বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অসহায়, গরীব শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে মাসব্যাপী শীত বস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌ. দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের, ২১ নং ওর্য়াড কাউন্সিলর মাসুম গণি তাপসসহ বিভিন্ন সংগঠনের নেতারা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন- এ মানবিক কাজটি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বৎসর করে যাচ্ছে। সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সারাদিন/১৭ জানুয়ারি