নেপালে ৭২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৬ লাশ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময়য় রোববার (১৫ জানুয়ারি) সকালে পোখারার কাসকি জেলায় কাঠমান্ডুভিত্তিক ইয়েতি এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানে ৭২ আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার ক্রু সদস্য রয়েছেন।

এনডিটিভি আরও জানিয়েছে, নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ১০ টা ৩৩ মিনিটে বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়ন করেছিল।

সংস্থাটির মুখপাত্র সুদর্শন বারতৌলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, “উদ্ধার অভিযান চলছে। এই ঘটনায় কেউ বেঁচে আছেন কি-না, এখনই বলা যাচ্ছে না।”

Nagad

সারাদিন/১৫ জানুয়ারি/এমবি