আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার, পানির সন্ধান

সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার অবস্থান ২১৮ আলোকবর্ষ দূরে। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই গ্রহমণ্ডলী পৃথিবীর মতো নয়। জোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহ দুটির উপরিভাগ পানিতে তলিয়ে আছে। এ জন্যই এই দুই গ্রহকে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ বলে বর্ণনা করেছেন তাঁরা। কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের একদল জোতির্বিজ্ঞানী নাসার হাবল ও স্পিটজা নামে দুটি টেলিস্কোপ ব্যবহার করে তাঁদের গবেষণায় গ্রহ দুটির সন্ধান পান। গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ অন দ্য এক্সোপ্লানেটস–এর ক্যারোলিন পিউলেট। নেচার অ্যাস্ট্রনমি নামের একটি বিজ্ঞান সাময়িকীতে কেপলার–১৩৮সি ও কেপলার–১৩৮ডি নামের গ্রহ দুটির বিষয়ে গবেষণায় পাওয়া ফল নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশিত হয়েছে। সূত্র: প্রথম আলো

রণাঙ্গনে সংগীতশিল্পী পাঠাবে রাশিয়া

যুদ্ধের ময়দানে নিজেদের সেনাদের কাছে এবার সংগীতশিল্পী পাঠাবে বলে জানিয়েছে রাশিয়া। এর মূল লক্ষ্য যুদ্ধরত সেনাদের মনোবল বৃদ্ধি করা। চলতি সপ্তাহেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘রণাঙ্গন সৃজনশীল ব্রিগেড’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এই ব্রিগেডে কণ্ঠ ও যন্ত্র শিল্পীরা থাকবেন।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার এক গোয়েন্দা তথ্য হালনাগাদে রাশিয়ার এ নতুন ব্রিগেডের বিষয়টি তুলে ধরে।এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে মোতায়েন রুশ সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শোইগু সেনা নামানো হয়েছে এমন এলাকাগুলো আকাশপথে ঘুরে দেখেন এবং বিশেষ সামরি- সূত্র: কালের কন্ঠ

তিউনিসিয়ায় সংসদ নির্বাচনে ভোট পড়ল মাত্র ৮.৮ শতাংশ

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাধারণ নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৮ দশমিক ৮ শতাংশ। ভোটারহীন এই নির্বাচনের ফল আজ প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন। শনিবার অনুষ্ঠিত ভোটে সিংহভাগ ভোটারই ভোট দিতে যাননি কেন্দ্রে। অনেক বিরোধী দলও বয়কট করেছে নির্বাচন। ভোট না দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বাধীন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দাবি করেছে বিরোধী দলগুলো। খবর এবিসি নিউজের।বিপর্যয়কর সংসদীয় নির্বাচনের পর গতকাল রোববার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো। পার্লামেন্ট পুনরায় গঠন করতে এই নির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত বছর প্রেসিডেন্ট কাইস সাইদ পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। জনগণের ভোট দিতে না যাওয়াকে এক দশক আগে স্বৈরশাসকদের বিরুদ্ধে আরব বসন্ত বিদ্রোহের সূত্রপাত হওয়া দেশটির নতুন মোড় বলে মনে করা হচ্ছে। পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজের ক্ষমতা সুসংহত করতে চেয়েছিলেন সাইদ। সূত্র; সমকাল

Nagad

ফের সেনা সংগ্রহ প্রচারে রাশিয়া

ইউক্রেনের রণক্ষেত্রে হঠাৎ সেনা সংকটে পড়ে ২১ সেপ্টেম্বর তিন লাখ সেনা সংগ্রহের আদেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাত্র এক মাসের মাথায় প্রায় আড়াই লাখ নাগরিক তাতে সাড়া দেন। দুই মাস না যেতেই ইউক্রেন যুদ্ধের জন্য আবারও সেনা সংগ্রহের প্রচারণা শুরু করেছে রাশিয়া। গত কয়েক দিনে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করা রুশ প্রোপাগান্ডা ভিডিওগুলো দেশপ্রেম, নৈতিকতা এবং উন্নত সামাজিক অবস্থানের নিশ্চয়তার কথা বলে রুশদের কাছে আবেদনের চেষ্টা শুরু হয়েছে। ১৪ ডিসেম্বর পোস্ট করা ভিডিওগুলোর মধ্যে একটিতে একজন যুবককে দেখানো হয়েছে, ‘পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করার পরিবর্তে ইউক্রেন যুদ্ধে লড়াই করা বেছে নিচ্ছেন এক তরুণী। তারপর একটি সামরিক চুক্তি সই করেন। চুক্তি মেতাবেক পাওয়া অর্থ দিয়ে একটি গাড়ি কিনে সবাইকে অবাক করে দিয়েছে।’ সিএনএন।
১৫ ডিসেম্বর পোস্ট করা অন্য ভিডিওতে, একজন সৈনিকের প্রাক্তন বান্ধবী তার সাহসে নতুনভাবে মুগ্ধ হয়ে তাকে ফিরে আসার জন্য অনুরোধ জানায়। আরেকটি উদাহরণে একজন মধ্যবয়সি ব্যক্তি কারখানার চাকরি ছেড়ে দিয়ে সামরিক চুক্তিতে স্বাক্ষর করার জন্য যাচ্ছেন। সূত্র: যুগান্তর

