ইরানে তিন নারী সাংবাদিককে গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

ছবি- সংগৃহীত

ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে কয়েক মাস ধরে চলা হিজাববিরোধী বিক্ষোভের মধ্যে গত দুই দিনে তিন নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

তেহরানের সাংবাদিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে ইরানের সংস্কারপন্থী পত্রিকা ইতেমাদ জানিয়েছে, তেহরানে গত ৪৮ ঘণ্টায় মেলিকা হাশেমি, সাইদেহ শাফিই এবং মেহরনৌশ জারেই নামে অন্তত তিনজন নারী সাংবাদিককে গেপ্তার করা হয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিন নারী সাংবাদিককে এভিন কারাগারে রাখা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া অনেককেই এই কারাগারে রাখা হয়েছে। গত চার মাসে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব ইস্যুতে নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি এক তরুণীর মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। যথাযথ বিধি মেনে পোশাক না পরায় মাসা আমিনিকে আটক করা হয়েছিল।

সারাদিন/২৪ জানুয়ারি/এমবি

Nagad