আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

মোদিকে ‘হত্যার’ হুমকি, মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য আজ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির। এক বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে। সূত্র: প্রথম আলো

ইরান ও রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আসছে

রাশিয়া ও ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এসংক্রান্ত বৈঠকে বসেন জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা। মস্কো ও তেহরানের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্ভাব্য এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। ইউক্রেনে সেনা অভিযান চালানোর শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে আগেও নানা ব্যবস্থা নিয়েছে ইইউ।
অন্যদিকে বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আগে থেকেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ ছিল। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর জেরে দেশটিতে শুরু হওয়া বিক্ষোভ দেশটির সরকার যে রক্তক্ষয়ী প্রক্রিয়ায় দমন করছে তাতে পশ্চিমারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এর মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া কর্তৃক ইরানি ড্রোন ব্যবহারের তথ্য সামনে আসায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

চাঁদে কাজ মিটিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন
প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল নাসার ওরিয়ন!

রবিবার সকালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে সেটি। চাঁদে এই মহাকাশযান যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তা সফল, দাবি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার। রবিবার সকালে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কাছে সমুদ্রে এসে পড়েছে ওরিয়ন। এটি চাঁদের কক্ষপথে ২৬ দিন অবস্থান করে। মিশন শেষে নভোযানটিকে পৃথিবীতে ফেরায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওরিয়ন ক্যাপসুলে আগুন ধরে যায়। পরে এটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। প্যারাসুটের কারণে শেষদিকে মন্থরগতিতে নেমে আসে নভোযানটি। পরীক্ষামূলক অভিযান হওয়ায় এই নভোযানে কোনো মানুষ ছিল না। অবশ্য পরবর্তী অভিযানে পরিবর্তন আসবে। ওরিয়ন নভোযান দিয়ে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালের শেষ থেকে ২০২৫-২৬ সাল নাগাদ চন্দ্রপৃষ্ঠে আবারও মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হতে পারে। শেষবারের মতো এটি অর্জিত হয়েছিল আজ থেকে ঠিক ৫০ বছর আগে যখন অ্যাপোলো ১৭-এর নভোচারীরা চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন। নাসার নতুন এই প্রজেক্টের নাম আর্টেমিস। গ্রিক পুরাণে তিনি অ্যাপোলোর বোন ছিলেন। সূত্র; বিডি প্রতিদিন।

Nagad

বহুমুখী সংকটে জর্জরিত ভারতের গাড়ি নির্মাণ শিল্প

নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে ব্যবসায় যে ধীরগতি সৃষ্টি হয়েছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের গাড়ি নির্মাণ শিল্প। এরই মধ্যে মূল্যস্ফীতির কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার চাপ যুক্ত হয়েছে এ খাতে। পাশাপাশি কার্বন নিঃসরণসংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে সেখানেও বাড়তি খরচ যুক্ত হয়েছে। খবর দ্য ন্যাশনাল।খাতসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ মহামারীর ক্ষতি কাটিয়ে মাত্রই পুনরুদ্ধারের পথে হাঁটতে শুরু করেছিল ভারতের এ শিল্প খাতটি। এরই মধ্যে নতুন নতুন বাধা এসে পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করছে, এর গতি শ্লথ করছে। ভারতের একটি পরামর্শক প্রতিষ্ঠান প্রাইমাস পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক অনুরাগ সিং বলেন, এ মুহূর্তে গাড়ি নির্মাণ শিল্প কয়েক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ভারতের গাড়ির বাজারের আকার উল্লেখযোগ্য পরিমাণের। ফলে খাতটি আন্তর্জাতিক পরিসরের ব্যবসায়ীদের জন্যও গুরুত্বপূর্ণ। ভারতের এ খাতের আরো বড় হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ অন্যান্য উন্নত দেশের তুলনায় ভারতে গাড়ি আমদানির পরিমাণ কম।ভারতের অটোমোবাইল খাতে কার, মোটরসাইকেল এবং বাণিজ্যিক যানবাহন তৈরি হয়। এর আকার প্রায় ২২ হাজার ২০০ কোটি ডলার, যা দেশটির মোট জিডিপির ৭ দশমিক ১ শতাংশ। ইনভেস্ট ইন্ডিয়ার পূর্বাভাস বলছে, ২০৩০ সাল নাগাদ এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে। সূত্র: বণিক বার্তা।

