সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

ছবি- সংগৃহীত

রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেছে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম।

ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়া চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার আসামি।

দুদক সচিব মো: মাহবুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

গত ১৯ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ (২০ ডিসেম্বর) মঙ্গলবার ওই মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Nagad

সারাদিন/২০ ডিসেম্বর/এমবি