বারভিডা নেতৃবৃন্দ ও এনবিআর সদস্যের বৈঠক
বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে বারভিডা নেতৃবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য, কাস্টমস নীতি, শুল্ক ও ভ্যাট প্রশাসন মোঃ মাসুদ সাদিক এর সাথে রাজস্ব ভবনে এক বৈঠকে মিলিত হন।
আজ বৃহস্পতিবার (২২-ডিসেম্বর) এ বৈঠকে সম্প্রতি গাড়ি আমদানিতে ঋণপত্রের (এলসি) বিলম্বজনিত বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনসহ গাড়ি শুল্কায়নে বিদ্যমান নীতিমালা সহজীকরণে সদস্য (শুল্ক) মহোদয়ের সুবিবেচনা প্রত্যাশা করে বারভিডা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিপুল রাজস্ব প্রদায়ী খাত হিসেবে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের জন্য এনবিআর সদস্য (শুল্ক) মহোদয় জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
বারভিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য আবু হোসেন ভূইয়া রানু ও মাহবুবুল হক চৌধুরী বাবর আলোচনায় অংশ নেন ।
এনবিআর এর শুল্ক মূল্যায়ন বিভাগের প্রথম সচিব, দ্বিতীয় সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
সারাদিন/২৩ ডিসেম্বর