আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

বাংলাদেশের বিস্ময়কর উত্থান
স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশের বিস্ময়কর উত্থান হয়েছে। সীমিত সম্পদ নিয়ে কমপক্ষে ২০ খাতে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। এসব খাতে বাংলাদেশ আছে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায়। বাংলাদেশ বদলে গেছে সামাজিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই। নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আর মানবিক মর্যাদায় বাংলাদেশ ছাড়িয়ে গেছে পুরো বিশ্বকেই। ১০ লাখ নির্যাতিত মানুষকে একসঙ্গে আশ্রয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২ কোটি ১৭ লাখ হেক্টর। এসব জমিতে গড়ে ফসল ফলত একটি। ফলে খাদ্য চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি বিদেশি অনুদান ও খাদ্য সহায়তার ওপর দেশকে নির্ভর করতে হতো। ৫১ বছর পর আবাদযোগ্য ৬০ শতাংশ জমি কমে যাওয়া সত্ত্বেও আগের চেয়ে সোয়া দুই গুণ জনসংখ্যার চাপ নিয়েও নিজস্ব উৎপাদন দিয়ে পুরো খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। কৃষির এই বিপ্লবের স্বীকৃতি এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে। সংস্থাটির বৈশ্বিক খাদ্য উৎপাদন পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদনে শীর্ষ খাদ্য উৎপাদনকারী ১০ দেশের কাতারে বাংলাদেশকে গণ্য করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

ফারদিনের মৃত্যুর বিষয়টি র‍্যাব-ডিবি ভালোভাবে বিশ্লেষণ করে বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যু নিয়ে তদন্তে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে র‍্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এমন পরামর্শ দেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্র: প্রথম আলো

সংকটে ভয় পেলে চলবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংকট আসবে। সংকটে ভয় পেলে চলবে না। জনগণের সহায়তায় আমরা করোনাভাইরাস মহামারি সফলভাবে মোকাবেলা করেছি। বর্তমান বৈশ্বিক মন্দাও আমরা মোকাবেলা করব, ইনশাআল্লাহ। এ জন্য আপনাদের সহযোগিতা চাই। ’গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। বাংকে টাকার কোনো ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিট্যান্সপ্রবাহ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি—সব কিছু স্বাভাবিক রয়েছে। ’ সূত্র: কালের কণ্ঠ

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শেষ হলো না ৫১ বছরেও

বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করলেও মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। সরকার পরিবর্তনের সঙ্গে পাল্টে গেছে বীর সেনানীদের নাম। কিন্তু টানা ১৩ বছর ধরে ক্ষমতায় থেকেও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই এখনো শেষ করতে পারেনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষ করার তারিখ নির্ধারণ করা আছে। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কর্মকর্তারা জানিয়েছেন, আপিল শুনানি শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে। ফলে এ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা চূড়ান্ত হচ্ছে না। সূত্র: দৈনিক বাংলা ।

Nagad

করোনা মোকাবিলা করেছি মন্দাও মোকাবিলা করব
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ।। উন্নয়ন বিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে ।। জনগণকেই বেছে নিতে হবে তারা কী চায় ।। ব্যাংকে টাকার কোনো ঘাটতি নেই

‘সংকট আসবে। সংকটে ভয় পেলে চলবে না। জনগণের সহায়তায় আমরা করোনা ভাইরাস মহামারী সফলভাবে মোকাবিলা করেছি। বর্তমান বৈশি^ক মন্দাও মোকাবিলা করব। এ জন্য আপনাদের সহযোগিতা চাই।’- মহান বিজয় দিবসের প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে তার সরকারকে সাহায্য করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের রাষ্ট্রবিরোধী চক্রান্ত সম্পর্কেও সবাইকে সতর্ক করেন।
বিএনপি-জামায়াতচক্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখনো এ দেশে একাত্তরের ‘শকুনি’ এবং পঁচাত্তরের হায়েনাদের বংশধররা সক্রিয় আছে। সুযোগ পেলেই তারা দন্ত-নখর বসিয়ে দেশটাকে ক্ষতবিক্ষত করে ফেলে। সূত্র: দৈনিক আমাদের সময়

বিজয়ের ৫১ বছরে অনেক অর্জন
দুর্নীতি-অর্থ পাচার রোধ ও সুশাসন জরুরি
বিনিয়োগ বাড়ছে না। রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে- ড. মির্জ্জা আজিজ * ভোটাধিকার প্রতিষ্ঠা, দমনপীড়নের অবসান, মানবাধিকার সংরক্ষণ এবং দলীয়করণের অবসান হতে হবে- ড. বদিউল আলম মজুমদার

বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন মহান বিজয়ের ৫১তম বার্ষিকী আজ। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ সংগ্রামের পর এই দিনেই একটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের মনোবল ও সাহসের কাছে আত্মসমর্পণ করে।লাল-সবুজের রংতুলিতে ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র। তবে এটি কিনতে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে দেশের মানুষকে। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এই মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা ও স্বপ্ন। স্বাধীনতার পর এ পর্যন্ত অনেক অর্জন রয়েছে।ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি মিলেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পথে। সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনীতিতে এগিয়েছে অনেক। মাথাপিছু আয় ৩ হাজার ডলারের কাছাকাছি। কিন্তু এখনো বড় সমস্যা বৈষম্য। দেশের ৫২ শতাংশ সম্পদ ৫ শতাংশ মানুষের কাছে। এর উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে পাচার হয়েছে। আর এই বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সর্বশেষ প্রতিবেদন অনুয়ায়ী, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম। সূত্র: যুগান্তর

মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর, চলবে উত্তরা-আগারগাঁও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন। প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোরেল। তবে শুরুতে ট্রেন চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। মতিঝিল পর্যন্ত ট্রেন চলতে সময় লাগবে আরো এক বছর। গতকাল বণিক বার্তাকে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।
তিনি জানান, ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের জন্য তারিখ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান হবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনের পর আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেনে উঠবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। উদ্বোধনের পর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হলেও তা সীমিত সময়ের জন্য রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তারা। অর্থাৎ উদ্বোধনের পর মেট্রোরেল সকালে ‘কিছু সময়ের জন্য’ এবং বিকালে ‘কিছু সময়ের জন্য’ যাত্রী পরিবহন করবে। ‘কিছুদিন’ এভাবে চলাচলের পর ধীরে ধীরে সময় বাড়ানো হবে এবং একসময় ‘ভোর’ থেকে ‘মধ্যরাত’ পর্যন্ত পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। সূত্র: বণিক বার্তা।

বিজয়গাথার এক অনন্য প্রতীক: উত্তরবঙ্গ মিউজিয়াম

ঐতিহাসিক সংগ্রহশালা উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা লিংকন ‘পাগল না প্রতিভাবান! আমি এই সংশয়ে পড়েছি’; এই মন্তব্য লেখক কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের। শুধু আনোয়ারা কেন, এমন মন্তব্য তাকে নিয়ে কুড়িগ্রামের কিংবা উত্তরাঞ্চলের অনেকেই করেছেন। তবে লিংকন তার কাজের মাধ্যমেই দিয়ে চলেছেন সে উত্তর। দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রামে এ জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে– স্থানীয়দের সামনে ইতিহাসের গুরুত্বপূর্ণ নানান অধ্যায় ও তার প্রেক্ষাপট, প্রভাব সহজবোধ্যভাবে তুলে ধরেছেন। দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যকে সঠিকভাবে রক্ষা এবং মানুষের সামনে তুলে ধরতে নিজের সর্বোচ্চটা করেছেন লিংকন। তার জাদুঘরের মাধ্যমে জাতির সামনে উজ্জ্বল এক নক্ষত্র হাজির করেছেন।’এই নক্ষত্র অন্ধকারে পথ দেখাবে। বাতিঘরের মতো জ্বলজ্বল করবে’- জাদুঘরটি সম্পর্কে এমন মন্তব্য সাংসদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের।উত্তরবঙ্গ জাদুঘর আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আইনজীবী এসএম আব্রাহাম লিংকনের দূরদর্শী নেতৃত্বে এই মিউজিয়াম নিজ নাম প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের ইতিহাসের গৌরব উজ্জ্বল অথচ বেদনাবিধুর এক অধ্যায় তুলে ধরার প্রাণকেন্দ্র হিসেবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিজয় দিবস: আত্মসমর্পণের আগে পাকিস্তানী সেনাদের সেই মুহূর্তগুলো

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। সময় আনুমানিক সকাল নয়টা। ঢাকায় অবস্থানরত পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাদের দপ্তরে একসাথে বসে বৈঠক করছিলেন। সে সময় একটি চিরকুট এসে সবাইকে চমকে দিল। বৈঠকে ছিলেন লেফট্যানেন্ট জেনারেল একে নিয়াজী, মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল রাও ফরমান আলী, রিয়ার এডমিরাল শরিফ, ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী, সিদ্দিক সালিক এবং আরো কয়েকজন।সে চিরকুটে লেখা ছিল, ” প্রিয় আবদুল্লাহ, আমি এখন মিরপুর ব্রিজে। আপনার প্রতিনিধি পাঠান।”এখানে ‘আব্দুল্লাহ’ বলতে জেনারেল নিয়াজীকে বোঝানো হয়েছিল।নিয়াজীর পুরো নাম আমীর আবদুল্লাহ খান নিয়াজি, যিনি একে নিয়াজি হিসেবে পরিচিত ছিলেন।
এ চিঠি পাঠিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল গন্দর্ভ সিং নাগরা।সকাল আটটা নাগাদ ঢাকার মিরপুর ব্রিজের কাছে মেজর জেনারেল নাগরাকে বহনকারী একটি সামরিক জিপ এসে থামে। সূত্র: বিবিসি বাংলা।

 

জাপায় স্বাধীনতাবিরোধীদের অন্তর্ভুক্তি নিয়ে চুন্নু এখন ‘লজ্জিত’

জাতীয় পার্টির তিন যুগের পথচলায় বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধী আর স্বাধীনতাবিরোধীদের অন্তর্ভুক্তি নিয়ে দুঃখ প্রকাশ করলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শুক্রবার বিজয় দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা।পরে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলে, এমনকি আমাদের দলেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীরা স্থান পেয়ে গেছে৷ একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমার জন্য লজ্জার, দুঃখজনক। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনোভাবে আপস হতে পারে না৷” সূত্র: বিডি নিউজ