আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা
একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সংসদ সদস্যরা। দলটি থেকে নির্বাচিত ৭ জন সংসদ সদস্যই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। সমাবেশে বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের পক্ষে গোলাম মোহাম্মদ পদত্যাগের কথা জানান।একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সূত্র; প্রথম আলো
প্রতিশ্রুতি নেই মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে
আওয়ামী লীগ-জাপা প্রার্থীর নির্র্বাচনী ইশতেহার ঘোষণা
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই হেভিওয়েট দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মোস্তফা ৩১ দফা ও ডালিয়া ২৯ দফা ইশতেহার ঘোষণা করলেও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের কোনো প্রতিশ্রুতি নেই কারও ইশতেহারে। দুজনই আগামীতে সিটি করপোরেশনের উন্নয়নে কী কী করবেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। সেই সঙ্গে দুজনই শ্যামাসুন্দরী খাল ঘিরে উন্নয়নের পরিকল্পনার কথা বলেছেন। গতকাল দুপুরে কলেজ রোডের নিজ নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন মোস্তাফিজার রহমান মোস্তফা। ইশতেহারে শ্যামাসুন্দরী খালকে গুরুত্ব দিয়ে ৩১টি বিষয় তুলে ধরেন। এর মধ্যে উল্লখযোগ্য হচ্ছে- সিটি করপোরেশনে নাগরিক সেবা প্রদানের জন্য জমি অধিগ্রহণ করে আধুনিক নগর ভবন নির্মাণ। চিকলী পার্ককে আধুনিকায়ন, মাস্টারপ্লান চূড়ান্ত, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং, বর্ধিত ১৮টি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নগরবাসীর নিরাপত্তায় আরও সিসি ক্যামেরা স্থাপন, টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, হকার পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা, নবাবগঞ্জ বাজার আধুনিকায়ন, মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণ, সিটির প্রবেশমুখে দৃষ্টিনন্দন গেট নির্মাণ ইত্যাদি। সূত্র; বিডি প্রতিদিন।
নানা নাটকীয়তার পর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ
ফখরুল-আব্বাস কারাগারে
সূর্যমুখীর পৃথক সেলে
বিএনপির শীর্ষ দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটায় এ দুনেতাকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ১১ ঘণ্টা পর পল্টন থানার এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। শুক্রবার বিকালে হাজির করা হয় আদালতে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুনেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত। কেন্দ্রীয় কারাগারে তাদের দুজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে গ্রেফতার, বাধা, সংঘর্ষসহ নানা নাটকীয়তার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শেষদিন এসে সমঝোতা হয় সমাবেশের স্থান। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। শুক্রবার দুপুরে অনুমতি পাওয়ার পর বিকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশস্থলে। ঢাকায় অবস্থানরত দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ছুটে যান মাঠে। রাতেই সমাবেশস্থল প্রায় পরিপূর্ণ হয়ে যায়। রাতেই চলে মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক কাজ। সমাবেশ সফল করতে ঢাকাবাসীসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। শান্তিপূর্ণভাবে নেতাকর্মীদের আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। সকাল ১১টায় শুরু হবে বিভাগীয় সর্বশেষ গণসমাবেশ। আজকের গণসমাবেশ থেকে ঘোষণা করা হবে ১০ দফা। যার ওপর ভিত্তি করে শুরু হবে যুগপৎ আন্দোলন। ঘোষণা হতে পারে নতুন কর্মসূচি। সূত্র: যুগান্তর
উদ্বেগ উত্তেজনা উৎকণ্ঠা
