নওরীন-আঁখির নেতৃত্বে ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের নওরীন নুসরাত সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের আরোশি আঁখি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শারমিন ইসলাম রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা শম্পা, অর্থ সম্পাদক সানজিদা লাবণ্য, সহ অর্থ সম্পাদক ইলমা খাতুন, প্রচার সম্পাদক সিফাত জাহান আইভি ও সহ-প্রচার সম্পাদক শাওয়ানা শামীম নিশো।
এছাড়া দফতর সম্পাদক আনিকা তাহসিন, সহ-দপ্তর সম্পাদক ইশরাত শারমিন রিভা, ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক রাবেয়া, বিতর্ক গবেষণা সম্পাদক মারজান সাঈদা ও সহ-বিতর্ক গবেষণা সম্পাদক সানজিদা।