আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
সুদহার বিতর্ক
ব্যাংকে টাকা রেখে ঠকছেন মানুষ
ব্যাংকে টাকা রেখে ঠকছেন আমানতকারীরা। ব্যাংক যে হারে সুদ দিচ্ছে, তার তুলনায় মূল্যস্ফীতি অনেক বেশি। এতে প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন ব্যাংকে অর্থ রাখা মানেই লোকসান। এমনিতেই ব্যাংকের ওপর মানুষের আস্থা কম। এ অবস্থায় আমানত রেখে ঠকলে মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা আরও কমে যাবে। বিশ্বব্যাপী একাধিক গবেষণায় দেখা গেছে যে সংকটের সময় সাধারণত মানুষ ব্যাংকে অর্থ রাখে না, বরং জমি বা বাড়ির মতো অনুৎপাদনশীল খাতে তারা ব্যয় বাড়িয়ে দেয়। এতে অর্থনীতিতে সংকট আরও বাড়ে। সুদহার জোর করে নয়-ছয় করে রাখার কারণেই সাধারণ মানুষের এই বিপত্তি। ২০২০ সালের শুরুতে সরকার ঋণের সুদের হার ৯ শতাংশে নির্দিষ্ট করে দিয়েছিল। সেই হার এখনো বহাল আছে। অথচ বিশ্ব অর্থনীতিতে বড় সংকট চলছে। মূল্যস্ফীতি কমাতে দেশগুলো সুদহার বাড়িয়েছে। ব্যতিক্রম তুরস্কসহ কয়েকটি দেশ। আর সুদহারে কোনো পরিবর্তনই আনেনি বাংলাদেশ। মূলত কিছু ব্যবসায়ীকে খুশি করতেই ঋণের সুদহার কমিয়ে দেওয়া হয়েছিল। ফলে ঋণ নেওয়া সস্তা হয়ে গেছে। এতে মূল্যস্ফীতির মধ্যেও মুদ্রা সরবরাহ বাড়ছে। সেই ঋণ দেওয়া হচ্ছে বেনামে ও কাগুজে প্রতিষ্ঠানকে, এর বড় অংশ খেলাপি হচ্ছে, আরেক অংশ হচ্ছে পাচার। এ অবস্থায় সুদহার বাড়ানোর বিকল্প নেই বলেই মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সুদহার কিছুটা বাড়ানোর এখনই সময়। কিন্তু সরকার অনড়। সরকারের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করে, সুদহার বাড়ালে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য সরকারের মধ্যেও ভিন্নমত আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী এম শামসুল আলম সুদহার বাড়ানোর পক্ষে কথা বলেছেন। তবে সূত্রগুলো বলছে, ব্যবসায়ীদের তুষ্ট করতেই সুদহার কমানো হয়েছিল। সুতরাং নির্বাচনের আগের বছরে সরকার সেই পথ থেকে সরে আসতে চাইছে না। সূত্র: প্রথম আলো
৩৩ লাখ বই উদ্বৃত্ত, এবার ছাপা কমছে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য গত বছর ছাপা হওয়া ৩৩ লাখ পাঁচ হাজার ৬৫৮টি পাঠ্য বই উদ্বৃত্ত পড়ে আছে। সরকারি হিসাবে প্রতিটি বই ছাপতে খরচ হয়েছে গড়ে ৩৩ টাকা। সেই হিসাবে উদ্বৃত্ত বইয়ের মোট দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ ৮৬ হাজার ৭১৪ টাকা।কালের কণ্ঠ দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে বই উদ্বৃত্ত থাকার তথ্য সংগ্রহ করেছে।তাতে এই চিত্র উঠে এসেছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বই বিতরণ করা হয়। তাদের চাহিদার ভিত্তিতেই বই ছাপা ও বিতরণ করা হয়।এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক লুত্ফুর রহমান কালের কণ্ঠকে বলেন, প্রতিবছর চাহিদার আড়াই শতাংশ বেশি বই ছাপানো হয়। বিভিন্ন কারণে কিছু বই নষ্ট হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বাড়তি বই ছাপতে হয়। তবে এক বছরে এতসংখ্যক বই উদ্বৃত্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এখানে সম্ভবত তিন বছরের বই আছে। সূত্র: কালের কণ্ঠ
বিএনপির শূন্য আসনে ভোট জানুয়ারিতে
