বিনামূল্যে দিনব্যাপী চক্ষু মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
রবিবার (১১ ডিসেম্বর) শামসুল ইসলাম খাঁন সাহেবের বাড়ীতে (নয়া মৈশাপুর ছাতক সুনামগঞ্জ) বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্পে দুই-শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সালিশি ব্যক্তি শামসুল ইসলাম খাঁন
আর্থিক সহযোগিতায় শাকিল শেখ, লন্ডন প্রবাসী ও সাদিক চৌধুরী, লন্ডন প্রবাসী বাস্তবায়নে জনতা চক্ষু হাসপাতাল নতুন বাস সটেশন মল্লিকপুর সুনামগঞ্জ
পরিচালনায় যারা ছিলেন মসিউর রহমান, মাহিদুল ইসলাম রাজিব, সিমল চন্দ্র তালুকদার, মুহিমুনুল হক সায়েখ, মুমিত ইসলাম, ডাক্তার সুহেল রানা, সাদ উদ্দিন ইসলাম, খলিল খান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক মেম্বার, ইলিয়াস আলী মনা উল্লাহ, মাওঃ আব্দুর রশিদ, হাজী আর্শদ আলী, মহিম খান, আলম খান, শাহজাহান খান, ফারুক খান, জাকারিয়া খান, মহসিন খান, সাদ উদ্দিন, মামুন খান, জুনেদ খান, আজম খান, আকিক হুসেন প্রমুখ।