দেশপ্রেম দেখাতে সাইকেলে চড়ুন

যুগে যুগে নানাভাবে দেশপ্রেমের নজির দেখিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তবে মিয়ানমারের জান্তা সরকারে প্রধান জেনারেল মিন অং হ্লাইং দেশপ্রেমের ধারণাকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছেন। দেশপ্রেম দেখাতে মিয়ানমারের জনগণকে সাইকেলে চড়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব কমবেশি সব দেশেই পড়েছে। মিয়ানমারও এর বাইরে নয়। সম্প্রতি দেশটি থেকে জ্বালানি খাতে বিনিয়োগকারী বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বের হয়ে গেছে। ফলে চাপে পড়েছে দেশটির জ্বালানি খাত। দেখা দিয়েছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। গত ১৩ ডিসেম্বর মিয়ানমারের কাচিন রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের সাইকেল চালানো উচিত। কারণ সাইকেলে কোনো ধরনের জ্বালানি লাগে না। দেশের এই পরিস্থিতিতে সাইকেল চালানোকে দেশপ্রেম বলে আখ্যা দেন তিনি। শুধু সাইকেলে চড়াই নয়, মিন অং হ্লাইং জনগণকে জ্বালানি সঞ্চয় করার ও তেল কম খাওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: দৈনিক বাংলা।

প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার ঘোষণা ইমরান খানের

পাকিস্তানে অব্যাহত রাজনৈতিক উত্তাপের মধ্যেই পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২৩ ডিসেম্বর প্রাদেশিক পরিষদ দুটি ভেঙে দেয়ার তারিখ ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। আগাম নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এটি ভেঙে দেয়া হচ্ছে বলেও ঘোষণা দেন তিনি। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য স্ট্রেইটস টাইমস। শনিবার লাহোরে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় কর্মীদের উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এ সময় ইমরানের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান উপস্থিত ছিলেন। সূত্র; বণিক বার্তা।

ফিউশন বিক্রিয়ায় দূষণমুক্ত অফুরন্ত শক্তির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বছরের পর বছর ধরে যেভাবে সূর্য ও নক্ষত্ররা জ্বলছে, ঠিক সেই পদ্ধতিতেই ফিউশন বিক্রিয়া ঘটিয়ে অফুরন্ত শক্তির সন্ধান পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিষয়টি প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল ১০ নাগাদ এ নিয়ে সরকারিভাবে ঘোষণাটি দেন মন্ত্রণালয়ের সচিব জেনিফার গ্রানহোম। সরকারের দাবি, ফিউশন বিক্রিয়া ব্যবহারের উপায় উদ্ভাবন জাতীয় প্রতিরক্ষা এবং দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক বিরাট সাফল্য। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে দূষণমুক্ত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক নতুন পথ উদ্ভাবন হলো। এটি ব্যবহার করে পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা যাবে। যদিও পুরো বিষয়টি এখনও বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ম্যারাডোনাকে ছাপিয়ে মেসি

লিওনেল মেসি ; ভালোবাসার এক নাম। একজন ফুটবল জাদুকর। একজন ছন্দের রাজপুত্র। একজন ফুটবল শিল্পী। একজন নায়ক। একজন মহানায়ক। একটি আবেগের নাম। সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বচ্যাম্পিয়ন। ৩৫ বছর বয়সী মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেছেন কাতারে। খেলিয়েছেন গোটা দলকে। বিশ্বচ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তাদের তৃতীয়বারের মতো বিশ্বসেরা করতে মেসি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার, যিনি দু-দুটি বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতার বিরল রেকর্ড গড়েন। ১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ম্যারাডোনার বয়স ছিল মাত্র ১৮। আগের বছর, ১৯৭৭ সালে আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপ ট্রফি উপহার দেন যুবক ম্যারাডোনা। তার দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধতা ছড়িয়েছিল ফুটবলপ্রেমীদের মাঝে। তরুণ ম্যারাডোনাকে আর্জেন্টাইনরা চেয়েছিলেন ঘরের মাঠে বিশ্বকাপে। কিন্তু কোচ সিজার লুই মেনোত্তি বয়স কমের অজুহাতে নেননি। ১৯৮২ সালে প্রথমবার খেলতে নামলেও প্রতিপক্ষের ফাউলের শিকার হয়েছিলেন বারবার। সূত্র; বাংলাদেশ প্রতিদিন।

পরিবারের একতা যেভাবে এমবাপেকে তারকাখ্যাতি এনে দিয়েছে

পুরো বিশ্ব এখন কিলিয়ান এমবাপের পায়ে – একথা বলাই যায়।

রোববার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পরপর দুবার বিশ্বকাপ জেতার হাতছানি থাকবে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে। উনিশশো বাষট্টি সালে ২১ বছর বয়সী পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার পর থেকে আর কারোরই নেই এই অর্জন।পাঁচ গোল করে এবারের আসরে লিওনেল মেসির সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনি।দুই বিশ্বকাপ খেলে এরই মধ্যে ৯ গোল করে টুর্নামেন্টের ইতিহাসের ১৫তম সর্বোচ্চ স্কোরার তিনি।ফ্রান্সের ইতিহাসে বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল করেছেন শুধুমাত্র জা ফঁতে – যিনি ১৯৫৮ বিশ্বকাপে করেছিলেন ১৩ গোল।দ্রুতগতি সম্পন্ন এমবাপে অবশ্য সেসব রেকর্ডই ভাঙার সম্ভাবনা দেখাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা ।

ইরাকে হামলায় ৯ পুলিশ নিহত, আইএসের দায় স্বীকার

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত নয় পুলিশ নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে হামলার ঘটনাটি ঘটে।ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করা হয়।বিস্ফোরণের পর ‘ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি হামলা চালানো হয়’ বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। সূত্র: বিডি নিউজ