আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

পশ্চিমের ‘সিদ্ধান্তহীনতায়’ আমাদের মানুষ মরছে: ইউক্রেন

ইউক্রেন বলেছে, ‘বৈশ্বিক সিদ্ধান্তহীনতায়’ তাদের দেশের মানুষেরা মারা যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ের ক্ষমতা জোরদার করতে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্তে জার্মানি স্থগিত করায় ইউক্রেন এ কথা বলেছে। ইউক্রেনের কথা, এই সিদ্ধান্তহীনতায় তাদের দেশের বেশি লোক মারা যাচ্ছে। খবর আল–জাজিরার -ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক গতকাল শনিবার টুইট করেছেন, ‘আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। যত দেরি হবে, তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু। দ্রুত চিন্তা করুন।’গত শুক্রবার প্রায় ৫০টি দেশ ইউক্রেনকে কয়েক শ কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে সাঁজোয়া যান এবং যুদ্ধাস্ত্র। কিয়েভকে রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এ সহায়তা দেওয়া হচ্ছে। সূত্র: প্রথম আলো

ফরাসি সৈন্যদের চলে যেতে বলল বুরকিনা ফাসো

বুরকিনা ফাসোর সামরিক সরকার পশ্চিম আফ্রিকার দেশটিতে অবস্থানরত ফরাসি সৈন্যদের এক মাসের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে বুরকিনা ফাসোতে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের পর ফ্রান্স ও তার সাবেক উপনিবেশ রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতির সর্বশেষ লক্ষণ এটি। শনিবার আনুষ্ঠানিকভাবে এজেন্সি ডি’ইনফরমেশন দু বুরকিনা (এআইবি) ফরাসি সৈন্যদের চলে যেতে বলেছে।এআইবির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ২০১৮ সালের একটি সামরিক চুক্তি বুরকিনা ফাসোর সামরিক সরকার গত বুধবার স্থগিত করেছে। ওই চুক্তির আওতায় দেশটিতে ফরাসি সৈন্যদের উপস্থিতির অনুমতি ছিল।তবে এ ব্যাপারে ফ্রান্সের তরফ থেকে কোনো মন্তব্য জানা যায়নি। বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না বুরকিনা ফাসো। সিদ্ধান্তটি কেবল সামরিক সহযোগিতা চুক্তির সঙ্গে সম্পর্কিত। সূত্র: কালের কণ্ঠ

মস্কোর ছাদে ছাদে প্রতিরক্ষা ঢাল

বহুতল ভবনগুলোর ছাদে ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে রাশিয়া। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উঁচু দালানে পান্তসির-এস১ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ব্যবহার করতে দেখা যায়। মস্কো কি তবে সম্ভাব্য আক্রমণের শঙ্কায় নিয়েছেন কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা? এ প্রশ্নের উত্তর এড়িয়ে যায় ক্রেমলিন। তবে একদিন পর শনিবার মুখ খুলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলেছে-মস্কোতে বিমান হামলা প্রতিহত করার জন্য একটি প্রশিক্ষণ মহড়া পরিচালনা করছে ক্রেমলিন। খবর আলজাজিরা, এএফপির। পান্তসির-এস১ এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত যুদ্ধবিমান, ব্যালেস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের অস্ত্র থেকে আকাশকে রক্ষা করতে সক্ষম। মস্কোর কেন্দ্রীয় অঞ্চলগুলোতে বসানো হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। এলাকাটি ক্রেমলিন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত। বেসামরিক ভবনের পাশাপাশি অনেক সরকারি ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে। মস্কোভা নদীর তীরবর্তী গোর্কি পার্কে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনেও তা দেখা যায়। রুশ ভাষায় পরিচালিত মিডিয়া ‘ইন্ডিপেন্ডেন্ট’ জানায়, পুতিনের বাসভবন থেকে ১০ কিলোমিটার দূরে মস্কোর বাইরে নভো-ওগারিওভোতে আরেকটি পান্তসির সিস্টেম দেখা গেছে। সূত্র: যুগান্তর

