২০০ কোটি রুপি ছাড়ালো ‘দৃশ্যম টু’র আয়

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী শ্রীয়া শরণের ‘দৃশ্যম টু’ সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সারা ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটির আয় শত কোটির ক্লাব পেরিয়ে যায়। আর তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটির আয় ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে।

গত ১৮ নভেম্বর অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি মুক্তি পায়। ভারতজুড়ে মোট তিন হাজার ৩০২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দৃশ্যম টু’ সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। অবশেষে সিনেমাটি ২০০ কোটির ক্লাব পেরিয়ে গেলো। এর আগে একই সময়ে ‘গোলমাল এগেইন’ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছিল।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২৩তম দিনে ‘দৃশ্যম টু’ সিনেমা আয় করেছে ৪.৬৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২০১.৬৭ কোটি রুপি।

‘দৃশ্যম টু’ সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। যদিও ‘দৃশ্যম’ সিনেমার প্রথম কিস্তি পরিচালনা করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। এই সিনেমায় রয়েছেন অজয়, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, অক্ষয় খান্না, রজত কাপুর প্রমুখ।

সারাদিন/১১ ডিসেম্বর/এমবি

Nagad