আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

দ্য টেলিগ্রাফের খবর
ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করবে যুক্তরাজ্য

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। একাধিক সূত্রের বরাতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এ উদ্যোগের সমর্থক হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাট ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণার অর্থ—এই সংগঠনে অন্তর্ভুক্ত, বৈঠকে উপস্থিত, জনসমক্ষে লোগো বহন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।টেলিগ্রাফের প্রতিবেদনের বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু তারা এ-সংক্রান্ত অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।ইরানে কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভের এ ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে ‘সংশ্লিষ্ট’ সাত ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে ইরানের রেভল্যুশনারি গার্ড। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সূত্র: প্রথম আলো

৪০০ রুশ সেনা হত্যার দাবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার দখলকৃত দোনেত্স্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। মাকিভকা শহরের একটি ভবন লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বলা হচ্ছে, ভবনটিতে রুশ সেনাদের অবস্থান করার তথ্য ছিল কিয়েভের কাছে। ইউক্রেনের সেনাবাহিনীর মতে, আনুমানিক ৪০০ জন রুশ সেনা নিহতের পাশাপাশি ৩০০ আহত হয়েছে।অধিককৃত দোনেেস্কর রুশপন্থী কর্তৃপক্ষ হত্যাহতের কথা স্বীকার করলেও কিয়েভের দাবি করা নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। রাশিয়ার নিযুক্ত করা দোনেত্স্ক প্রশাসন জানিয়েছে, নববর্ষের প্রাক্কালে রাতভর ওই অঞ্চলে অন্তত ২৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দুই পক্ষই জানিয়েছে, ভবনটিতে হতাহতদের মধ্যে সম্প্রতি যুদ্ধে যোগ দেওয়া রাশিয়ার রিজার্ভ সেনাদের সংখ্যাই বেশি ছিল। এই হামলাকে ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রাণঘাতী ঘটনা বলা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

নতুন বছরে ৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

রুশ বাহিনীর দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে এ সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। দোনেৎস্কের রুশ সমর্থক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে, তবে খবরে প্রকাশিত সংখ্যাগুলো নিশ্চিত করেনি। রুশ অধিকৃত মাকিভকা শহরে একটি স্কুল ভবন রুশ সৈন্যরা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। সেখানেই ইউক্রেনীয় রকেটটি আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি। এক রুশ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার হিমার্স রকেট দিয়ে আক্রমণটি চালানো হয় এবং এটি ছিল এক বড় আঘাত। দোনেৎস্কের এক রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর শুরুর দিনে মধ্য রাতের দুই মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এদিকে রবিবার রাত থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা সংকেত কার্যকর করা হয়। সেখানে রুশ বাহিনীর সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রয়েছে। সূত্র; বিডি প্রতিদিন।

Nagad

রেকর্ড বাণিজ্য ঘাটতি দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বুসান বন্দরে নোঙর করা কন্টেইনার শিপ ছবি: ইয়োনহাপ এজেন্সি

২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ঘাটতি ছিল ৪ হাজার ৭২০ কোটি ডলার। ২০০৮ সালে বাণিজ্য ঘাটতির হিসাব রাখা শুরুর পর তা রেকর্ড সর্বনিম্ন। গত বছর দক্ষিণ কোরিয়ার রফতানিতে নতুন রেকর্ড হয়েছে। তবে ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের কারণে বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশটি। খবর বিজনেস কোরিয়া। সরকারি উপাত্তে জানা গেছে, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭২০ কোটি ডলার, যা দেশটির ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ এবং ১৯৯৬ সালের রেকর্ড বাণিজ্য ঘাটতির প্রায় দ্বিগুণ। ২০০৮ সালে বাণিজ্য ঘাটতির উপাত্ত রাখা শুরু করে দক্ষিণ কোরিয়া। প্রথম বছরে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৩২৬ কোটি ডলার।দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় ১ জানুয়ারি জানায়, ২০২২ সালের ডিসেম্বরে দেশটির রফতানি আয় ছিল ৫ হাজার ৪৮৯ কোটি ডলার। ২০২১ সালের একই মাসের তুলনায় যা ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিন মাস রফতানি কমল দক্ষিণ কোরিয়ার। খাতওয়ারি, সেমিকন্ডাক্টর রফতানি কমেছে ২৯ দশমিক ১ শতাংশ এবং ইস্পাত, পেট্রোকেমিক্যাল ও ডিসপ্লে রফতানি কমেছে যথাক্রমে ২০ দশমিক ৯ শতাংশ, ২৩ দশমিক ৮ শতাংশ ও ৩৫ দশমিক ৯ শতাংশ। সূত্র: বণিক বার্তা।

পাকিস্তানে সার্বিক মূল্যস্ফীতি ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ২৪.৫ শতাংশে

খাদ্য ও পরিবহনের দাম ঊর্ধ্বমুখী থাকায়– পাকিস্তানে ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে নির্ধারিত সার্বিক মূল্যস্ফীতি (বা শিরোনাম মূল্যস্ফীতি) ২০২২ সালের শেষ মাসে দাঁড়িয়েছে ২৪.৫ শতাংশ। খবর দ্য ডনের-নভেম্বরে ভোক্তা মূল্য সূচকের সার্বিক স্ফীতি ছিল ছিল ২৩.৮ শতাংশ। ডিসেম্বরে এটি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। আর নভেম্বরে চেয়ে অক্টোবরে বেড়েছিল শূন্য দশমিক ৭৬ শতাংশ। আজ সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা জানিয়েছে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো (পিবিএস)। শিরোনাম মূল্যস্ফীতি হলো– একটি অর্থনীতির সব ধরনের পণ্য ও সেবার মূল্য নির্দেশক। এটি নির্ধারণে- ভোক্তা মূল্যসূচকে শহরাঞ্চলের ৩৩৬টি এবং গ্রামাঞ্চলের ২২৪টি আইটেমকে (পণ্য বা সেবার দামকে) হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে- সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ফিরে দেখা ২০২২
ল্যাটিন আকাশে বাম সূর্য