Nagad

ইউক্রেনকে লেপার্ড ট্যাংক নয়
ঐকমত্যে ব্যর্থ ন্যাটো

ইউক্রেনকে আরও উন্নত ট্যাংক ও অস্ত্র দিয়ে সহায়তায় জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে শুক্রবার ন্যাটো ও ৫০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন। তবে কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাংক ‘লেপার্ড’ সরবরাহের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কারণ হিসেবে বলা হচ্ছে, জার্মানি লেপার্ড ট্যাংক দিলে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।শুক্রবারের বৈঠকের মূল উদ্দেশ্যই ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দিতে জার্মানির ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু বৈঠক থেকে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। ট্যাংক সরবরাহে সম্মত না হওয়া এই সামরিক যান সরবরাহের বিষয়ে ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিত দেখা দিয়েছে। জার্মানির ‘লেপার্ড-২’ ট্যাংক সরবরাহে বার্লিন একতরফাভাবে বাধা দিচ্ছে, বিষয়টি অস্বীকার করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, মিত্রদের মধ্যে ঐকমত্য থাকলে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত আছে তার দেশ। জেলনস্কির সরকারকে লেপার্ড ট্যাংক সরবরাহের পক্ষে যেমন যৌক্তিক কারণ রয়েছে, তেমনি বিপক্ষেও রয়েছে। প্রায় এক বছর ধরে চলা এই যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে আমাদের সব খুঁটিনাটি বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। সূত্র: বিডি প্রতিদিন।

৯৩ বছর বয়সে বিয়ে করলেন চাঁদে হাঁটা বাজ অলড্রিন

দীর্ঘদিনের প্রেমিকা ড. অ্যাঙ্কা ফাউরকে ৯৩তম জন্মদিনে বিয়ে করলেন প্রাক্তন মহাকাশচারী বাজ অলড্রিন। নতুন জীবন শুরু করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‍শুভেচ্ছায় ভাসছেন এ নবদম্পতি। বিয়ের খবরটি নিজেই জানিয়ে টুইটারে অলড্রিন লেখেন ‘আমার ৯৩তম জন্মদিন এবং যে দিনে আমি অ্যাভিয়েশন জীবন্ত কিংবদন্তি হিসেবে সম্মানিত হলাম, সেদিনিই দীর্ঘদিনের প্রেমিকা ড. অ্যাঙ্কা ফাউরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি খুব খুশি। লস অ্যাঞ্জেলেসে ছোট আয়োজনে আমরা বিয়ে করি। পালিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের মতো আমরা দুজন রোমাঞ্চিত।’শুক্রবার আরেকটি টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন অলড্রিন। সূত্র: দৈনিক বাংলা।

জোড়া বিস্ফোরণে কাঁপল কাশ্মীর, আহত ৭

ভারতের জম্মু-কাশ্মীরে শনিবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই বিস্ফোরণ ঘটল। এতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে কেন্দ্রশাসিত কাশ্মীরে। খবর এনডিটিভির। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, শনিবার সকালে জম্মুর নারওয়াল এলাকায় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হন ৭ জন। পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। অন্যান্য পুলিশ কর্মীর সঙ্গে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। সূত্র: সমকাল

রাশিয়ায় এখনো ব্যবসা করছে জি৭-ইউরোপের ৯০% কোম্পানি

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা বিশ্ব। অনেক বড় বড় প্রতিষ্ঠান রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়। এর মধ্যে ছিল অ্যামাজন থেকে স্যামসাংয়ের মতো কোম্পানিও। সে সময় প্রায় সব বহুজাতিক ও পশ্চিমা কোম্পানিই রাশিয়ার বাজার ছাড়ার কথা জানিয়েছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর পর এসে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি৭ জোটের বেশির ভাগ কোম্পানিই এখনো রাশিয়া ছেড়ে যায়নি। দেশটিতে তাদের ব্যবসা এখনো অব্যাহত। খবর আনাদোলু এজেন্সি। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কেবল ৮ দশমিক ৫ শতাংশ ইইউ ও জি৭ জোটের দেশ রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। অন্যরা যথারীতি আগের মতোই দেশটিতে ব্যবসা পরিচালনা করছে। সূত্র: বণিক বার্তা।

