আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

নেতানিয়াহুকে ‘বন্ধু’ বললেন বাইডেন, পুতিন জানালেন

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ক্ষমতায় নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।কট্টর ডানপন্থী নেতা নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবার শপথ নিয়েছেন। ক্ষমতা গ্রহণের পরই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা উপলক্ষে গতকাল বাইডেন একটি বিবৃতি দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কাজ করবেন। তবে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি–রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে—এমন যেকোনো নীতির বিরোধিতা করবেন বলে অঙ্গীকার করেছেন বাইডেন।বাইডেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যিনি কয়েক দশক ধরে আমার বন্ধু।’মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, ইরানের হুমকিসহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। আছে সম্ভাবনার নানা দিকও। এসব ব্যাপারে তিনি নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে কাজ করতে আশাবাদী। সূত্র: প্রথম আলো

ইউক্রেনজুড়ে শতাধিক হামলা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের বিভিন্ন শহরে আবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঘটা বড় ধরনের হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। ইউক্রেনীয় শহর খারকিভ, ওডেসা, লভিভ এবং ঝাইতোমিরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুসারে, সর্বশেষ হামলায় রাশিয়ার বাহিনী মোট ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।এর মধ্যে ৫৪টিকে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। সূত্র: কালের কণ্ঠ

মার্কিন নিষেধাজ্ঞায় রূপপুরের সরঞ্জাম খালাসে জটিলতা
জাহাজ বদলে পণ্য পৌঁছে দিতে রাজি রাশিয়া

ইউক্রেন সংকট শুরুর পর রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা এমন একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বাংলাদেশের সীমানায় নিয়ে এসেছে রাশিয়া। এ জাহাজ থেকে পণ্য খালাসে তৈরি হয়েছে জটিলতা। ফলে জাহাজ বদলে বাংলাদেশকে পণ্য পৌঁছে দিতে চায় রাশিয়া।বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সমকালকে বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি যে, এ জাহাজ থেকে মালপত্র গ্রহণ করা সম্ভব নয়। ফলে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। রাশিয়া জাহাজ পরিবর্তন করে পণ্য বাংলাদেশে পৌঁছে দিতে রাজি হয়েছে।’ ‘উরসা মেজর’ নামের রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে তার আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায় যে, ওই জাহাজটি আসলে ‘উরসা মেজর’ নয়। সূত্র: সমকাল

Nagad

আন্তর্জাতিক
৫০ লাখ বৃক্ষরোপণে যাত্রা শুরু দিইমির

বেশ কয়েক বছর ইউরোপে কাজ করার পর যখন সেনেগালে নিজের এলাকা ক্যাসামেনসে ফিরে এলেন অ্যাডামা দিইমি, তখন সেখানকার চারপাশের পরিবেশ তাকে ভীষণভাবে মর্মাহত করল।ছোটবেলায় যে গাছগুলোতে দোলনা বেঁধে খেলতেন, যেসব গাছের ফল পেড়ে খেতেন, সেই গাছগুলো আর একটিও নেই। গ্রামের বিশাল বিশাল বৃক্ষ কেটে ফেলা হয়েছে বড় বড় দালান আর কাঠকয়লার জন্য। এমনকি কোনো কোনো গ্রামে এখন হাজার খুঁজেও আর একটি বড় গাছ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বেসরকারি সংস্থায় কর্মরত দিইমি পাঁচ বছরে ৫০ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিলেন। দিইমির এ প্রকল্পটির নাম উনুনুকোলাল, যার অর্থ ‘আমাদের গাছ’। আর এ জন্য তিনি সহায়তা নিলেন স্থানীয় নারীদের।দিইমি বলেন, ‘নারী মানেই শক্তি। কোনো গ্রামে যদি মাত্র একজন নারীও থেকে থাকেন, তবে সে গ্রাম স্বর্গ। নারীরা দিনান্ত পরিশ্রম করেন সংসার তথা পৃথিবীকে সুন্দর করতে।’ সূত্র; দৈনিক বাংলা

মূল্যস্ফীতির চাপ অব্যাহত
ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে বেড়েছে খুচরা বিক্রি

ছুটির মৌসুমে খুচরা বিক্রেতা থেকে শুরু করে বড় ব্যবসায় প্রতিষ্ঠানও বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে আশাবাদী থাকে। কিন্তু করোনা-পরবর্তী বৈশ্বিক অস্থির আবহ, উচ্চ মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে বড়দিনের বিক্রি ঘিরে আমেরিকার ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা। সে সঙ্গে ছিল খাবারের দাম থেকে শুরু করে বাড়ি ভাড়া বৃদ্ধির নেতিবাচক প্রভাব। স্বাভাবিকভাবেই ছুটির মৌসুমে পণ্য বিক্রি নিয়ে শঙ্কা ছিল বিক্রেতাদের মনে। তবে মাস্টারকার্ড স্পেন্ডিংপালসের পরিসংখ্যানে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও মার্কিন নাগরিকদের ব্যয় স্থিতিশীল থাকাতে ছুটির মৌসুমে বিক্রি বেড়েছে যুক্তরাষ্ট্রে। খবর এপি।
নগদ অর্থ, ডেবিট কার্ডসহ সব ধরনের লেনদেন ট্র্যাক করে মাস্টারকার্ড স্পেন্ডিংপালস। তাদের তথ্য অনুসারে, চলতি ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে বিক্রি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ, যা ২০২১ সালের ৮ দশমিক ৫ শতাংশ বিক্রয় বৃদ্ধির তুলনায় কম হলেও খানিকটা আশার ইঙ্গিত দেয়। গত বছরের প্রথম দিকে মূলত মহামারী পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পর ক্রেতারা তাদের সঞ্চিত অর্থ খরচ করতে শুরু করে। সূত্র; বণিক বার্তা।

