সিলেটে বই উৎসব: নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে ভাসছে শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

গত কয়েকবারের মতো সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের কেটেছে বই উৎসব। নতুন বই পেয়ে আনন্দ-উল্লাসে ভাসছে শিক্ষার্থীরা।

সিলেট মহানগর ও জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১ জানুয়ারি) সকালে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারি পাঠ্যবই তুলে দেওয়া হয়। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিলেটে সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রায় ৭২ লক্ষ নতুন বই দেওয়া হয়।

সিলেট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সিলেট বিভাগের ৪ জেলায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয় রয়েছে ৫ হাজার ৫৮টি, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ৫টি, কেজিসহ অন্যান্য ২ হাজার ৭ শত ১৮টি স্কুল রয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ৭১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৭৬ কপি।

সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। তবে বেশিরভাগ বই ১ জানুয়ারির আগে দেশের সব উপজেলায়ই পৌঁছে দেওয়া হয়। সব শিক্ষার্থীর হাতেই নতুন বই তুলে দেওয়া হবে। সাধারণত প্রথম দিনেই সবাই স্কুলে আসে না। তাই যারা আসবে তাদের সবাই বই পাবে।

সারাদিন. ১ জানুয়ারি.

Nagad