আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

তুরস্কে ১৪ মে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন: এরদোয়ান

তুরস্কে আগামী ১৪ মে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার -গত শনিবার তুরস্কের উত্তর-পশ্চিম বুরসা প্রদেশে অনুষ্ঠিত যুব সম্মেলনে এই দুই নির্বাচনের তারিখ জানান এরদোয়ান। গতকাল রোববার এ অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়।প্রেসিডেন্ট এরদোয়ান পুনর্নির্বাচনের পরিকল্পনা করছেন। তিনি যুব সম্মেলনে বলেন, ‘আমি স্রষ্টাকে ধন্যবাদ জানাই যে আমরা আপনাদের সঙ্গে আমাদের পথ ভাগ করে নেওয়ার ভাগ্য পেয়েছি। আপনারা আমাদের মূল্যবান তরুণ, যাঁরা আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন।’বুরসায় এরদোয়ান বলেন, তিনি আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে ঘোষণা দেবেন। তারপর দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে।
প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে ২৮ মে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এরদোয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ভোট এগিয়ে আনা হতে পারে। এখন তেমনটাই দেখা যাচ্ছে। এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় আছেন। প্রথম তিনি প্রধানমন্ত্রী ছিলেন আর ২০১৪ সালের আগস্ট থেকে প্রেসিডেন্ট পদে আছেন। সূত্র: প্রথম আলো

ব্রাজিলিয়ান ফুটবলারদের যত কেলেঙ্কারি

ফুটবলার তৈরি করা ও সারা বিশ্বের ক্লাবগুলোতে ফুটবলারের জোগান দেওয়ায় ব্রাজিলের জুড়ি নেই। বিশ্বকাপে বরাবরই অন্যতম ফেবারিট তারা। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা উঁচিয়ে ধরেছে লাতিন আমেরিকার দেশটি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মুদ্রার এক পিঠে গৌরব থাকলেও তার উল্টো পিঠ জুড়ে লেপ্টে আছে দলটির ফুটবলারদের বিতর্কিত সব কর্মকাণ্ড। প্রায়শই দলটির খ্যাতনামা ফুটবলারদের জড়িয়ে পড়তে দেখা যায় যৌন কেলেঙ্কারিতে। যার সবশেষ নাম ৩৯ বছর বয়সি দানি আলভেজ। সম্প্রতি স্পেনের এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে বর্তমানে জেলহাজতে রয়েছেন আলভেজ। যদিও ওই নারীকে চেনেন না বলে জানিয়েছিলেন তিনি। তবে তার সেসব কথা শোনেনি স্প্যানিশ আদালত। এদিকে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে তার বর্তমান ক্লাব পুমাস। ওই নারীর অভিযোগ, অনুমতি ছাড়াই গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশক্লাবে তাকে যৌন হয়রানি করেছেন আলভেজ। তবে ব্রাজিলিয়ান ফুটবলারদের যৌন কেলেঙ্কারিতে জড়ানো নতুন কিছু নয়। আলভেজ ছাড়াও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন বহু ব্রাজিলিয়ান। যাদের মধ্যে বর্তমান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ছাড়াও রয়েছে বেশকিছু কিংবদন্তি ফুটবলারের নামও। যাদের মধ্যে অন্যতম রোনালদো নাজারিও, রোনালদিনহো, রবিনহো, ব্রান্ডাওর এবং কোচ কুকা। সূত্র: প্রতিদেনের বাংলাদেশ

আন্তর্জাতিক
নগর রক্ষায় নগরবাসী

চলতি জানুয়ারির খবর- অতলে চলে যাচ্ছে ভারতের জোশী মঠ। ভূমিতে বিরাট বিরাট ফাটল দেখা দেয়ায় হিমালয়ের কোলঘেঁষা এই নগরীর পথঘাট-দালান সব দেবে যাচ্ছে। আতঙ্কে নগরবাসী ঘর ছেড়েছেন।
অনিয়ন্ত্রিত নির্মাণকাজ এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি নিষ্কাশনের ফলে জোশী মঠের এই নিয়তি ভারতের আরও অনেক শহরের হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। হয়েছেও তা-ই। বড় উদাহরণ দিল্লির দ্বারকা। তবে নগরবাসী ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় কীভাবে শহর রক্ষা হলো, সে গল্পই শুনিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।দিল্লি বিমানবন্দরের কাছাকাছি থাকতে চেয়েছিলেন সুধা সিনহা। আবার সবুজের ছোঁয়াও চেয়েছিলেন। সবকিছু মাথায় রেখে ১৯৯৮ সালে সপরিবারে দ্বারকায় বাসা বাঁধেন ৫৪ বছর বয়সী এই নারী। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