প্রবাসী কর্মীরা এখন ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কাভারের আওতায়

প্রবাসী কর্মীদের জন্য সুবিধা বাড়িয়ে নতুন বিমা স্কিম চালু করেছে সরকার। বলা যেতে পারে, সোনার ডিম পাড়া রাজহাঁসের আরও ভালো যত্ন নেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন এই স্কিম অনুযায়ী, একজন বাংলাদেশি প্রবাসী কর্মী এখন কর্মক্ষেত্রে মৃত্যু এবং উভয় চোখ বা উভয় হাত হারানোর মতো স্থায়ী পঙ্গুত্বের জন্য ১০ লাখ টাকার বিমা কাভারেজ পাবেন। আগে পেতেন ৪ লাখ টাকা। আর এক চোখ বা কবজির ক্ষতির মতো আংশিক স্থায়ী পঙ্গুত্বের জন্য প্রবাসী কর্মীরা ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিমা কাভারেজ পাবেন। এছাড়া আগের বিমা পরিকল্পনায় একজন কর্মী প্রিমিয়াম পরিশোধের পর বিদেশ গিয়ে কাজ না পেয়ে দেশে ফিরলে কোনো ক্ষতিপূরণই পেতেন না। এখন থেকে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ছয় মাসের মধ্যে ফিরে এলে তারা ৫০ হাজার টাকা সহায়তা পাবেন।আগে বিমার অঙ্ক ছিল সর্বোচ্চ ৪ লাখ টাকা, মেয়াদ দুই বছর। তখন বিমার এককালীন প্রিমিয়াম—বিমা পলিসির জন্য যে অর্থ পরিশোধ করা হয়—ছিল ৪৯০ টাকা। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

ইউরোপের ‘ক্রিসমাসের রাজধানী’

ডিসেম্বর মাস মানেই ইউরোপজুড়ে উজ্জ্বল আলোকসজ্জা আর আনন্দের আতিশয্য। রঙিন হয়ে ওঠা চারপাশে যেন বাজতে থাকে আনন্দের বাঁশি। আর এই সবকিছুর কেন্দ্রে রয়েছে জার্মানির স্যাক্সন রাজ্যের রাজধানী ড্রেসডেন। এর শিল্প জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র আর স্থাপত্যগুলো ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা আর নিখাদ আনন্দের জন্য লাখ লাখ মানুষ এ সময় এই ক্রিসমাসের রাজধানীতে ভিড় করেন।এখানকার নামকরা মার্কেট স্ট্রিজেলমার্কেট। বছরে আড়াই মিলিয়ন মানুষ এখানে কেনাকাটা করতে আসে। আর এদের বেশির ভাগই আসে ক্রিসমাসের সময়টিতে। এখানে আছে সংগীত, আছে আলোর ঝলকানি। আছে ক্রুয়েজকার্চে গির্জা, যেখানে মাসজুড়ে যিশুর বন্দনা চলতে থাকে। পৃথিবী বিখ্যাত অপেরা হাউস সেমপ্রপার, বারোক ফ্রয়েনকির্চে গির্জা এবং জুইঙ্গার প্যালেস হাউস মিউজিয়াম একে আরও সমৃদ্ধ করেছে। সূত্র: দৈনিক বাংলা ।

হঠাৎ কূটনৈতিক তৎপরতা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে হঠাৎ কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। ১০ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে রোববার তিনি যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ফ্রান্সের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।গত ফেব্রুয়ারির শেষদিকে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর থেকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ঘন ঘন কথা বলেছেন। কিন্তু এর আগে একদিনে এত প্রভাবশালী নেতার সঙ্গে আলোচনা করেননি। পরে রোববার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা অব্যাহতভাবে সহযোগীদের সঙ্গে কাজ করছি।’ জেলেনস্কি আরও বলেন, তিনি ইউক্রেন পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করবে এমন আন্তর্জাতিক ঘটনাগুলো থেকে আগামী সপ্তাহে কিছু ‘গুরুত্বপূর্ণ ফল’ আশা করছেন। সূত্র: সমকাল

