আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

সম্প্রসারণের পথে ইইউ

চলতি সপ্তাহে ইউরোপের প্রাতিষ্ঠানিক সীমানার প্রশ্নে বেশকিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। বলকান অঞ্চলের পশ্চিমের দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রশ্নে সামান্য হলেও কিছু সাফল্য দেখা গেছে। সেই প্রক্রিয়া ত্বরান্বিত করতে সদিচ্ছা প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীরা আরও তিনটি দেশকে শেনজেন চুক্তির আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বসেন। তবে শুধু ক্রোয়েশিয়াকে ২০২৩ সালের জানুয়ারি মাসে চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঐকমত্যের অভাবে বুলগেরিয়া ও রোমানিয়া আপাতত এই কাঠামোর বাইরে থাকছে। সম্ভবত ছয় মাস পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। আয়ারল্যান্ড ও সাইপ্রাস ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সব ‘আদি’ সদস্যই ২৬ সদস্যের শেনজেন চুক্তির আওতায় পড়ে। এ ছাড়া নরওয়ে, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন ইইউ সদস্য না হয়েও এই কাঠামোয় যোগদান করেছে। শেনজেন এলাকার বহিঃসীমানায় কড়া নিয়ন্ত্রণ থাকলেও সদস্য দেশগুলোর মধ্যে সীমানায় সাধারণত কোনো নিয়ন্ত্রণই থাকে না। এক কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে বহিরাগতদের ভিসাসংক্রান্ত তথ্য জমা হয়, যা সব সদস্য দেশের নাগালে থাকে। চুক্তি স্বাক্ষরকারী সব দেশের সম্মতি ছাড়া নতুন কোনো দেশকে এই কাঠামোর অন্তর্গত করা সম্ভব নয়। সূত্র; দেশ রুপান্তর

দোনেৎস্কে ফের ভয়ংকর রাশিয়া
অধিকৃত এলাকায় নিয়ন্ত্রণ জোরালো করতেই রুশ বাহিনীর এমন হামলা

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ফের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। অক্টোবরে ইউক্রেনের যে চার অঞ্চল, যাকে দোনেৎস্ক বলে সেখানে ভ্লাদিমির পুতিন নিজের ভূখন্ডভুক্ত করে নিয়েছিলেন, সেখানেই মূলত বৃহস্পতিবার ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেন প্রশাসনের ধারণা, অধিকৃত এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরালো করতেই রুশ বাহিনী এমন হামলা চালাচ্ছে। বিশেষ করে বাখমুট ও আভদিভিকা শহর লক্ষ্য করে সবচেয়ে বেশি আক্রমণ চলেছে। অঞ্চলের গভর্নর পাভলো কিরিলংকো বলেন, ইউক্রেনের সেনাবাহিনী নভেম্বর মাসে লাইমান এলাকার ওপর নিয়ন্ত্রণ কায়েম করার পর রাশিয়া আবার সেখানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবারের হামলায় দোনেৎস্কে পাঁচ বেসামরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছে বলে গতকাল জানিয়েছেন কিরিলংকো। তিনি বলেন, ‘পুরো যুদ্ধক্ষেত্রে গোলা ছুড়ছে তারা। এবং রুশ বাহিনী লিমানের দিকেও অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।’ নভেম্বরেই কিয়েভবাহিনীর কাছে লিমানের দখল হারিয়েছিল রুশরা। সূত্র; বিডি প্রতিদিন ।

ক্রোয়েশিয়ার সাবেক মন্ত্রীর ছেলের হাতের ভেলকিতে বিদায় ব্রাজিলের

দানিয়েল সুবাসিচের সুবাস পেয়েছে রাশিয়া বিশ্বকাপ। কাতার পাচ্ছে ডমিনিক লিভাকোভিচের সুবাস। দ্বিতীয়জনকে আবারও আদর্শ মানেন প্রথমজন। আদর্শ আরও আছে—ইকার ক্যাসিয়াস ও ডেভিড দে হেয়া। তবে পেনাল্টি সেভের দক্ষতা ছাড়া ক্যাসিয়াস ও দে হেয়ার সঙ্গে লিভাকোভিচের মিল সামান্যই। বরং সুবাসিচের সঙ্গে লিভাকোভিচের মিল বেশি। দুজনের নামের শেষে ‘চ’–বর্ণ দেখে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন! হ্যাঁ, দুজনেই ক্রোয়েশিয়ার গোলকিপার। সুবাসিচ সাবেক, লিভাকোভিচ বর্তমান। দুজনের জন্মই ক্রোয়েশিয়ার জাদার শহরে। আর কাল রাতে ব্রাজিলকে টাইব্রেকারে বিদায় করার পথে এক বিশ্ব রেকর্ডে সুবাসিচের পাশেও বসেছেন লিভাকোভিচ।আল রাইয়ানে কাল রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ব্রাজিলের সঙ্গে ১–১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে ৪–২ গোলের জয়ে ব্রাজিলকে বিদায় করে ক্রোয়েশিয়াই উঠেছে সেমিফাইনালে। ম্যাচে ১১টি সেভ করেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। সূত্র: প্রথম আলো

