আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

গুটিয়ে আনা হচ্ছে রিজার্ভের তহবিল

বৈদেশিক মুদ্রার সংকটের কারণে রিজার্ভের অর্থে গঠিত অভ্যন্তরীণ ঋণ তহবিলগুলোর কার্যক্রম গুটিয়ে আনছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে রিজার্ভের অর্থে গঠিত বৈদেশিক মুদ্রার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের (বিআইডিএফ) কোনো প্রকল্পেও নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) চালু থাকলেও পর্যায়ক্রমে এর আকারও কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ইডিএফের সুদের হার বাড়ানোসহ যথাসময়ে ঋণ আদায়ে জোর দেওয়া হয়েছে। চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার শর্তপূরণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকসূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র; দৈনিক আমাদের সময়‘

আ.লীগের কমিটি
পদপ্রত্যাশীদের দৃষ্টি ফাঁকা পদের দিকে
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক। সেখানে আলোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে।
কমিটিতে মোট পদ ৮১টি।
নাম ঘোষিত হয়েছে ৪৮ পদে।
পদ ফাঁকা রয়েছে ৩৩টি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটির গুরুত্বপূর্ণ প্রায় সব পদে নেতাদের নাম ঘোষণা হয়ে গেছে। বড় কোনো পরিবর্তন না থাকায় আগের কমিটির নেতাদের একাংশ আছে স্বস্তিতে। কেউ কেউ দীর্ঘদিন একই পদে থাকার পরও পদোন্নতি না হওয়ায় কিছুটা আশাহত। পদপ্রত্যাশী যাঁরা কমিটিতে স্থান পাননি, তাঁদের চোখ এখন ফাঁকা পদের দিকে। গত শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ৪৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৩৩টি পদ ফাঁকা রয়েছে। আজ সন্ধ্যায় গণভবনে নতুন কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে গতকাল রোববার কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরা বলছেন, কমিটিতে বড় পরিবর্তন আসবে না, এটা আগে থেকেই সবার ধারণা ছিল। তারপরও অনেকে পদোন্নতি এবং নতুন করে জায়গা পাওয়ার আশা করেছিলেন। কমিটি ঘোষণার পর তাঁরা কিছুটা আশাহত। সূত্র: প্রথম আলো

অভিমত
নির্বাচন ও দেশ এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ
আ আ ম স আরেফিন সিদ্দিক

যেকোনো রাজনৈতিক দলের নিয়মিত জাতীয় সম্মেলন করে কমিটি গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটিই করেছে দেশের ঐতিহ্যবাহী ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অবশ্য পরিবর্তনের দিক থেকে নতুন কিছু দেখিনি। তবে নতুন কিছু নেতা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।আর সার্বিকভাবে যদি দেখি, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সংগঠনগুলো নেতৃত্বে কিছু পরিবর্তন করেছে। আমার মনে হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক যে পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে তারা যেখানে যতটুকু প্রয়োজন, সে অনুযায়ী নেতৃত্বের পরিবর্তন এনেছে। আওয়ামী লীগ ২০১৯ সালের পর সংগঠনের নিয়ম অনুযায়ী ২০২২ সালে কাউন্সিলর অধিবেশন করল। কাউন্সিলর অধিবেশন করার অর্থ হচ্ছে, তার আগে বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো আছে, সেগুলো আবার মূল্যায়ন করে পুনর্বিন্যস্ত করা হয়। আমরা কাউন্সিলর অধিবেশনের আগে দেখলাম যে একে একে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ সবগুলোর সম্মেলন হয়ে গেল এবং নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনও ঘটেছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