প্রতিটি দেশকে কি এখন নিজের সব প্রয়োজন নিজেকে মেটাতে হবে
কোনও দেশ যদি তার সব প্রয়োজন নিজের সীমান্তের ভেতরেই উৎপাদন করতে পারে, কিছুই যদি বাইরে থেকে আমদানি না করতে হয় – সেটা কি ভালো হবে? ঐ দেশটি কি তখন আরও নিরাপদ হবে? সমৃদ্ধ হবে? এ ধরণের আশা বর্তমানে প্রায় অসম্ভব মনে হয়।কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে বিশ্বের অত্যন্ত ক্ষমতাধর কিছু রাজনৈতিক নেতা এ ধরনের শতভাগ আত্মনির্ভরতার ইচ্ছা জোরেশোরে বলতে শুরু করেছেন। “আমাদের শিল্পোৎপাদনের ভবিষ্যৎ, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ জলবায়ু সংকটের নিরসন – সবকিছুই হবে ‘মেড ইন আমেরিকা’ অর্থাৎ ‘আমেরিকার ভেতরে তৈরি,’ – এ বছরের শুরুর দিকে সদর্পে ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। একইভাবে, বেশ অনেকদিন ধরেই চীনের বর্তমান নেতা শি জিনপিংয়ের মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে “জিলি জেংসেং” – ইংরেজিতে যার অর্থ স্বনির্ভরতা। ‘আত্মনির্ভর ভারত’ এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রধান একটি স্লোগান। সূত্র: বিবিসি বাংলা।

কোভিড-ট্র্যাকিং অ্যাপ বন্ধ করছে চীন

কোভিড মহামারীর সময় মানুষের গতিবিধি নজরে রাখা একটি ফোন অ্যাপ নিষ্ক্রিয় করার ঘোষণা দিয়েছে চীন।চীনের জাতীয় পর্যায়ের এই অ্যাপটি তিন বছর ধরে চালু ছিল। সোমবার দিনের শেষভাগ থেকে অ্যাপটি অফলাইন হয়ে যাবে।বিক্ষোভের মুখে কঠোর সব কোভিড বিধিনিষেধ একে একে শিথিল করতে থাকার মধ্যে সর্বশেষ এই পদক্ষেপ বিতর্কিত জিরো-কোভিড নীতি থেকে চীনের সরে আসারই ইঙ্গিত দিচ্ছে। তবে বিবিসি জানায়, এ পদক্ষেপ অনেকটাই প্রতীকী। চীনা নাগরিকদের দৈনন্দিন জীবনে এই ট্র্যাকিং অ্যাপ নিষ্ক্রিয় করার তেমন বড় কোনও প্রভাব পড়বে না। কারণ, চীনজুড়ে স্থানীয় ট্র্যাকিং অ্যাপগুলো এখনও চালু আছে। সূত্র: বিডি নিউজ

 

এই প্রথম চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে জাপান

টোকিও-ভিত্তিক বেসরকারি সংস্থা আইস্পেস প্রথমবারের মতো চাঁদে মিশন পাঠানোর উদ্যোগ নিয়েছে। যদি সফল হয়, তাহলে এটিই হবে জাপানের কোন মহাকাশযানের চাঁদে প্রথম অবতরণ। রোববার জাপানি স্টার্টআপের ডিজাইন করা একটি মহাকাশযান স্পেসএক্স রকেটে উড্ডয়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান যাত্রা শুরু করে। খবর: আল জাজিরাজাপানি ভাষায় মিশনটির নাম দেওয়া হয়েছে ‘হাকুতো-আর’, যার অর্থ ‘সাদা রঙের খরগোশ’। ২০২৩ সালের এপ্রিলে এটি চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাংলানিউজ