আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

ডিজেলের নতুন উৎস পাওয়া যাচ্ছে না

দেশে ডিজেল আমদানির জন্য এখনো কোনো প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা যায়নি। ভারত রাশিয়ার তেল দিতে চাইলেও পরিমাণ কম। ব্রুনেই থেকে আপাতত আসছে না ডিজেল। কুয়েতও বাংলাদেশের কোনো ব্যাংকের ঋণপত্রে (এলসি) জ্বালানি সরবরাহে রাজি হচ্ছে না। এ অবস্থায় ডিজেলের নতুন উৎস মিলছে না। জানা গেছে, প্রাথমিকভাবে দুটি বেসরকারি কোম্পানির কাছ থেকে পরীক্ষামূলকভাবে ডিজেল কেনার অনুমতি চেয়ে ১৪ ডিসেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সবকিছু চূড়ান্ত হলে দুটি কোম্পানি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ডিজেল সরবরাহ করবে। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় গত সেপ্টেম্বর থেকে ডিজেলের নতুন উৎস খুঁজতে শুরু করে সরকার। আগ্রহী দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে প্রথমে ১৫টি এবং পরে সাতটি প্রতিষ্ঠানের তালিকা করে বিপিসি। পরে জ্বালানি বিভাগের পরামর্শে কোম্পানিগুলোর মালিকানা দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নিয়ে দুটি কোম্পানিকে চূড়ান্ত করা হয়। সূত্র: প্রথম আলো

মেট্রো রেলে উচ্ছ্বসিত যাত্রীরা

কুয়াশার কারণে সকালের সূর্যের আলো তখনো সেভাবে জানান দেয়নি। ঘড়ির কাঁটা সাড়ে ৭টা ছুঁই ছুঁই। এরই মধ্যে মেট্রো রেলে যাত্রীদের প্রথম যাত্রার অপেক্ষা যেন উত্তাপ ছড়াচ্ছিল। ঠিক সকাল ৮টা ৩৩ সেকেন্ডে হুইসেল বাজিয়ে সাধারণ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল।উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিকে আগারগাঁও স্টেশনে প্রবেশের অপেক্ষায় থাকা মানুষের সারি পাসপোর্ট অফিস পার হয়ে গেছে। সেই অপেক্ষার সারিতে দেড় মাসের শিশু তানাস পারভীনকে কোলে দিয়ে দাঁড়িয়ে ছিলেন শাহনাজ পারভীন। তিনি থাকেন মিরপুর সাড়ে ১১ ইস্টার্ন হাউজিং এলাকায়। শাহনাজের সঙ্গে স্বামী ও ছোট বোন এসেছেন। ‘মেট্রো রেল চালু হলে প্রথম দিনই বাচ্চাকে নিয়ে ট্রেনে উঠব ঠিক করে রেখেছিলাম। সে অনুযায়ী আজ (গতকাল) খুব ভোরে বাসা থেকে রওনা দিয়ে আগারগাঁও চলে আসি। এটা ওর (সন্তানের) স্মৃতি হয়ে থাকবে। দিয়াবাড়ী গিয়ে আবার মেট্রোতেই ফিরব’, উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বললেন শাহনাজ। সূত্র: কালের কণ্ঠ

বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি দেবে না অর্থ মন্ত্রণালয়
চলতি অর্থবছরের জন্য প্রায় ৫০ হাজার কোটি টাকার ভর্তুকি চেয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দ ১৭ হাজার কোটি টাকার অতিরিক্ত কোনো ভর্তুকি দেবে না অর্থ মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগকে এ অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে।সংশ্নিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত অর্থবছর থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। এতে গত অর্থবছরে রেকর্ড লোকসানের মুখে পড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ অবস্থায় সংস্থাটির পক্ষে বিদ্যুৎ বিভাগ গত অর্থবছরের বকেয়া ও চলতি অর্থবছরের জন্য ভর্তুকি বাবদ ৪৯ হাজার ৫০০ কোটি টাকার চাহিদাপত্র পাঠিয়েছে। চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে যা ৩২ হাজার ৫০০ কোটি টাকা বেশি।অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সমকালকে বলেন, বর্তমান বাস্তবতায় বাজেট বরাদ্দের ১৭ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ দেওয়া সম্ভব হবে না। বাকি অর্থের সংস্থানের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, মূল্য বাড়ানোর পাশাপাশি এ খাতের অনিয়ম নিয়ন্ত্রণ করে পিডিবির লোকসান কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পাওয়ার শর্তের মধ্যে বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে আনার বিষয়টি রয়েছে। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, কৃষিতে ভর্তুকি কমাতে আইএমএফের কোনো পরামর্শ নেই। তবে বিদ্যুতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সূত্র: সমকাল

