২২ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

ছবি- সংগৃহীত

২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বেন স্টোকসের দল।

সোমবার (১২ ডিসেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে ২৬ রানে দ্বিতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড।

এদিন ইংল্যান্ডের দেওয়া ৩৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ৭৯ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৭৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। এর কারণে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ৩৫৫ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

এর আগে ২০০০ সালের ১১ ডিসেম্বর করাচি টেস্টে ৬ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। ঠিক ২২ বছর এক দিন পর আবারও পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড।

পাকিস্তানের এখন কার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হেরেছিল। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে লাহোরে হারার পর এবার ইংল্যান্ডের কাছে রাওয়ালপিন্ডি ও মুলতানে হার। সেই ১৯৫৯ সালের পর প্রথমবার দেশের মাঠে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেলো পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

Nagad

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৮১

পাকিস্তান প্রথম ইনিংস: ২০২

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৭৫

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৫৫, আগের দিন ১৯৮/৪) ১০২.৩ ওভারে ৩২৮ (শাকিল ৯৪, ফাহিম ১০, নাওয়াজ ৪৫, সালমান ২০*, আবরার ১৭, জাহিদ ০, আলি ০; রবিনসন ১৪.১-৩-২৩-২, লিচ ২৬-০-১১৩-১, রুট ২১-৩-৬৫-১, উড ২১-২-৬৫-৪, অ্যান্ডারসন ১৬-১-৪৪-২, জ্যাকস ৪-০-১৫-০)।

ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে।

ম্যান অব দা মাচ: হ্যারি ব্রুক।

সারাদিন/১২ ডিসেম্বর/এমবি