নতুন বছরের ধাক্কায় কালের চোরাবালিতে ডুবে যাওয়া বাইশের ১২ মাস জুড়েই বিশ্বরাজনীতিতে বুক টান করে দাঁড়িয়ে ছিল ডানপন্থিদের জয়জয়কার। শুধু ল্যাটিন আমেরিকা হেঁটেছে ভিন্ন পথে। বারবার হোঁচট খেয়েও শেষ পর্যন্ত শক্ত হাতেই উঁচিয়ে রেখেছে আদর্শের লাল ঝান্ডা। ফুরিয়ে যাওয়ার আগেই অস্তাচলে ফিরিয়েছে বাম সূর্য। গেল বছর ‘গোলাপি জোয়ারে’ ভেসেছে ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। উত্থান-পতনের খেলায় দ্বিতীয়বারের মতো ল্যাটিন আমেরিকা এ জোয়ারে গা-ভাসায়। পুনরায় ফিরিয়ে নেয় ল্যাটিনের মাটি। ব্রাজিল, আর্জেন্টিনা, কলোম্বিয়া, চিলি, হন্ডুরাস, পেরুসহ এ অঞ্চলের প্রায় সব দেশের মানুষেরই মন কেড়েছেন বামপন্থিরা।প্রথমেই আসা যাক হন্ডুরাসের কথায়। দীর্ঘদিন ডানপন্থিদের ঘাঁটি হন্ডুরাস নিদানকালে তার বামপন্থি নেতৃত্বকেই বেছে নিয়েছে। মাদক, স্বৈরাচার কিংবা দুর্নীতির অতল গহ্বর থেকে মুক্তি পেতে দেশটির মানুষ ভরসা রাখে প্রথম নারী প্রেসিডেন্ট বামপন্থি শিওমারা কাস্ত্রোর ওপর। ২০২১-এর নভেম্বরে জয়লাভের পর ২০২২ সালের জানুয়ারিতেই তিনি তার কার্যক্রম শুরু করেন। ওয়াশিংটন-ভিত্তিক ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের সিনিয়র বিশ্লেষক জন ক্যাভানাগ বলেন, কাস্ত্রোর জয় বামপন্থি নতুন প্রজšে§র শাসনে বিস্তৃত পরিবর্তন আনবে। তিনি জানান, বিগত পাঁচ বছরে আমরা যা দেখেছি, তা প্রগতিশীল জোয়ার। কিন্তু এটিকে আমি ‘গোলাপি জোয়ার’ বলব না। সূত্র: যুগান্তর

ঘানার সুলেমানা আবদুল সামেদই কি পৃথিবীর দীর্ঘতম ব্যক্তি?

ঘানার উত্তরাঞ্চলের বাসিন্দা সুলেমানা আবদুল সামেদকে তার স্থানীয় হাসপাতাল সম্প্রতি এক চেক-আপের সময় জানায় যে তার উচ্চতা এখন বেড়ে হয়েছে ৯ ফুট ৬ ইঞ্চি বা ২.৮৯ মিটার। এর ফলে বর্তমান রেকর্ডের সাথে মিলিয়ে দেখলে তিনিই হচ্ছেন বিশ্বের দীর্ঘতম মানব ।তবে গ্রামের ওই ক্লিনিকের নার্সরা তার উচ্চতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন, কারণ মি. সামেদকে নির্ভুলভাবে মাপার উপযুক্ত যন্ত্র সেখানে নেই।সুলেমানা আবদুল সামেদ – যার ডাকনাম আউচে – একটি বিরল স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত যার নাম জাইগ্যান্টিজম। বেশ কয়েক বছর আগে তার এ রোগ ধরা পড়ে এবং প্রতি মাসেই তাকে হাসপাতালে যেতে হয়।তবে শেষবার হাসপাতালে তাকে পরীক্ষা করার সময় বিস্মিত নার্সটি বলেন, সামেদ এখন উচ্চতা মাপার মেশিনটির চাইতেও দীর্ঘকায় হয়ে গেছেন। সূত্র: বিবিসি বাংলা।

কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশি বিনিয়োগকারীরা

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়ি কেনার সুযোগ বন্ধ করে দিল কানাডা। বছরের প্রথম দিন থেকেই এ আইন কার্যকর করা হয়েছে। আবাসনসংকটে থাকা স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়িঘর সহজলভ্য করতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে সিএনএন।তবে উদ্বাস্তু ও কানাডার স্থায়ী বাসিন্দারা (যারা নাগরিক নন) বাড়ি কিনতে পারবেন।বাড়ির দাম ক্রমাগত বাড়তে থাকায় আগামী দুই বছর বিদেশিরা দেশটিতে বিনিয়োগ হিসেবে বাড়ি বা আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না।মহামারির শুরুর পর থেকে কানাডিয়ান বাড়ির দাম বাড়তে থাকে। সে কারণে বাড়ির দামে লাগাম টানতেই আইনটি পাস করা হয়েছে। তবে এখন বাড়ির দাম কিছুটা কমেছে। দেশটির কিছু রাজনীতিক নেতা বিশ্বাস করেন, বিদেশি ক্রেতাদের কারণেই আবাসন খাতে সঙ্কট সৃষ্টি হয়েছে। সূত্র: বাংলানিউজ