এখন পশ্চিমাদের অস্ত্রের অপেক্ষায় আছি: ইউক্রেনের গোয়েন্দা প্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

ছবি- সংগৃহীত

ইউক্রেন এখন পশ্চিমাদের অত্যাধুনিক অস্ত্রের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান কায়রাইলো বুদানোভ। তিনি বলেন, অস্ত্র এলেই রুশ সেনাদের বিরুদ্ধে আবারও তাদের প্রতিরোধ শুরু হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে এইসব কথা জানিয়েছেন কায়রাইলো বুদানোভ।

যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, “নভেম্বরে ইউক্রেনীয় সেনারা খেরসন শহর পুনর্দখল করার পর এখন মূল লড়াইটা হচ্ছে পূর্বদিকের অঞ্চল দোনেৎস্কের বাখমুতে। ইউক্রেনের অন্যান্য অঞ্চলে অবস্থানরত রুশ সেনারা রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। অন্যদিকে শীতের কারণে ইউক্রেনীয় সেনাদের অভিযানের মাত্রা কমে এসেছে।”

ইউক্রেনের এই গোয়েন্দা কর্মকর্তার দাবি, রাশিয়া ধ্বংসের দ্বারপ্রান্তে আছে। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। আর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রাশিয়া আবারও সেনা সমাবেশ করার ঘোষণা দিতে পারে।

কায়রাইলো বুদানোভ জানান, বর্তমানে ইউক্রেনের শক্তিও কমে এসেছে। ফলে রাশিয়াকে সবদিক দিয়ে তারা হয়ত প্রতিরোধ করতে পারবেন না। তবে রাশিয়াও ইউক্রেনকে পরাজিত করতে পারবে না।

ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, “আমরা এখন নতুন অস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রের চালানের অপেক্ষায় আছি।”

Nagad

সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি