অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাও ধরাশায়ী

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও ধরাশায়ী করেছে বাংলাদেশি নারী ক্রিকেট দল।

সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দুই জয়ে তাদের বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে।

এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ নারী দল। এই গ্রুপের বাকি তিনদল হলো- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

সারাদিন/১৬ জানুয়ারি/এমবি 

Nagad