সমাবেশের স্থান নিয়ে উত্তেজনার মধ্যে সংঘাত, বিএনপির নেতাকর্মীদের আটক, তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের ব্যাপক তল্লাশি, আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সতর্ক পাহারার’ মহড়া সব মিলিয়ে রাজধানীর পরিবেশ কিছুটা হলেও থমথমে। তার সঙ্গে যোগ হয়েছে শুক্রবার ছুটির দিনে ঢাকার রাস্তায় ও বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসার যাত্রীবাহী গাড়ির সংখ্যা কমে যাওয়া। সব মিলিয়ে একধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে। সমাবেশের স্থান নিয়ে টানাপড়েন শেষে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা ১১টায় বিএনপি সমাবেশ করবে। এই সমাবেশের জন্য প্রস্তুতি নিতে বিএনপি খুব কম সময়ই পেল। যদিও গত ১২ অক্টোবর থেকে শুরু করা বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি রাজধানীতে সমাবেশ করার মধ্য দিয়ে শেষ করার ঘোষণা দলটির আগে থেকেই ছিল।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ¦ালানির দাম বাড়ানোর প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি গত আগস্ট থেকেই কর্মসূচি পালন করে আসছে। অক্টোবর থেকে শুরু বিভাগীয় গণসমাবেশ করতে গিয়ে দলটি বাধা ও হামলার মুখে পড়েছে বলে অভিযোগ করেছে। এ ছাড়া সমাবেশগুলোর আগে বিভিন্ন বিভাগে পরিবহন ধর্মঘটও হয়েছে। বিএনপি দাবি করেছে, সমাবেশে বাধা দিতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। সূত্র: দেশ রুপান্তর
সারাবাংলা
পথ আটকে পাহাড়ে চাঁদাবাজি, নিয়ন্ত্রণ নেই স্থানীয় প্রশাসনের
গাছের গুঁড়িগুলো ট্রাকের ওঠানোর আগেই চাঁদা দিয়ে টোকেন সংগ্রহ করেছেন কাঠ ব্যবসায়ী জয়নাল হোসেন। এই কাঠবোঝাই ট্রাক নিয়ে যাবেন পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে বন্দরনগরী চট্টগ্রামে। এই পথটুকু পাড়ি দিতে প্রকাশ্যে ১৫ হাজার টাকা চাঁদা দিয়েছেন একটি আঞ্চলিক দলের সন্ত্রাসী গ্রুপকে। তাতে যে টোকেন মিলেছে, সেটি দেখিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ নির্দ্বিধায় পাড়ি দিতে পারবেন জয়নাল।
কিন্তু এই টাকা দেয়ার পর তার কত টাকা লাভ থাকবে? প্রশ্নের জবাবে জয়নালের সাফ উত্তর, এতটুকু হলেও চলত! কিন্তু এভাবে নিতে হয়েছে আরও তিনটি টোকেন। তাদেরও দিতে হয় ৮ হাজার, ৫ হাজার আর ৩ হাজার টাকা করে। সব মিলিয়ে যা থাকে তাতে ব্যবসার করে সংসার চলে না।বাংলাদেশ খাদ্য ও কাঠ পরিবহন ঠিকাদার সমিতির নেতারা বলছেন, বেশ কিছুদিন ধরে পাহাড়ি দুষ্কৃতকারীরা বাংলাদেশ সড়ক পরিবহন ঠিকাদার ও বান্দরবান-খাগড়াছড়ি জেলা অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদার ফেডারেশনের ঠিকাদারদের কাছ থেকে অস্বাভাবিক ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। স্বেচ্ছায় চাঁদা না দেয়ায় কয়েক সপ্তাহ ধরে খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি ও রাঙামাটির লংগদু, বাঘাইছড়িতে কাঠবাহী ট্রাক আটকে রেখে দুষ্কৃতকারীরা ১২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। চাঁদা না পেলে ভি-ইনভয়েস ছিনিয়ে নিয়ে চালককে মারধর এবং পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। সূত্র; দৈনিক বাংলা।
ঢাবি ছাত্রলীগের পাহারা
শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় হলকক্ষে তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পাহারা বসিয়েছেন ছাত্রলীগের নেতারা। গতকাল দ্বিতীয় দিনের এ কর্মসূচিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কমসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করায় এবং কর্মসূচি শেষ হওয়ার আগেই অনেকে সেখান থেকে চলে যাওয়ায় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে ওই হলের সাধারণ শিক্ষার্থীদের ৪টি রুম। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হল শাখা ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন রানার নির্দেশে এসব রুমে তালা দেওয়া হয়। রুমগুলোতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ ঠেকানোর জন্য সব প্রবেশপথে পাহারা বসায় ছাত্রলীগ।জহুরুল হক হল ছাত্রলীগের দায়িত্ব ছিল ক্যাম্পাসের নীলক্ষেত গেটে। ছাত্রলীগের নেতৃত্বে ওই হলের সাধারণ শিক্ষার্থীরা সকাল সাড়ে ৭টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। সূত্র: দৈনিক আমাদের সময়
‘পারিবারিক কলহে’ দুই শিশুকে হত্যা করে আত্মঘাতী হন মা