বাইডেনের বাড়িতে এফবিআইর অভিযান
গোপন নথি উদ্ধার ♦ সরগরম রাজনীতির মাঠ

ট্রাম্পের পর এবার জো বাইডেনের বাড়িতে অভিযান চালাল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন ১৩ ঘণ্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। সেখান থেকে অন্তত আধডজন গোপনীয় নথি উদ্ধার হয়েছে। তা ইতোমধ্যে আমেরিকায় বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের আগে এই তল্লাশি নিয়ে ডেমোক্র্যাটদের কড়া আক্রমণের মুখে পড়তে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে শুক্রবার ওই বাড়ি থেকে আরও কিছু নথি জব্দ করা হয়েছিল। সেগুলো বাইডেন সেনেটর এবং বারাক ওবামার সরকারে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন সময়কার নথি।বাইডেনের আইনজীবী বব বাওয়ার এ প্রসঙ্গে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন সময়কার রেকর্ড এবং সম্ভাব্য গোপন জিনিসপত্র অনুসন্ধানের জন্য তার পুরো বাড়িতে তল্লাশি চালাতে বিচার বিভাগ বা ডিওজেকে অনুমোদন দিয়েছেন।’ তবে বাইডেনের আইনজীবীর সাফাই গোপনীয় নথিগুলো অনেক পুরনো। সেগুলো খুঁজে পাওয়ার জন্যই মার্কিন প্রেসিডেন্ট এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন। জানা গেছে, সেনেটর ও ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন উইলমিংটনের বাসভবন থেকে কাজকর্ম করতেন জো বাইডেন। সেই সময়কার ছয়টি নথি, যার ওপরে ‘ক্লাসিফায়েড’ লেখা। সেগুলো লাইব্রেরি থেকে উদ্ধার করেছে এফবিআই। সূত্র: বিডি প্রতিদিন।

আইএমএফের ঋণ
ভারতের পর এবার শ্রীলঙ্কার পাশে চীন

চরম অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কা এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চাওয়া ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা পায়নি। দেশটির অর্থনৈতি দুরবস্থা উত্তরণে ওই ঋণ (বেলআউট) পাওয়ার ক্ষেত্রে ভারতের পর এবার এগিয়ে এসেছে চীনও। দেশটি শনিবার আইএমএফের প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়েছে। গত সপ্তাহে ভারতের পক্ষ থেকেও এ ধরনের পদক্ষেপের কথা জানানো হয়। আর্থিক সংস্থাটিকে একটি চিঠিও দিয়েছে দিল্লি। খবর এনডিটিভি। চীনের এক্সিম ব্যাংক গত শনিবার জানায়, শ্রীলঙ্কাকে তার ঋণ পরিশোধের জন্য দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হবে। আইএমএফের বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) সঙ্গে সম্মতি জানিয়ে চীন একটি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা। সুত্র: সমকাল

২০২২ সাল
সৌদি আরবের স্টার্টআপে শতকোটি ডলার বিনিয়োগ

জ্বালানি তেল নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে আগ্রহী সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার ভিশন ২০৩০ পরিকল্পনায় জোর দেয়া হয়েছে প্রযুক্তি ও স্টার্টআপ ব্যবসার দিকে। ফলে সৌদি আরব ঘিরে মনোযোগী হয়ে উঠছে স্টার্টআপ বিনিয়োগকারীরা। ম্যাগনিটের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে প্রায় শতকোটি ডলার বিনিয়োগ পেয়েছে স্টার্টআপগুলো। পূর্ববর্তী বছরের তুলনায় যা ৭২ শতাংশ বেড়েছে। খবর দ্য ন্যাশনাল।স্টার্টআপ ডাটা সরবরাহকারী প্লাটফর্ম ম্যাগনিটের ভেঞ্চার ক্যাপিটাল রিপোর্টে দেখা গেছে, গত বছর সৌদি স্টার্টআপগুলো ১৪৪টি চুক্তিতে ৯৮ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সর্বোচ্চ ১১৯ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। আরব বিশ্বে তৃতীয় সর্বোচ্চ ৫১ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে মিসর। ধারাবাহিকতায় গত বছর দেশটির স্টার্টআপ তহবিল বেড়েছে ৭২ শতাংশ, অর্থের অংকে যার পরিমাণ ৯৮ কোটি ৭ লাখ ডলার। খবর রয়টার্স। সূত্র: বণিক বার্তা।