ইউক্রেনে রাশিয়ার নতুন কমান্ডার যেভাবে যুদ্ধকে বদলে দিতে পারেন…

তিন মাস আগে জেনারেল সের্গেই সুরভিকিনকে ইউক্রেন যুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে এ দায়িত্ব অর্পণের ঘোষণা দিয়েছে মস্কো। এই পরিবর্তন আন্তর্জাতিক অনেক পর্যবেক্ষককে বিস্মিত করেছে। কারণ, তাদের মতে, সুরভিকিন দায়িত্ব নিয়ে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অনেক উন্নতি সাধন করেছিলেন। অন্যদিকে, যুদ্ধের প্রথম দিকের আগ্রাসন অভিযান, যা পরে বিপর্যয়ে রূপ নেয়– তার পরিকল্পনার জন্য জেনারেল গেরাসিমভই অনেকাংশে দায়ী। কিন্তু, সুরভিকিনের তুলনায় ক্রেমলিনের আরো বেশি ঘনিষ্ঠজন তিনি। তাই আবারো এই সুযোগ পেলেন। ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান, তার পদবি হলো- চিফ অব জেনারেল স্টাফ। বিশ্বস্ততা তার ওপর এ দায়িত্ব দেওয়ার প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ান কম্যান্ডের শীর্ষ পর্যায়ে এ পরিবর্তন নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের রাশিয়ার সামরিক বাহিনীর ওপর বিশেষজ্ঞ রব লি’র সাথে আলাপ করেন দ্য নিউ ইয়র্কারের প্রতিবেদক। বিস্তৃত এই সংলাপে রব লির সঙ্গে এ সিদ্ধান্তের পেছনের নানান কারণ নিয়ে কথা বলেন তারা। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় কোথায় অগ্রগতি হয়েছে, আর কোথায় কোথায় হয়নি– তাও উঠে আসে এসময়। মস্কোর ভাড়াটে যোদ্ধাদের সংস্থা- সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বেচ্ছায় পদ ছাড়ার সংস্কৃতি নেই কেন?

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সম্প্রতি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেবার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। কয়েকমাস আগে তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন ব্রিটেনের লিজ ট্রাস।উন্নত বিশ্বে সরকারের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনা অহরহ দেখা যায়। অনেক সময় তারা সমালোচনার মুখে পদ ছেড়ে দেন, আবার কখনো-কখনো জনপ্রিয়তা থাকলেও নিজের পদ থেকে সরে দাঁড়ান।কিন্তু দক্ষিণ এশিয়ায় – বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে এ ধরণের চর্চা নেই বললেই চলে। বরং রাজনীতির মারপ্যাঁচে কিভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় সে চেষ্টা করা হয় এসব দেশে। স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে যাবার ঘটনা খুবই বিরল। উন্নত দেশগুলোতে যেটি খুবই সাধারণ ঘটনা সেটি উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়না কেন?অনেকে মনে করেন, এর একটি বড় কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে ‘বিরাট পার্থক্য’ তৈরি করে। সূত্র: বিবিসি বাংলা

ব্রাজিলে দাঙ্গা: সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের দুই সপ্তাহ পর সেনাবাহিনীর প্রধান জেনারেল হুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। বোলসোনারোর মেয়াদ শেষ হওয়ার আগে আগে, গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। ব্রাসিলিয়ায় ৮ জানুয়ারি দাঙ্গায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর অনেক সদস্যের যোগসাজশ ছিল বলে সন্দেহ করছেন লুলা।সাম্প্রতিক দিনগুলোতে তিনি কয়েক ডজন সামরিক কর্মকর্তাকেও চাকরিচ্যুত করেছেন বলে জানিয়েছে বিবিসি। ব্রাসিলিয়ায় ওই দাঙ্গার দিন হাজার হাজার বোলসোনারো সমর্থক প্রায় বিনা বাধায় রাজধানীজুড়ে মিছিল করার পর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হানা দেয়। সূত্র: বিডি নিউজ