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের আসনগুলোতে আগামী বছরের জানুয়ারিতে উপনির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার এ নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসবে সাংবিধানিক এই সংস্থাটি। এক্ষেত্রে বৈঠকে সিদ্ধান্ত হলে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪০-৪৫ দিন হাতে রেখে ওই দিনেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আবার ফাইল উপস্থাপনের মাধ্যমেও এ তফসিল ঘোষণা করতে পারে ইসি। ইসির কর্মকর্তারা বলছেন, প্রথমে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন হবে। এরপরে কোন কোন দল এসব আসন পায়, তার ওপর ভিত্তি করে সংরক্ষিত নারী আসনটি বণ্টন হবে। তাই জানুয়ারির শেষ সপ্তাহেই পাঁচ আসনে উপনির্বাচন হতে পারে। বৃহস্পতিবার ইসির অনানুষ্ঠানিক বৈঠক শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩৮-৪০ দিন সময় হাতে রাখলে ২৩ জানুয়ারির পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারে। সূত্র: বিডি প্রতিদিন।
তালিকাভুক্ত বেসরকারি বড় কোম্পানির ঋণের বোঝা বেড়েছে
কাঁচামালের মূল্যবৃদ্ধি, জ্বালানি বাজারের ঊর্ধ্বমুখিতা ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাবে ব্যয় বেড়েছে ব্যবসার। বাড়তি এ ব্যয় সামলাতে ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে কোম্পানিগুলোকে। বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত বড় কোম্পানিগুলোর ঋণের পরিমাণ এখন উল্লেখযোগ্য মাত্রায় বাড়ছে। কোনো কোনো কোম্পানির ঋণের পরিমাণ এক বছরে ৩ হাজার কোটি টাকারও বেশি বেড়েছে বলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে। ঋণের পরিমাণ বাড়লেও এখন পর্যন্ত ব্যাংকের সঙ্গে কোম্পানিগুলোর লেনদেন ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ বেসরকারি কোম্পানিগুলোর ঋণ পরিস্থিতি পর্যালোচনা করেছে বণিক বার্তা। এক্ষেত্রে ব্যাংকঋণের পাশাপাশি ইজারা, অগ্রাধিকারমূলক শেয়ার ও পুঞ্জীভূত সুদের পরিমাণ বিবেচনা করা হয়েছে। যেসব কোম্পানির ঋণ এক বছরে ৫০০ কোটি টাকার কম বেড়েছে সেগুলোকে বিবেচনায় নেয়া হয়নি। সব মিলিয়ে দেখা গিয়েছে, এক বছরে ঋণের পরিমাণ ৫০০ কোটি টাকা বা এর বেশি বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি বেসরকারি কোম্পানির। সূত্র: বণিক বার্তা।
কাতারের রাজকীয় ও ধনীদের গৃহকর্মীর সাত দিনের কর্মজীবন
প্রায় এক যুগ আগে ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ ২০২২-এর আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছিল কাতারের নাম। এরপর থেকেই দেশটিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর মহা ধুম ধাম লেগে যায়। ক্রীড়া-দুনিয়ার এই মহাযজ্ঞকে ঘিরে কাতার স্টেডিয়াম ছাড়াও নির্মাণ করতে শুরু করে অনেক বিলাসবহুল হোটেল। ভেন্যু হিসেবে কাতারকে নির্বাচন করার পর থেকে দেশটির মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা চলে আসছিল। কেবল ঘোষণার পরে নয়, আয়োজক হিসেবে কাতারের নাম বিবেচনায় আসার সাথে সাথেই চলে এসেছিল অনেক অভিযোগ। অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটিতে কর্মরত শ্রমজীবি শ্রেণি ভালো নেই উল্লেখ করে বলা হয়েছিল, সেখানে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
মেডিকেল শিক্ষার রুগ্ণ স্বাস্থ্য