Nagad

বিক্ষোভ দমনে বর্বর ইরানের পুলিশ
নারীদের মুখে-গোপনাঙ্গে গুলি

ইরানের চলমান হিজাববিরোধী আন্দোলন দমনে দিন দিন বর্বর হয়ে উঠছে দেশটির পুলিশ। বিক্ষোভ মিছিলে গুলি, স্কুল-বিশ্ববিদ্যালয়ে হামলা ও বিক্ষোভকারীদের ধরপাকড়, মৃত্যুদণ্ডের পর এবার সামনে এলো আরেক বীভৎস দৃশ্য! শুক্রবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন সময়েই নারীদের মুখ এবং গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। বার্ডস পেলেট নামক ছোট আকৃতির এক প্রকার ভয়ানক গুলি। মাংসের ভেতরে আটকে যায়। গুলিতে না মরলেও সইতে হয় ভয়াবহ জখম। শটগানের এ গুলিতে ক্ষত-বিক্ষত হয়েছে নারীদের চেহারা-উরু-বুক-গোপনাঙ্গ। পুরুষের আঘাতের স্থান আবার ভিন্ন। পায়ে, নিতম্বে কিংবা পিঠে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি।পাশবিক এ হামলার নিষ্ঠুর নমুনা দেখে চমকে উঠেছেন চিকিৎসকরা। সতর্ক করেছেন এর চরম ভয়াবহতা সম্পর্কে। বলেন, পেলেট বুলেটে আহত শতাধিক তরুণ-তরুণী স্থায়ী সমস্যার কবলে পড়তে পারে। ইরানের নারী-পুরুষ এবং বাচ্চাদের চোখে এই গুলি এখন স্বাভাবিক ব্যাপার। মধ্য ইসফাহান প্রদেশের একজন চিকিৎসক জানান, কর্তৃপক্ষ মূলত আন্দোলনকারী নারীদের সৌন্দর্য নষ্ট করার উদ্দেশ্যেই নেমেছেন। পেলেট বিদ্ধ কিছু নারীর চিকিৎসা করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, একজনের যৌনাঙ্গে দুটি ও উরুতে ১০টি গুলি ছিল। ১০টি গুলি সহজেই অপসারণ করা গেলেও বড় চ্যালেঞ্জ ছিল মূত্রথলি ও গোপনাঙ্গের গভীরে আটকে থাকা গুলি দুটি। তিনি জানান সেই নারী আন্দোলনে যুক্ত ছিলেন। সূত্র; যুগান্তর

আন্তর্জাতিক
৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশ্বের ১১টি দেশের ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এদের মধ্যে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর দায়ে দেশটির সেনাবাহিনীর ৩৩তম এবং ৯৯তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে যুক্তরাজ্য এসব নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় বন্দিদের নির্যাতন এবং বেসামরিক নাগরিকদের ধর্ষণের জন্য সেনাদের প্ররোচনাদানকারীসহ সহিংস কার্যকলাপে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

স্ত্রীকে বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কে ‘বাধ্য’ করতেন, এরপর…

জোর করে স্ত্রীকে বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কে ‘বাধ্য’ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্কের মুহূর্ত ভিডিও করতেন তিনি। এরপর সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই যুবকের বিরুদ্ধে। এই ঘটনা ভারতের। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বামীর বিরুদ্ধে সম্প্রতি থানায় এমন অভিযোগ দায়ের করেছেন ৩৪ বছর বয়সী এক নারী। ইতোমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কর্নাটকের বেঙ্গালুরুর সাম্পিগেহাল্লি এলাকায় ঘটেছে এই ঘটনা।জানা যায়, ভুক্তভোগী নারীও তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। ওই নারীর অভিযোগ, স্বামীর বন্ধুদের সঙ্গে তাকে শারীরিক সম্পর্ক করতে ‘বাধ্য’ করা হতো। এই প্রস্তাবে রাজি না হলে তার ওপর অত্যাচার চালানো হতো বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই নারী। কিন্তু এ কথা বলায় নারীকে তার স্বামী হুমকি দেন বলে অভিযোগ। পরপুরুষের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্র: দৈনিক আমাদের সময় ।