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় ৭২ বছর বয়সী ‘সন্দেহভাজন’ মারা গেছেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লুনার নিউ ইয়ার উদযাপনকালে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির গাড়িকে পুলিশ ঘিরে ফেলার পর ওই ব্যক্তি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। স্থানীয় শেরিফ সন্দেহভাজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।নিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছের একটি শহর, মনটেরি পার্কের একটি ডান্স স্টুডিও ও ক্লাবে লুনার নিউ ইয়ারের অনুষ্ঠানে হামলা করেন বন্দুকধারী এক ব্যক্তি। ওই সময় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বন্দুকধারী ডান্স ক্লাবে ঢুকেই নির্বিচারে গুলি চালিয়েছেন এবং তার কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল বলে তাদের ধারণা।বন্দুক হামলায় নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ এবং পাঁচজন নারী। নিহতদের বেশিরভাগেরই বয়স পঞ্চাশ বা ষাটের কোঠায়। সেই সাথে হামলায় আরও দশজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, ৭২ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম হু কান ত্রান। মনটেরি পার্কে হামলার পর তিনি কাছেই আরেকটি নাচের ভেন্যুতে যান, কিন্তু সেখানে ক্লাবের লোকজন তাকে ধরে ফেলে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর তিনি পালিয়ে যান। লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িটিকে ঘিরে ফেলার পর সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গাড়িটির চালকের আসনের পাশের জানালায় বুলেটের আঘাতের অন্তত দুটি চিহ্ন দেখা গেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মোগাদিশুর মেয়র দপ্তরের কাছে বিস্ফোরণ, হামলায় নিহত ৫
সরকার আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পাল্টা হামলা বৃদ্ধি করেছে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীটি।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় অন্তত পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুরের দিকে জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। মন্ত্রণালয়টি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলাকারীরা মোগাদিশুর মেয়রের দপ্তর যে ভবনে সেখানে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে।তথ্য মন্ত্রণালয় তাদের ফেইসবুক পেইজে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ছয়জনকে হত্যা করে সন্ধ্যা ৬টার মধ্যে এলাকাটি মুক্ত করে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার অগাস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পাল্টা হামলা বৃদ্ধি করেছে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীটি। সূত্র: বিডি নিউজ

কেন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লক্ষ লক্ষ ইসরায়েলি

তেল আভিভ, জেরুসালেম ও হাইফা শহরে শনিবার হাজার হাজার লোকের যে বিক্ষোভ হয়েছে – তা ছিল নজিরবিহীন। ইসরায়েলে এত বিপুল জনতার রাস্তায় নামার দৃশ্য সম্প্রতি দেখা যায়নি। এর কারণ – ইসরায়েলের বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকার।এসব পরিবর্তনের ঘোষণা ইসরায়েলে – এবং অধিকৃত এলাকাগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যেও – সৃষ্টি করেছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ।উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠ বারের মত ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া মি. নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন যা তার বিরোধীরা বলছেন যে এতে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।সমালোচকরা এ পরিবর্তনের উদ্যোগকে “অভ্যুত্থান”, “ক্ষমতার পটপরিবর্তন” ইত্যাদি নানা শব্দে আখ্যায়িত করছেন। সূত্র: বিবিসি বাংলা।

উত্তরপ্রদেশ
চলন্ত ট্রেনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, টিটিই গ্রেফতার

খোদ টিটিই’র ষড়যন্ত্রে চলন্ত ট্রেনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মাদক মেশানো পানি খাইয়ে অচেতন করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার। উত্তরপ্রদেশের লিংক এক্সপ্রেসের এসি কোচের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ভুক্তভোগীর অভিযোগেরভিত্তিতে টিটিই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। জানা গেছে, গত ১৬ জানুয়ারি আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্টেশনে দাঁড়িয়েছিলেন ওই নারী। সেই সময় টিটিই রাজু সিংয়ের সঙ্গে দেখা হয়ে যায় তার। টিটিই-কে আগে থেকেই চিনতেন গৃহবধূ।নির্যাতিতার দাবি, টিটিই তাকে লিংক এক্সপ্রেসের এসি কোচে উঠে বসতে বলেন। সেই অনুযায়ী তিনি উঠে পড়েন। এরপর রাত সাড়ে নয়টার তার কাছে আসেন টিটিই ও অন্য একজন ব্যক্তি। খাবার খাওয়ার অনুরোধ করেন তারা। তবে গৃহবধূ খাবার খেতে চাননি। এরপর পানি পান করতে দেন নির্যাতিতাকে। টিটিই’র দেওয়া পানি খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ। সূত্র: জাগোনিউজ