এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা : মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা সভ্যতার জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায় করার জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা, এই পদযাত্রা আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জয়যাত্রা।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রা কর্মসূচি উদ্বোধনের সময় বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেছেন, এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
ষের অধিকার আদায়ের পদযাত্রা। খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সময় আছে আমাদের ১০ দফা দাবি মানে মানে মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসুন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিন।’

‘আপনারা ১৪-১৫ বছর ধরে দেশের মানুষের ওপর যে অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এখন প্রহর গুনছে। তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আজকে চালের দাম কোথায় গেছে? ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল তারা। এখন কত টাকায় চাল খাচ্ছেন আপনারা?’

Nagad

জনগণের পকেটের টাকা কেড়ে নেয়া হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘এই পুরান ঢাকায় গ্যাস নেই। শুধু পুরান ঢাকা নয়, গোটা বাংলাদেশে এখন গ্যাস নেই। ওরা গ্যাসও খেয়ে ফেলেছে। আবার গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রত্যেকটি পণ্যের মূল্য বাড়িয়ে নিয়েছে। জনগণের পকেট থেকে টাকা কেটে নেয়া হচ্ছে। আর সেই টাকা তারা বিদেশে পাচার করছে।’

বক্তব্য শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যাত্রাবাড়ী থেকে জুরাইন রেলগেটের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এতে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।