ইরানে নারী বিক্ষোভকারীদের গোপনাঙ্গে গুলি করছে পুলিশ

পুরুষরা সাধারণত পা, নিতম্ব ও পিঠে আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অন্যদিকে, নারী বিক্ষোভকারীদের মুখ, স্তন ও নিম্নাঙ্গে আঘাত দেখতে পাওয়া যাচ্ছে। ইরানে চলমান হিজাববিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নারী বিক্ষোভকারীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর তাদের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ উঠেছে। নারী বিক্ষোভকারীদের মুখ ও গোপনাঙ্গ লক্ষ্য করে সরাসরি তারা গুলি চালাচ্ছে বলে নতুন এ অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ইরানের বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। ওই চিকিৎসক ও নার্সরা বলেন, যেসব পুরুষ ও নারী আহত অবস্থায় আমাদের কাছে আসছে, তাদের জখমের স্থান ভিন্ন। পুরুষরা সাধারণত পা, নিতম্ব ও পিঠে আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অন্যদিকে, নারী বিক্ষোভকারীদের মুখ, স্তন ও নিম্নাঙ্গে আঘাত দেখতে পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার এড়াতে তারা গোপনে বিক্ষোভকারীদের চিকিৎসা করছেন বলে জানান। গার্ডিয়ানকে স্বাস্থ্যকর্মীদের সরবরাহ করা ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের শরীরজুড়ে পেলেটে (এক ধরনের ছররা গুলি) বিদ্ধ হওয়ার আঘাত রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুব কাছ থেকে এসব গুলি চালিয়ে থাকে। সূত্র; কাল বেলা

‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সে দেশ মানচিত্র থেকে মুছে যাবে’

কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সে দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পুতিন বলেন, প্রতিকারের জন্য যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রাশিয়ার অগ্রসর প্রযুক্তিসম্পন্ন (অ্যাডভ্যান্সড) অস্ত্র (হাইপারসনিক ক্ষেপণাস্ত্র) রয়েছে, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। আক্রমণের শিকার হলে রাশিয়া শক্তি প্রয়োগ করতে পারবে।তিনি বলেন, ইউক্রেনে ‍যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সংযোজনের প্রয়োজন নেই। ইতোমধ্যে দেড় লাখ সেনা তালিকাভুক্ত করা হয়েছে। তাদের এখনও ফ্রন্টলাইনে পাঠানো হয়নি। সূত্র: বাংলানিউজ

কাতারে আর্জেন্টিনার খেলা চলাকালে মার্কিন সাংবাদিকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের প্রথম খেলার দিন রেইনবো টিশার্ট পরে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন গ্রান্ট ওয়াল, তখন নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেছিল। কাতারে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ কভার করার সময় বিশিষ্ট মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল মারা গেছেন।তার হঠাৎ মৃত্যুতে ক্রীড়াজগতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।বার্তা সংস্থা রয়টার্স গ্রান্ট ওয়ালের এজেন্টের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার খেলার প্রতিবেদন নিয়ে ব্যস্ততার মধ্যেই ‘তীব্র যন্ত্রণায়’ ভুগে মারা যান তিনি। একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছেন, স্টেডিয়ামের প্রেস বক্স এলাকায় তিনি ‘পড়ে’ গিয়েছিলেন।তার মৃত্যুর সময় আশেপাশের পরিস্থিতি কেমন ছিল তা জানা যায়নি বলে জানিয়েছে তারা। সূত্র: বিডি নিউজ

শি জিনপিংয়ের সৌদি সফর – মার্কিন প্রভাব বলয়ে চীনের ধাক্কা

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর সৌদি আরব সফরে গেলে তাকে নিয়ে আরব বিশ্বের নেতাদের মধ্যে যে মাত্রার যে আগ্রহ-উচ্ছ্বাস দেখা গেছে তার নজির বিরল। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ উপসাগরীয় সহযোগিতা জোট জিসিসির সবগুলো দেশের নেতারা প্রেসিডেন্ট শির সাথে বৈঠকের জন্য রিয়াদে আসেন।পরে, শুক্রবার একটি চীন-আরব শীর্ষ বৈঠকে যোগ দিতে রিয়াদে হাজির হন মিশর, তিউনিসিয়া, লেবানন, ইরাক এবং সুদানের শীর্ষ নেতৃবৃন্দ।আরব বিশ্বের নৈকট্যের জন্য চীনারাও তাদের আগ্রহ-আকাঙ্ক্ষা প্রকাশে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। সূত্র: বিবিসি বাংলা।