আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

সাইকেলে ১৮০ দিনে পৃথিবীর চারপাশ ঘুরে এলেন তাঁরা

সাইকেলে করেও যে পৃথিবীর চারপাশে ঘুরে আসা যায়, তা আবার প্রমাণ করলেন এক ব্রিটিশ দম্পতি। ট্যানডেম সাইকেলে তাঁরা জার্মানির বার্লিন থেকে যাত্রা শুরু করেন। ১৮০ দিনে পৃথিবীর চারপাশ ঘুরে তাঁরা আবার বার্লিনে আসেন। এতে তাঁদের সময় লেগেছে ১৮০ দিন। এ কাজ করতে তাঁদের ২১টি দেশের ওপর দিয়ে যেতে হয়েছে। এবার এ ভ্রমণকে রেকর্ডের তালিকায় তুলতে তাঁরা আবেদন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে। ওই দম্পতির নাম লরা মাসে ও স্টিভ মাসে। গত ৫ জুন তাঁরা যাত্রা শুরু করেন। এরপর সাইকেলে করে পাড়ি দিয়েছেন ২৮ হাজার ৯৬৮ কিলোমিটার। পথে তাঁদের পাড়ি দিতে হয়েছে নানা বাধাবিপত্তি। ঝড়, বৃষ্টি, তুষারপাতের মতো প্রাকৃতিক বিপর্যয় তো ছিলই। শেষে সব প্রতিকূলতা পেরিয়ে ১ ডিসেম্বর আবার বার্লিনে ফিরে আসেন তাঁরা। সূত্র: প্রথম আলো

নতুন প্রতিরক্ষা পরিকল্পনা
হুমকি বাড়তে পারে জাপানের

চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সৃষ্ট ক্রমবর্ধমান সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে ‘শান্তিবাদী’ ভাবমূর্তি থেকে বেরিয়ে শুক্রবার আগ্রাসী ও উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছে জাপান। টোকিওর প্রতিরক্ষানীতি বদল নিয়ে চলছে নানামুখী বিতর্ক। এ নিয়ে জাপানের সংবাদমাধ্যম ‘দ্য আসাহি শিম্বুন’ তিনটি প্রেক্ষাপট সামনে রেখে একটি বিশ্লেষণী নিবন্ধ প্রকাশ করেছে। জাপানের চারপাশে উদ্ভূত সামরিক তৎপরতা নিয়ে টোকিওর নিরাপত্তা উদ্বেগ নিয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কোনো ধরনের জাতীয় বিতর্ক ছাড়া যুদ্ধোত্তর (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) নীতি থেকে সরে আসার যে পরিকল্পনা সাজিয়েছেন-সূত্র: কালের কণ্ঠ

লুসাইলে আজ ক্লাব সতীর্থদের রিইউনিয়ন!

বিশ্বকাপ উপলক্ষে ক্লাব ফুটবল বন্ধ এক মাসেরও বেশি সময় ধরে। ফুটবলাররা ব্যস্ত যাঁর যাঁর জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। তবে লুসাইলের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল যেন ক্লাবের বন্ধুদের এক রিইউনিয়নে পরিণত হয়েছে। ফাইনালের দুই বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ফরাসি ক্লাব পিএসজির সতীর্থ। শুধু এ দুই তারকাই নন, আর্জেন্টিনা ও ফ্রান্সের আরও বেশ কয়েকজন ফুটবলার একে অপরের বিপক্ষে মাঠে নামবেন, যাঁরা কিনা ক্লাবে একই দলে খেলেন।বড় বড় সব ফুটবলবোদ্ধার মতে, ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের পাশাপাশি মেসি-এমবাপ্পে দ্বৈরথও দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। জাতীয় দলে প্রতিপক্ষ হলেও লম্বা সময় ধরে তাঁরা ক্লাব ফুটবলে সতীর্থ। পিএসজির জার্সিতে এমবাপ্পের অ্যাসিস্টে ১১টি গোল করেছেন মেসি। আর মেসির অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার গোল ১৫টি। জাতীয় দলের লড়াইয়ে এর আগে কেবল একবারই মুখোমুখি হয়েছিলেন এ দুই সুপারস্টার। ২০১৮ বিশ্বকাপের সে কোয়ার্টার ফাইনালে এমবাপ্পের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। এবারের দেখায় নিশ্চয়ই মেসি চাইবেন প্রতিশোধ নিতে। বিশ্বকাপের ফাইনালে যেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের জয়জয়কার। তাদের চার খেলোয়াড় খেলবেন লুসাইলের ফাইনালে। সূত্র: সমকাল