শিক্ষা-চাকরি
জানুয়ারিতে ছাত্রছাত্রীরা সব বই পাচ্ছে না

শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বরাবরের মতো বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। তবে ছাপার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সব বই হাতে পেতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে শিক্ষার্থীদের। কাজের শুরুতেই কাগজ ও কালির সংকট, ছাপা সরঞ্জামের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, দুটি শ্রেণিতে নতুন শিক্ষাক্রম, প্রাথমিকের বই নিয়ে মুদ্রণ-মালিকদের সঙ্গে দেরিতে চুক্তির কারণে এবার বইয়ের কাজ অন্যবারের তুলনায় পিছিয়ে পড়ে। তবে সংকট কাটিয়ে এখন পুরোদমে চলছে ছাপার কাজ। বছরের প্রথম দিনেই জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে জোর চেষ্টা চালালেও প্রথম দিন শিক্ষার্থীরা সব বই হাতে পাবে না।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুসারে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে ৩৩ কোটি ৯৬ লাখ ৯ হাজার কপি বই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে প্রাথমিক ও প্রাক-প্রাথমিকে ৯ কোটি ৯২ লাখ ৮৩ হাজার, মাধ্যমিকে ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮, ইবতেদায়ি শ্রেণিতে ২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার, দাখিলে ছাপা ৪ কোটি ১ লাখ ৪৪ হাজার কপি বই ছাপা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৭৭ কপি। সূত্র: দৈনিক বাংলা।

নতুন কমিটির সামনে সাত চ্যালেঞ্জ
আন্দোলন মোকাবিলা । কূটনৈতিক চাপ সামলানো । দলীয় কোন্দল নিরসন । জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত সংসদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থী বাছাই । অপপ্রচারের জবাব । বিএনপিসহ নিবন্ধিত সব দলকে নির্বাচনমুখী করা

আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের ৪৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। এতে নতুন কোনো মুখ নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর বাকি থাকতে পুরনো ও অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। গত শনিবার দলের ২২তম জাতীয় কাউন্সিলে টানা দশমবারের মতো সভানেত্রী নির্বাচিত হয়ে প্রেসিডিয়াম, সম্পাদকমন্ডলীর সদস্যদের নাম ঘোষণা করতে গিয়ে শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। তাই দলে বড় পরিবর্তন আনতে চাই না। আওয়ামী লীগের জনসমর্থন আছে। তবে ভোটার আনতে হবে। দল সংগঠিত না হলে সেটা হবে না। সদস্য সংগ্রহ অভিযান বাড়াতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘অভিজ্ঞ’ এই নতুন কমিটিকে সাতটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে- সরকারবিরোধী আন্দোলন মোকাবিলা করা, কূটনৈতিক চাপ সামলানো, দলীয় কোন্দল নিরসন, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমত, সংসদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থী বাছাই, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধীদের অপপ্রচারের যৌক্তিক জবাব এবং বিএনপিসহ নিবন্ধিত সব দলকে নির্বাচনমুখী করা। সূত্র: বিডি প্রতিদিন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ রাশিয়ার

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ২২ ডিসেম্বর মস্কোয় এক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত এসব দেশের কূটনীতিক স্থানীয় প্রশাসনকে দেয়া নানা ধরনের মতামতের বিষয়ে মারিয়া বলেন, তারা নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে প্রকাশ্যে নিজেদের সুপারিশ তুলে ধরছেন। রাশিয়া বিশ্বাস করে, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।মারিয়া জাখারোভার এ ব্রিফিংয়ের বিষয়বস্তু গতকাল প্রকাশ করে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হওয়া ব্রিফিংয়ে দেখা যায়, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা’ শীর্ষক বক্তব্য দিয়েছেন তিনি। সেখানে রুশ এ কূটনীতিক বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সংঘটিত ব্যাপকভাবে প্রচারিত একটি ঘটনা আমরা লক্ষ করেছি। অভিযোগ উঠেছে, ২০১৩ সালে নিখোঁজ একজন বিরোধী রাজনৈতিক কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি স্থানীয় জনগোষ্ঠীর একটি সংগঠনের হুমকির মুখে পড়েছিলেন।’ সূত্র: বণিক বার্তা।