কক্সবাজার মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে ২০০৮ সালে। এরপর গড়িয়েছে প্রায় দেড় দশক। এই দীর্ঘ সময়েও মেডিকেল কলেজটির নাক, কান ও গলা বিভাগ, চক্ষু বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগ এবং কমিউনিটি মেডিসিন বিভাগে কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। গত ১৪ বছর ধরেই অন্য বিভাগের শিক্ষকরা এসব বিষয়ে পড়িয়ে আসছেন শিক্ষার্থীদের। আবার এই মেডিকেল কলেজের নেই কোনো হাসপাতাল। এজন্য ১৪ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে ইন্টার্নশিপ করতে হচ্ছে শিক্ষার্থীদের, করতে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস। এ নিয়ে ভীষণ অসন্তোষ কলেজটির শিক্ষার্থীদের মধ্যে।এমন সংকট নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. তাজমীর রহমান দৈনিক বাংলাকে বলেন, ‘এই মেডিকেল কলেজ যখন চালু হয়, তখন না ছিলেন শিক্ষক, না ছিল যন্ত্রপাতি, না ছিল কিছু। মাঝে মাঝেই হতাশা লাগত। ধীরে ধীরে কিছুটা উন্নতি হলেও এখনো অনেক বিভাগেই শিক্ষক নেই। তবে সবচেয়ে বড় সমস্যা হাসপাতাল নেই। ১৪ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে ইন্টার্নশিপ করতে হচ্ছে। বাসে করে সদরে আসতে হয় হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাসের জন্য, ফের কলেজে যেতে হয়। এতে সময় এবং এনার্জি- দুটোরই ক্ষতি হচ্ছে।’ সূত্র; দৈনিক বাংলা।
অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার লক্ষ্য ছিল বিএনপির, বিদেশি মিশনগুলোকে সরকার
পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার লক্ষ্য ছিলো বিএনপির বলে দাবি করেছে সরকার। ৭ ডিসেম্বরের সহিংসতা, ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে থাকা সব দূতাবাস, হাইকমিশন এবং জাতিসংঘের সকল সংস্থার কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠিতে এমন দাবি করা হয়েছে। চিঠিতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির সহিংসতার কথা তুলে ধরা হয়েছে। এতে গত ৭ই ডিসেম্বরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেছে। সূত্র: সমকাল
পুলিশ কি চাইলেই মোবাইল ফোন তল্লাশি করতে পারে?
বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাহারা এবং তল্লাশি শুরু হয়েছিল। কিন্তু ঢাকায় আসা অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন যে, পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন, বিশেষ করে ছাত্রলীগের নেতা-কর্মীরাও তাদের তল্লাশি করেছেন।এই সময় তাদের মোবাইল ফোন খুলে ফটোগ্যালারি তল্লাশি করা হয়েছে বলে অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন।কিন্তু চাইলেই কি আইনশৃঙ্খলা বাহিনী বা কোন ব্যক্তি অন্য আরেকজনের মোবাইলের ফোনের মতো ব্যক্তিগত জিনিসে তল্লাশি করতে পারে? সূত্র: বিবিসি বাংলা ।
সিটিটিসির হাতে গ্রেফতার জামায়াতের আমির শফিকুর
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রথমে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। পরে গ্রেফতার দেখায় সিটিটিসি।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেফতার করেছে সিটিটিসি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। সূত্র: বাংলানিউজ
লাইনচ্যুত বগি উদ্ধার: টাঙ্গাইলে ১১ ঘণ্টা পর ট্রেন চালু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। এর আগে সোমবার রাত ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনের রাজাবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে; দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।লাইনচ্যুত বগি উদ্ধার: টাঙ্গাইলে ১১ ঘণ্টা পর ট্রেন চালু-পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন বলেন, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাজাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় ১১ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে রাত ৩টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সূত্র: বিডি নিউজ