বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা তল্লাশি, ৬ গোপন নথি উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে আরও ছয়টি গোপনীয় নথি উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) ডেলাওয়ার অঙ্গরাজ্যের জো বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে এইসব নথি উদ্ধার করা হয়।

বাড়িতে তল্লাশির সময় জো বাইডেন কিংবা তার স্ত্রী জিল বাইডেন কেউই উপস্থিত ছিলেন না।

প্রেসিডেন্ট বাইডেনের আইনজীবী বব বাউয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আইনজীবী বব বাউয়ার বলেন, ‘ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট’ এবং ‘আশেপাশের সামগ্রী’ কেড়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন করে পাওয়া নথিগুলোর মধ্যে ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাইডেন ডেলাওয়ারের সিনেটর থাকাকালীন সময়ের কিছু নথি আছে। এছাড়া ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট থাকার সময়েরও কিছু নথি আছে। এইসব নথির মধ্যে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু নথি বাইডেন নিজ হাতে লিখেছিলেন।

ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেন যেসব কাজ করেছেন তার কোনো নথি এখনও রয়ে গেছে কি-না, তা ভালো করে খুঁজে বের করতে বাইডেন নিজেই ডেলাওয়ারের উইলমিংটনের বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তাব দিয়েছেন বলে জানান আইনজীবী বব বাউয়ার।

Nagad

সারাদিন/২২ জানুয়ারি/এমবি