মন্দায় আবাসন খাতে বিক্রয় ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে

নির্মাণ সামগ্রীর দর অস্বাভাবিক বৃদ্ধি, চলমান মুদ্রাস্ফীতি এবং নতুন ড্যাপের (ডিটেইলড এরিয়া প্ল্যান) কারণে ফ্ল্যাটের দর এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে এপার্টমেন্ট বিক্রয়ের পরিমাণ গত পাঁচ বছরে সবচেয়ে কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রাজধানীতে গতকাল শেষ হওয়া পাঁচদিনের আবাসন মেলাতেও ফ্ল্যাট-প্লট বিক্রি আগের বছরগুলোর তুলনায় কমেছে। গত বছরের তুলনায় দর্শনার্থীও তিন হাজারের বেশি কমেছে বলে জানিয়েছে আয়োজকরা।আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)-এর তথ্যমতে, ২১-২৫ ডিসেম্বর চলা মেলায় ৩৫১ কোটি টাকার অর্ডার পেয়েছেন আবাসন ব্যবসায়ীরা। এটি গত পাঁচ-সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২১ সালের আবাসন মেলাতেও ৪০১ কোটি টাকার অর্ডার পেয়েছিলেন ব্যবসায়ীরা। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটি থেকে কী নির্দেশনা পেলো তৃণমূল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করেই আবারো তার দলের সভাপতির পদ গ্রহণ করেছেন। যদিও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগে শেখ হাসিনা অপরিহার্য এবং তার কোনো বিকল্প নেই। এদিকে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির সদস্যরা আজ প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর গণভবনে নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন তিনি আবারো দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শেখ হাসিনা বলেছেন বৈশ্বিক অর্থনৈতিক অবস্থাকে বিবেচনায় নিয়েই তিনি দলের নেতৃত্ব আবারো গ্রহণ করেছেন। তবে নতুন নেতৃত্বের বিষয়টিও তিনি এ সময় সবাইকে মনে করিয়ে দিয়েছেন। শনিবার সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ছাড়া আর নাম না আসেনি। সূত্র: বিবিসি বাংলা।

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা
আওয়ামী লীগের মুরব্বি নেই জনগণই সব

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। আমাদের কোনো মুরব্বি নেই। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের মুরব্বি, তারাই আমাদের সব, তারাই জনগণ। এই সাধারণ মানুষের কল্যাণে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি। দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন রোববার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, কেউ যদি খুব স্বাধীনচেতা হয় তবে অনেকেই তাদের পছন্দ করে না। অনেক বড় বড় দেশ, আমাদের স্বাধীনতার বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের উন্নতি এটা কেউ আটকাতে পারবে না; যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায়ে রাখতে পারবা না। কাজেই এটা আপনারা সব সময় মাথায় রেখেই সংগঠনটির ওপর বেশি গুরুত্ব দেবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন, এটাই আমার অনুরোধ। সূত্র; যুগান্তর

চ্যালেঞ্জিং পেশায় দরকার বুদ্ধিমত্তা সাহসিকতা

মনিরা সুলতানা, খুলনা মেট্রোপলিটনে প্রথম নারী ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজ ও কর্মক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জ নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন —রীতা ভৌমিক-ছোটবেলা থেকে সামাজিক ট্যাবু ভাঙার চেষ্টা করেছি। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যেতাম। তখন থেকেই আমার চ্যালেঞ্জিং পেশার প্রতি আগ্রহ ছিল। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে দাঙ্গা দমন, অবৈধ সমাবেশে ছত্রভঙ্গ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণে এনেছি। এ পেশায় আসতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। কঠোর পরিশ্রম করা ও জনগণকে সার্বক্ষণিক সেবা দেওয়ার মনমানসিকতা থাকতে হবে—বললেন খুলনা মেট্রোপলিটনের প্রথম নারী ট্রাফিক ডিসি মনিরা সুলতানা। সূত্র: কাল বেলা