ইসির মামলা:

ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসেনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। গত ২৪ নভেম্বর ডা. সাবরিনার বিরুদ্ধে এনআইডি জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনের পরিদর্শক রিফন উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ চার্জশিট গ্রহণ করেন।

এর আগে ২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। এ মামলায় ওই বছরের ৩ সেপ্টেম্বর আদালত ডা. সাবরিনার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে তিনি এ মামলায় জামিন পান। এ মামলায় তদন্ত শেষে গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চায়। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। এটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে জন্ম তারিখ ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

সারাদিন. ২২ ডিসেম্বর

Nagad