সালতামামি-২০২২: ইংল্যান্ডের বিশ্ব শাসনের বছর

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

ছবি- সংগৃহীত

২০২২ সালে একের পর এক দুর্দান্ত সময় কাটিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে জিতেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চমকের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হার খাদের কিনারায় ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু এরপর আর তাদের দাপটের সামনে দাঁড়ানোর সাধ্য কার! সেমিফাইনালে হট ফেভারিট ভারতকে স্রেফ উড়িয়ে দেয় ইংলিশরা। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ঝোড়ো ইনিংসে মাঠ ছাড়ে ১০ উইকেটের জয় নিয়ে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেরও নায়ক ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। পাকিস্তানের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য পেরোতে গিয়ে চাপের মুখে পড়লেও অলরাউন্ডার স্টোকস ছিলেন বলেই আশা হারায়নি ইংল্যান্ড। স্টোকসও তাদের নিরাশ করেননি।

২০২২ সালে ওয়ানডেতেও আগ্রাসী ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। এই বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড। গত ১৭ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রান করে ইংল্যান্ড। নিজেদের গড়া ২০১৮ সালের রেকর্ড নতুন করে লেখে ইংল্যান্ড। সেই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল ইংলিশরা।

২০২২ সালে সাদা পোশাকেও রীতিমত বিপ্লব ঘটিয়ে ফেলে ইংল্যান্ড। বেন স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সবশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় এসেছে মাত্র একটি।

কিন্তু স্টোকস-ম্যাককালাম যুগে ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আগ্রাসী খেলার কারণে হৈচৈ ফেলে দিয়েছে ক্রিকেটবিশ্বে। নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সবার মাথা নত করিয়ে ছাড়েন বেন স্টোকসরা। যার ফলে তিন ফরম্যাটের বিচারে ২০২২ সালটা যেন ইংল্যান্ডেরই। বছরজুড়েই ক্রিকেট বিশ্ব শাসন করেছে ইংলিশরা।

Nagad

সারাদিন/২৮ ডিসেম্বর/এমবি