পাহাড়ে বছরজুড়ে আলোচনায় কেএনএফ
তিন পার্বত্য জেলার নয়টি উপজেলা নিয়ে পৃথক রাজ্য প্রতিষ্ঠা ও পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে চলতি বছরের মে মাসে পাহাড়ে দুই হাজার সদস্য নিয়ে সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এরই মধ্যে দেশের জঙ্গিদের অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দিয়ে আলোচনায় আসে সংগঠনটি। কারা এই সশস্ত্র আন্দোলনে-পাহাড়ের বম, পাংখুয়া, লুসাই, খুমি, ম্রো ও খিয়াং এই ছয়টি সম্প্রদায়কে অনগ্রসর ও শান্ত স্বভাবের সম্প্রদায় হিসেবে গণ্য করা হলেও এবার তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। সূত্র: দৈনিক বাংলা

Nagad

এশিয়া
দুই বছরে চালের দাম সবচেয়ে বেশি হারে বেড়েছে বাংলাদেশে

দীর্ঘদিন ধরেই দেশে চালের বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। কভিডের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর থেকে গত দুই বছরে দেশে চালের দাম ব্যাপক মাত্রায় বেড়েছে। এমনকি প্রতিবেশী ভারতসহ এশিয়ায় চালের অন্যান্য বৃহৎ ভোক্তা দেশের চেয়েও এ বৃদ্ধির হার কয়েক গুণ বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এসব দেশের কোনো কোনোটিতে গত দুই বছরে চালের দাম কমেছে। আবার যেসব দেশে বেড়েছে, সেগুলোয়ও এ বৃদ্ধির হার সীমাবদ্ধ ছিল ১০ শতাংশের নিচে, যেখানে বাংলাদেশে প্রধান খাদ্যশস্যটির দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।গোটা বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় বাংলাদেশ। বর্তমানে এখানকার অর্থনীতির সার্বিক মূল্যস্ফীতিতেও বড় ভূমিকা রাখছে চালের বাজার পরিস্থিতি। সর্বশেষ আমন মৌসুমের চাল বাজারে ওঠার পর থেকে দাম কিছুটা কমেছে ঠিকই। কিন্তু এশিয়ায় চালের ভোক্তা দেশগুলোর মধ্যে দামের উল্লম্ফনের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় বাংলাদেশেই। এফএও ও ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর থেকে বিদায়ী ২০২২ সালের একই সময় পর্যন্ত এশিয়ার ভোক্তা দেশগুলোর মধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামে এখন পর্যন্ত চালের দাম কমেছে যথাক্রমে ১০ ও প্রায় ১৪ শতাংশ। দাম বেড়েছে ভারত ও পাকিস্তানে। এ দুই দেশে খাদ্যশস্যটির দরবৃদ্ধির হার যথাক্রমে প্রায় ৯ ও ৭ শতাংশ। সূত্র: বণিক বার্তা।

২০৪১ সালে মোট বৈদেশিক ঋণের ৮২% হবে বাজার-ভিত্তিক

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রক্ষেপণ অনুয়ায়ী, ২০৪১ সালে বাংলাদেশের মোট বৈদেশিক অর্থায়নে বাজার-ভিত্তিক ঋণের পরিমাণ– ২০২০ সালের ২৬ শতাংশ থেকে বেড়ে হবে ৮২ শতাংশের বেশি। একইসময় আনুষ্ঠানিক দাতাদের থেকে প্রাপ্ত অর্থায়নে নমনীয় ঋণ কমায়, বাড়বে ঋণ পরিশোধের ব্যয়। গত সপ্তাহে এক কর্মশালায় ইআরডির অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়েছে, বাংলাদেশের মাথাপিছু আয় ক্রমে বাড়তে থাকায়– আগামী বছরগুলোতে বৈদেশিক ঋণ পাওয়ার সুযোগ ব্যাপকভাবে বেড়ে যাবে। এছাড়া, স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ বা এলডিসি গ্রাজুয়েশনের সুবাদে, সরকারি ও বেসরকারি খাতের জন্য বাজার থেকে ঋণ গ্রহণের দুয়ার খুলে যাবে।২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ ঘটবে বাংলাদেশের। আর ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। ইআরডির প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে বৈদেশিক ঋণে বাংলাদেশের বাজার-ভিত্তিক অংশ হবে ৪২.৪%; আর সরকারের ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালে দেশ যখন উচ্চ মধ্য আয়ের দেশ হবে, তখন এটা হবে ৫৫.৭%। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

রাজপথে ফের পাল্টাপাল্টি
আওয়ামী লীগ সমাবেশ করবে ৯ স্পটে

বিএনপি গণমিছিলের নামে যেন কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে- সেজন্য আজ রাজধানীতে পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ছাড়াও ঢাকার তিনটি প্রবেশপথসহ নয়টি স্পটে ‘সমাবেশ’ করবেন দলটির নেতা-কর্মীরা। এতে কেন্দ্রীয় নেতাসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তৃতা করবেন। ভোর থেকেই সন্ত্রাস-নাশকতা ঠেকাতে অবস্থান নেবেন নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বিএনপির গণমিছিলে আওয়ামী লীগের অবস্থান কী হবে জানতে চাইলে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি বরাবরই বলে আসছি, রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। কিন্তু সমাবেশের নামে সন্ত্রাস-নৈরাজ্য করার কোনো অধিকার নেই। অতীতের মতো বিএনপি গণমিছিলের নামে যাতে গণ্ডগোল করতে না পারে- সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়াও পৃথক কিছু জায়গায় আমরা শান্তি সমাবেশ করব।’ বিএনপির গণমিছিলের দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ-পাল্টাপাল্টি কর্মসূচি হয়ে যাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কোথায় কোথায় গণমিছিল করবে, আমরা নিশ্চিত হইনি। সূত্র: বিডি প্রতিদিন।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন। হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।আহত একজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। সূত্র: বিবিসি বাংলা।

আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ
পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতে আলাদিনের চেরাগ!

পেশায় তিনি গৃহিণী। আয় বলতে নেই স্বীকৃত কোনো উৎস। তারপরও রাজধানীর শান্তিনগরে প্রায় আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট, বাড্ডায় আড়াই কাঠা ও সোয়া কাঠার প্লট, নেত্রকোনায় ২৯ শতাংশ জমি এবং কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে ফ্ল্যাট। এছাড়া রয়েছে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার বেশি সঞ্চয়।কোটি কোটি টাকার এসব সম্পদের মালিক শরীফা বেগম (মনি)। গৃহিণী হয়েও আলাদিনের চেরাগে আলোকিত তিনি! স্বামী যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান। বর্তমান কর্মস্থল রাজশাহীর সারদা পুলিশ একাডেমি।দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ওই সম্পদের মূল্য ঘোষণা দেওয়া হয়েছে দুই কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৬২ টাকা। যদিও বাস্তবে এসব সম্পদের মূল্য কয়েকগুণ বেশি। দালিলিক নথিপত্রের হিসাবেই দুদকের অনুসন্ধানে ওই সম্পদের মূল্য পাওয়া গেছে তিন কোটি সাত লাখ নয় হাজার ৮০৬ টাকা। স্থাবর সম্পদের মধ্যে ৭২ লাখ ১০ হাজার ৩১৫ টাকার গ্রহণযোগ্য উৎস পেয়েছে দুদক।শরীফা বেগমের (মনি) বাকি দুই কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৯১ টাকার সম্পদের বৈধ উৎস পায়নি সংস্থাটি। সূত্র; ঢাকা পোস্ট

 

যুবলীগ নেতার গোডাউন থেকে ওএমএসের ১৮ বস্তা চাল জব্দ

দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতির গোডাউন থেকে বিক্রির সময় ওএমএসের ১৮ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন।
বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে থেকে চালগুলো উদ্ধার করে স্থানীয় জনতা। পরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার চালগুলো জব্দ করেন।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণের শেষ দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু বিতরণ না করে ওএমএসের চালের ডিলার উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানে করে ১৪ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালগুলো আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন। এসময় স্থানীয়দের দেওয়া তথ্যমতে অন্য একটি দোকানে তল্লাশি করে আরও চার বস্তা চাল উদ্ধার করা হয়। সূত্র; চ্যানেল আই অনলাইন