পেলের মৃত্যু শোকে মুহ্যমান বিশ্ব, মেসি-নেইমার-রোনালদোদের শ্রদ্ধা

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো বিশ্ব। বিশেষ করে ফুটবল বিশ্বে চলছে শোকের মাতম। সাবেক-বর্তমান ফুটবলাররা নিজেদের শোক জানান দিচ্ছেন। পেলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করাদের মধ্যে আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকেই পেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন। পেলের সঙ্গে নিজের দুটি এবং ব্রাজিলের জার্সিতে পেলের একটি ছবিসহ মোট তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন’। ফিফার একটি অনুষ্ঠানে তোলা পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘পেলের পরিবার এবং পুরো ব্রাজিলের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। ফুটবল বিশ্ব তার এক কিংবদন্তিকে হারাল। তার স্মৃতি আমরা কখনোই ভুলব না। শান্তিতে থাকুন, রাজা।’ অপরদিকে পেলের স্বদেশী নেইমার বেশ আবেগতাড়িত এক বার্তা লিখেছেন। আর একটি গোল করলেই নেইমার ভেঙ্গে দিবেন ব্রাজিলের হয়ে পেলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। ব্রাজিলিয়ান হওয়ার নেইমারের যন্ত্রণাটা অনেক বেশি। পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ফুটবলকে খেলার গন্ডি থেকে আপনিই বের করে এনেছেন। ফুটবলকে সার্বজনীন করে তুলেছেন আপনিই। সবাই ফুটবলে মজছে আপনাকে দেখেই।’ ফুটবল বিশ্ব তো বটেই, গোটা দুনিয়াই এখন পেলেকে হারানোর দুঃখে ভারাক্রান্ত। ২০২০ সালের নভেম্বরে চলে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা, দুই বছর পর চলে গেলেন বিশ্ব ফুটবলের আরেক নক্ষত্র, ‘কালো মানিক’ খ্যাত পেলেও। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রে কাঁপল ইউক্রেন

ইউক্রেনে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালাল রাশিয়া। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, দেশটির জনবহুল ও বেসামরিক অবকাঠামোতে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ বছরের এক কিশোরী আছে। খারকিভ, ওডেসা, লাভিভ ও ঝিয়াতোম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল সকাল থেকে ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জাইটোমির এবং ওডেসাতেও। এখনো পর্যন্ত কতটা ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। সদিচ্ছার অভাবে দুই পক্ষই এখনো পর্যন্ত যুদ্ধ থামাতে বড় কোনো পদক্ষেপ নেয়নি। চারটি অঞ্চলের সংযুক্তি ইউক্রেন মেনে নেবে বলেই মনে করছে ক্রেমলিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ১০ দফা শান্তি প্রস্তাবের কথা জানান। কিন্তু ক্রেমলিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই ইউক্রেনজুড়ে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। সূত্র: বিডি প্রতিদিন।

ফুটবলের রাজা পেলের বিষয়ে যে ১০টি তথ্য হয়তো আপনার জানা নেই

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত, ২৩শে অক্টোবর তার ৮০তম জন্ম বার্ষিকী।চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও সাবেক এই খেলোয়াড় সারা দুনিয়ায় এখনও সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন। মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড়- নারী কিম্বা পুরুষ- যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড। সূত্র: বিবিসি বাংলা।

ব্রাজিল: লুলার মন্ত্রিসভায় অ্যামাজন বিশেষজ্ঞ

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নিজের ক্যাবিনেট ঘোষণা করেন তিনি। এতে পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় এক অ্যামাজন বিশেষজ্ঞকে রেখেছেন লুলা।এর ফলে ব্রাজিলের বিশিষ্ট পরিবেশবিদ এবং অ্যামাজন বিশেষজ্ঞ মারিনা সিলভা দক্ষিণ আমেরিকার এই দেশটির পরিবেশমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। এর আগে লুলা যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনও পরিবেশমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি।তবে ২০০৮ সালে মারিনা সিলভা পদত্যাগ করেন। মূলত লুলার সঙ্গে মতপার্থক্য হওয়ার কারণেই পরিবেশমন্ত্রীর পদ ছেড়েছিলেন তিনি-সূত্র: ঢাকা পোস্ট

 

ফুটবল কিংবদন্তী পেলে মারা গেছেন

বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকা পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বিবিসিসহ বিশ্ব গণমাধ্যম পেলের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।ক্যান্সারের কাছে হেরে গেলেন ফুটবলের রাজা। পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো হলেও পেলে নামেই বিশ্বজুড়ে সমাদৃত তিনি। ফুটবলে আলো ছড়ানো এই ব্রাজিল কিংবদন্তি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন। সূত্র: চ্যানেল আই অনলাইন