Nagad

৩৬ বছর পর আর্জেন্টিনা নাকি আবারো ফ্রান্স

আর্জেন্টিনা ও ফ্রান্স দুটি দলই জিতেছে সমান দুটি করে বিশ্বকাপ। লাতিন ও ইউরোপিয়ান জায়ান্টদের জার্সিতে তাই শোভা পায় দুটি করে তারকা। আগামীকাল থেকে একটি দলের জার্সিতে আঁকা হবে তিন তারকা, অন্য দলের জার্সিতে দুটিই থেকে যাবে। বিশ্বকাপ ট্রফি জিতলেই জার্সিতে বাড়বে তারকা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ এ ট্রফি জয়ের লড়াই। ২২তম ফিফা বিশ্বকাপ ফাইনাল। লিওনেল মেসির বিশ্বকাপ জয়েরও শেষ সুযোগ। আর্জেন্টাইন কিংবদন্তি ও স্বপ্নের ট্রফির মাঝে বাঁধা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। লাতিন ও ইউরোপিয়ান জায়ান্টের এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দুবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা ৩৬ বছর ধরে বিশ্বকাপ শিরোপার খোঁজে। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার জাদুতে ১৯৮৬ সালে দ্বিতীয় ও সর্বশেষ শিরোপার স্বাদ পায় আর্জেন্টাইনরা। এরপর তিন যুুগের দীর্ঘ খরা। ম্যারাডোনার পর আর্জেন্টিনায় আবির্ভাব ঘটা আরেক মহাতারকা মেসির হাত ধরে ২০১৪ সালে ফাইনালে উঠলেও জার্মানির কাছে পরাজিত হয় আলবিসেলেস্তেরা। আট বছর পর আরেকটি ফাইনালে আর্জেন্টিনা। প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে মরিয়া মেসি কি পারবেন শেষ সুযোগটি লুফে নিতে? সূত্র: বণিক বার্তা।

‘রাশিয়ার যুদ্ধজয়ের নতুন কৌশল’

বিশ্ববাসীর নজর ইউক্রেনের দিকে। এই যুদ্ধের বৈশ্বিক প্রভাব এরমধ্যেই অনুভব করছে ধনী-দরিদ্র নির্বিশেষে অগণিত জনতা। তাই এর চূড়ান্ত ফলাফল নিয়ে নেই প্রচার-প্রচারণা ও অনুমানের অন্ত। পর্যবেক্ষকরা এখনই মনে করছেন, জয় যে পক্ষেরই হোক না কেন- পৃথিবীর ভূরাজনীতি তাতে চিরতরে বদলে যাবে। তাই বলে হাত গুটিয়ে বসে নেই কোনোপক্ষই। প্রস্তুতি আর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে অবিরাম। রাশিয়াও নিয়েছে যুদ্ধ জয়ের নতুন কৌশল। এনিয়ে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে মতামত নিবন্ধ লিখেছেন সমর কৌশলবিদ এবং অস্ট্রেলীয় সামরিক বাহিনীর সাবেক মেজর জেনারেল মিক রায়ান। টিবিএসের পাঠকের জন্য নিবন্ধটির পরিমার্জিত ও সংক্ষেপিত ভাবানুবাদ করেছেন নূর মাজিদ। এবারের বড়দিনটা প্রিয়জন হারানোর শোকে থাকবে ইউক্রেনবাসী। উৎসবের দিনটা হবে তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ১০ মাসের মাইলফলক। সত্যিই যে শঙ্কা একসময় তাদের কাছে অকল্পনীয় ছিল, তাই রূপ নিয়েছে বাস্তবে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর– এই প্রথম এত প্রচণ্ড ধ্বংসলীলা শুরু হয়েছে ইউরোপের মাটিতে। এতে প্রাণহানি হয়েছে হাজার হাজার, বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লাখো মানুষ। দেশটির সিংহভাগ এলাকা এই তীব্র শীতের মওসুমে বিদ্যুৎহীন। ফলে শারীরিকভাবে দুর্বল ও বৃদ্ধদের অনেকেই এবার ঠাণ্ডায় মারা পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আন্তর্জাতিক
শিম্পাঞ্জি হত্যায় ক্ষোভ

