জাপানের কয়েকটি প্রধান পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। দেশটিতে ক্রমবর্ধমান শ্রম ব্যয়ও প্রতিষ্ঠানগুলোকে এ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করছে। এক্ষেত্রে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় উৎপাদন স্থানান্তরিত করছে সংস্থাগুলো।নিক্কেই এশিয়ার খবর অনুসারে, ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হারে পতন, জিরো কভিড নীতি এবং ক্রমবর্ধমান কাঁচামাল ও শ্রম ব্যয় চীনে উৎপাদন কার্যক্রমকে অনেক ব্যয়বহুল করে তুলছে। এমন পরিস্থিতি জাপানি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে চীনে উৎপাদন কার্যক্রম চলমান রাখা নিয়ে ভাবতে বাধ্য করছে। গত জানুয়ারিতে এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) স্বাক্ষর হয়েছিল। এটি দক্ষিণ এশিয়ায় উৎপাদন কার্যক্রম বাড়াতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে। অ্যাডাস্ট্রিয়া, আয়োইয়ামা ট্রেডিং ও ইউনিক্লোর মতো প্রধান জাপানি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান টেক্সটাইল আমদানি শুল্ক হ্রাস বা ছাড়ের সুবিধা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরসিইপি সদস্য দেশগুলোয় উৎপাদন কার্যক্রম স্থানান্তরিত করছে। গ্লোবাল ওয়ার্কসহ জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের মালিক অ্যাডাস্ট্রিয়া চলতি বছর কম্বোডিয়া ও ভিয়েতনামে উৎপাদন বাড়িয়েছে। পরিমাণের হিসাবে গত আগস্টে সংস্থাটির মোট পোশাক উৎপাদনে দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ ২২ শতাংশে উন্নীত হয়েছে। এ হার এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সূত্র; বণিক বার্তা।
বয়স কমছে দক্ষিণ কোরিয়ানদের!
কমে যাচ্ছে দক্ষিণ কোরিয়ানদের বয়স। খাতাকলমে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের বয়স এক থেকে দুই বছর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি-র।বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট কোরিয়ায় বয়স গণনার ঐতিহ্যবাহী দুটি পদ্ধতি বাতিল করতে আইন পাস করে।২০২৩ সালের জুন থেকে কোনো আনুষ্ঠানিক নথিপত্রে ‘কোরিয়ান এজ’ ও ‘কাউন্টিং এজ’ ব্যবস্থায় বয়স দেওয়া যাবে না। এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে বয়স গণনার পদ্ধতি অনুসরণ করতে হবে। বর্তমানে কোরিয়ায় সবচেয়ে বহুল ব্যবহৃত বয়স গণনা পদ্ধতি হলো ‘কোরিয়ান এজ সিস্টেম’। এই হিসাব অনুসারে জন্মের সময় শিশুর বয়স এক বছর ধরা হয়। এরপর প্রত্যেক নতুন বছরের প্রথম দিনে এক বছর করে যোগ হতে থাকে।কোরিয়ার আরেকটি পদ্ধতি হলো ‘কাউন্টিং এজ’। এই পদ্ধতিতে জন্মের সময় বয়স শূন্য ধরা হলেও বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সবার বয়স এক বছর করে বাড়তে থাকে। এই হিসাব মূলত ধূমপান ও মদ্যপানের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। তবে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিকভাবে প্রচলিত বয়স গণনা পদ্ধতিও অনুসরণ করা হয়। আন্তর্জাতিকভাবে জন্ম বছরের যেদিনই হোক না কেন, তার পরের বছর একই মাসের একই দিনে প্রথম জন্মদিন হিসাব করা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড
আরব নেতাদের সঙ্গে চিং পিংয়ের বৈঠক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিন দিনের সফরে গত বুধবার সৌদি আরবে গেছেন। দেশটির রাজধানী রিয়াদে তিনি আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে সৌদির পাশাপাশি বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা অংশ নেন।এএফপি জানায়, চীনের নেতা রিয়াদে আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বৈঠকে যোগ দেন। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটিই তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিম বলেছেন, চীন ও সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় ও সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রয়াসের অংশ হিসেবে চিন পিং এই সফরে গেছেন।সৌদি আরবের জ্বালানিবিষয়ক মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরব ও চীন পরস্পর নির্ভরযোগ্য বন্ধুপ্রতিম দেশ হয়ে থাকবে। দুই দেশের সম্পর্কে দ্রুত অগ্রগতি হবে।বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চীনের পরিচিত রয়েছে। তারা এই তেলের জন্য সৌদি আরবের ওপর অনেকাংশে নির্ভরশীল। সৌদি বার্তা সংস্থা জানায়, ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে আরব দেশগুলোতে চীনের যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, তার ২০ শতাংশ সৌদি আরবে। সূত্র: দৈনিক বাংলা।
১৩ জানুয়ারি পি কে হালদারকে ফের আদালতে তোলার নির্দেশ
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা (এমডি) পরিচালক পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আগামী ১৩ জানুয়ারি আবার আদালতে তোলার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর ও দায়রা আদালত। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পি কে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়। এরপর স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহা অভিযুক্তদের আরও ৩৬ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।এর আগে গত ১৭ নভেম্বর পি কে হালদারকে শেষবারের মতো আদালতে তোলা হয়। সেদিনই বিচারক তাকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজিরের নির্দেশ দেন। সূত্র: সমকাল
অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে নিউ ইয়র্ক টাইমস কর্মীরা
বেতন বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য ও অবসর ভাতাসহ আরও কিছু সুবিধার দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট (ওয়াকআউট) কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টইমসের কর্মীরা। নিউ ইয়র্ক টাইমসের অনলাইন ভার্সনে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ খবর প্রকাশ করা হয়।ইউক্রেইন যুদ্ধ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নানা কারণে সারা বিশ্বেই জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও তার ধাক্কা লেগেছে এবং এর জেরে দেশটিতে শ্রমিক অসন্তোষ বাড়ছে।অধিক বেতন-ভাতার দাবিতে সেই ১৯৭০ এর দশকে নিই ইয়র্ক টাইমসের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকে ছিলেন। তারপর এত বড় ধর্মঘট আর দেখা যায়নি। পত্রিকাটির প্রতিবেদক এবং সম্পাদকরা বৃহস্পতিবার এ ধর্মঘট শুরু করেন। তারা বলেন, কোম্পানি এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত আলোচনায় সীমিত অগ্রগতিই দেখা গেছে। সূত্র; বিডি নিউজ
বার্ষিক মানবাধিকার বৈঠকে পুতিন
পারমাণবিক যুদ্ধে যাবে না রাশিয়া
যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি
ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে উত্তেজনা বাড়ছে। তবে রাশিয়া আগ বাড়িয়ে তা ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। পুতিনের এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রও। বলেছে, যে কোনো মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে। খবর এএফপি, রয়টার্স, সিএনএন, বিবিসির। ভার্চুয়াল ওই বৈঠকে পুতিন আরও বলেন, আমরা পাগল হইনি। রাশিয়ার ওপর হামলা চালানো হলেই কেবল এ ধরনের অস্ত্র ব্যবহার করে পালটা জবাব দেওয়া হবে। তবে নয় মাস ধরে চলা এ যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার অধিকাংশ লক্ষ্যই পূরণ করতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে আশঙ্কা বাড়ছে যে, রাশিয়া তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পেরে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু এ প্রসঙ্গে পুতিন বলেন, আমরা পাগল হইনি। পরমাণু অস্ত্র কী, এ বিষয়ে আমরা সতর্ক আছি।
তবে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি দিনদিন বাড়ছে উল্লেখ করে পুতিন বলেন, ‘এই হুমকির বিষয়টি আড়াল করে রাখাটা ভুল হবে। শত্রুর হামলার জবাব হিসাবেই কেবল আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। পুতিন জোর দিয়ে বলেন, মস্কোর নীতি হলো তথাকথিত প্রতিশোধমূলক হামলা চালানো। আমরা পরমাণু হামলার শিকার হলেই কেবল পালটা হামলা চালাব। বৈঠকে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে পুতিন বলেন, ‘অন্য কোনো দেশে আমাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন করা নেই। তবে তুরস্কসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এ ধরনের অস্ত্র মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। সূত্র: যুগান্তর।
পুতিনের মুখে ফের পারমাণবিক যুদ্ধ
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। আগের দিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘ দিন লড়াই করবে। তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না। তিনি বলেন, রাশিয়া অবশ্যই প্রথমে আক্রমণ করবে না। অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পাল্টা আক্রমণ করবে রুশ বাহিনী। রাশিয়া তার অস্ত্রাগারকে প্রতিশোধ নেওয়ার উপায় হিসেবে দেখেছে উল্লেখ করে পুতিন বলেন, ‘আমরা পাগল হয়ে যাইনি; আমরা জানি পারমাণবিক অস্ত্র কী।’ তিনি বলেন, ‘অন্য যে কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশের তুলনায় আমাদের উপায়গুলো (পারমাণবিক অস্ত্র) আরও উন্নত এবং আধুনিক তবে এই ব্যবস্থাকে আমরা বিশ্বের ওপর প্রয়োগ করতে চাই না।’ সূত্র: বিডি প্রতিদিন।
ইরানে সরকার-বিরোধী বিক্ষোভের দায়ে একজনের ফাঁসি কার্যকর, আরও ১০ জনের প্রাণদণ্ড
ইরানের সরকার সাম্প্রতিক সরকার-বিরোধী গোলযোগের জন্য দোষী সাব্যস্ত করে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীর মৃত্যুদন্ড কার্যকর করার ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এক বিপ্লবী আদালতে ‘মোহারেবা’ বা ঈশ্বরদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে মোহসেন শেকারিকে ফাঁসি দেওয়া হয়।একজন ‘দাঙ্গাকারী’ হিসেবে তাকে অভিযুক্ত করে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেছিলেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে কাটারির আঘাতে আহত করেছিলেন।একজন অধিকার কর্মী বলেছেন, আইনের কোন “যথাযথ প্রক্রিয়া ছাড়াই” লোক দেখানো বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সূত্র: বিবিসি বাংলা ।