প্রায় আট বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন হাসিনা বেগম ও সাদ্দাম হোসেন। এরই মধ্যে তাদের ঘরে আসে তিন সন্তান- সালমান (৭), সাদিয়া (৩) ও সিয়াম (৭ মাস)। বড় ছেলে সালমান যখন কোচিংয়ে তখন ছোট দুই সন্তানের খাবারে বিষ দিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করেন মা। এরপর নিজেও করেন আত্মহত্যা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মা ও দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কারণে ওই নারী আত্মহত্যা করেছেন। আর প্রতিবেশীরা বলছেন, হয়তো সাংসারিক কোনো ঝামেলার কারণে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাজারীবাগ শেরেবাংলা নগর রোডের গদিঘর এলাকা থেকে মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে মা ও ছোট ছেলের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও মেয়ের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানা যায়, হাসিনার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায়। আর তার স্বামী সাদ্দামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তবে বিয়ের পর থেকে তারা পরিবারসহ ঢাকাতেই থাকেন। সাদ্দাম পেশায় প্রাইভেটকার চালক। সূত্র: কাল বেলা।
রাষ্ট্রদূতরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন না: আনিসুল হক
বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূতরা তাদের নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।আনিসুল হক বলেন, বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূত যারা আছেন, তারা যে রাষ্ট্র থেকে এসেছেন কিংবা যে রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন, সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। যদি মনে করেন তারা নিজেদের প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু তা করেন না। আমি বলব তারা যখন কথা বলেন, তার আগে তার দেশের অবস্থান, সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা কথা বিবেচনা করবেন। ভিয়েনা কনভেনশনে এটাই লেখা আছে। সূত্র: বাংলানিউজ
পুলিশের আশা, সমাবেশ শেষে বিএনপিকর্মীরা চলে যাবে
তা না হলে কঠোর হওয়ার হুঁশিয়ার এল পুলিশের কাছ থেকে।
গোলাপবাগে সমাবেশ করার পর বিএনপিকর্মীরা ঘরে ফিরে যাবে, তেমনটাই আশা করছে পুলিশ।তা না করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।বিএনপির বহুল আলোচিত এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীর প্রবেশমুখগুলোতেও চলছে তল্লাশি। শনিবার সকাল ১১টায় সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়। তার আগে রাত থেকেই বিএনপিকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করে।বিএনপি এই সমাবেশটি নয়া পল্টনে তাদের দলীয় কার্যালয়ে করতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেখানে তাদের অনুমতি দেয়নি।এর মধ্যে নয়া পল্টনে জড়ো হওয়া বিএনপিকর্মীদের উপর বুধবার চড়াও হয় পুলিশ। সংঘর্ষে নিহত হন একজন। এরপর পুলিশ কার্যালয়ে ঢুকে বিএনপির কয়েকশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে, পরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সূত্র: বিডি নিউজ
বাংলাদেশের সহিংস ঘটনার পূর্ণ তদন্ত চায় যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ঘিরে বাংলাদেশে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, তার পূর্ণ তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্যও দেশটি অনুরোধ জানিয়েছে।
মার্কিন প্রচারমাধ্যমে ভয়েস অব আমেরিকার খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বিএনপির সমাবেশ সামনে রেখে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, তারা এসব ঘটনায় উদ্বিগ্ন এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।ভয়, হয়রানি এবং সহিংসতাহীন শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বাংলাদেশি নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সবসময়েই সমর্থন জানিয়ে আসছে বলে জন কিরবি মন্তব্য করেছেন।‘’আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই, তারা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে। কোন দল বা প্রার্থীকে হুমকি, অন্য কোন দলের প্রতি সহিংস আচরণ বা উস্কানিমূলক আচরণ যাতে করা না হয়, তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।‘’জন কিরবি বলেছেন, ‘সহিংসতার ঘটনাগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য সরকারি কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন।‘’ বিবিসি বাংলা