বিশ্বজুড়ে বিপন্ন প্রাণী হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর লাল তালিকায় ইতিমধ্যেই চলে এসেছে শিম্পাঞ্জির নাম। ফলে শিম্পাঞ্জি সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সুইডেনে চিড়িয়াখানায় খাঁচা থেকে পালিয়ে যাওয়া তিনটি শিম্পাঞ্জিকে গুলি করে হত্যা করায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ।
তাদের বক্তব্য, চেতনানাশক প্রয়োগ করে শিম্পাঞ্জিগুলোকে আটক করা যেত। যাদের কাছে এই বন্য প্রাণীগুলোর সবচেয়ে নিরাপদ থাকার কথা, তাদের হাতেই এহেন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। সূত্র; দৈনিক বাংলা।

এশিয়া
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ রোববার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক অঞ্চলের (ইইজেড) বাইরে গিয়ে পড়ে।কয়েক দিন আগেই উচ্চ চাপসমৃদ্ধ কঠিন জ্বালানির একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আরও নির্ভুল ও দ্রুতগতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে দেশটি। এরই মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ। সূত্র: কাল বেলা

ইউক্রেন যুদ্ধ নিয়ে শীর্ষ অধিনায়কদের সাথে পুতিনের শলা পরামর্শ

ইউক্রেনের যুদ্ধ সামনের দিনগুলোতে কীভাবে পরিচালিত হওয়া উচিৎ তা নিয়ে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর অধিনায়কদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে প্রেসিডেন্ট পুতিন সশস্ত্র বাহিনীর অপারেশন সদর দফতর পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন।“আমরা অবিলম্বে এবং মধ্য-মেয়াদে যুদ্ধের কী কৌশল নেব, সে বিষয়ে আমি আপনাদের প্রস্তাব জানতে চাই,” বলেছেন রুশ প্রেসিডেন্ট।বিবিসি মনিটরিং জানাচ্ছে, গতকাল সারাদিন ধরে চলা এই বৈঠকে ছিলেন সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমফ, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু এবং ইউক্রেনে রুশ বাহিনীর সর্বময় অধিনায়ক জেনারেল সের্গেই সুরোভিকিন। সূত্র: বিবিসি বাংলা।

চীনে করোনায় আগামী বছর ১০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

প্রাণঘাতী করোনার উপত্তিস্থলই ছিল চীনে। আবার সেই চীনের তড়িঘড়ি করোনা-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে ২০২৩ সালে এ ভাইরাসে ১০ লাখের বেশি মৃত্যু দেখা যেতে পারে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড অ্যাভালুয়েশন ইনস্টিটিউটের (আইএইচএমই) এক পূর্বানুমানে বলা হয়েছে। তাদের পর্যালোচনা বলছে, আগামী বছরের এপ্রিলের ১ তারিখ নাগাদ চীনে কভিড রোগীর সংখ্যা চূড়ায় পৌঁছাবে, মৃত্যুও সে সময় ৩ লাখ ২২ হাজারে পৌঁছাতে পারে। তত দিনে চীনের জনসংখ্যার এক-তৃতীয়াংশও সংক্রমিত হতে পারে, বলছেন আইএইচএমই-এর পরিচালক ক্রিস্টোফার মুরে। কভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সরকারিভাবে করোনাভাইরাসে কোনো মৃত্যুর তথ্য দেয়নি। সর্বশেষ গত ৩ ডিসেম্বর চীন কভিডে মৃত্যুর তথ্য দিয়েছিল। দেশটি এখন পর্যন্ত মহামারিতে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তীব্র বিক্ষোভ ও জন অসন্তোষের মুখে ডিসেম্বরেই চীন বিশ্বের অন্যতম কঠোর কভিড বিধিনিষেধ তুলে নিয়েছে, যে কারণে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।

পেরু: মার্কিন রাষ্ট্রদূতের তীব্র সমালোচনা মেক্সিকোর প্রেসিডেন্টের

নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর সৃষ্ট সহিংস প্রতিবাদ নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করায় পেরুর সমালোচনা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর; পাশাপাশি দেশটির নতুন নেতার সঙ্গে বৈঠক করায় লিমায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।গত সপ্তাহে পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে দেশটির বামপন্থি প্রেসিডেন্ট ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করে, এরপর কংগ্রেস ভেঙ্গে দেওয়ার চেষ্টার দায়ে ক্ষমতা হারানো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। তারপর থেকে সরকারি হেফাজতে বন্দি আছেন তিনি। ক্যাস্তিয়োই পেরুর বৈধ প্রেসিডেন্ট, লাতিন আমেরিকার আরেক বামপন্থি প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