পেরুতে গভীর রাজনৈতিক সংকট, নিহত ২০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

ছবি- সংগৃহীত

লাতিন আমেরকিার দেশ পেরু গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে। পেরুর নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুতের ফলে দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট নিরসনে জরুরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দেশটির রাজধানী লিমাতে সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেট এবং গির্জার নেতারা জড়ো হয়েছেন।

গত ০৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট কাস্তিলো। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। শপথ নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে।

সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কাস্তিলো। এর তাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। এতে রাজনৈতিক সংকটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

এই অবস্থায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। জ্বালাও-পোড়াও কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে গত কয়েকদিনে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এমন সংকটের অবসান ঘটাতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পেরুর কর্তৃপক্ষ।

Nagad

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটির রাজধানী লিমায় ক্ষমতা কাঠামোর সকল শাখার প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেটস ও চার্চ নেতাদের ওই বৈঠক হয়। তিন ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।

সারাদিন/১৭ ডিসেম্বর/এমবি