আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

শাহজালালের রানওয়ে দুই মাস ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে
রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের জন্য আগামী দুই মাস ৫ ঘণ্টা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজোহাজাজ চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুরু হবে এ সংস্কার কাজ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। এ জন্য আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সংস্কার কাজ চলবে। ফলে এই ৫ ঘণ্টায় বন্ধ থাকবে উড়োজাহাজ ওঠানামা। তবে এই সময়ে যেসব ফ্লাইটের শিডিউল থাকবে, সেগুলো দিনের অন্য সময়ে চলাচল করবে। ফ্লাইট চলাচলের পুর্নবিন্যাস করা হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

ব্রাহ্মণবাড়িয়া-২ : ভোটের কথা জানেনই না অনেক ভোটার

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের কথা জানেন না অনেক ভোটার। অনেকে নির্বাচনের একদিন আগে প্রতিবেশী বা স্বজনদের মাধ্যমে জানতে পেরেছেন। আবার কেউ কেউ সকাল বেলা বাজারে এসে জানতে পেরেছেন তাদের এলাকায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ফলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশ কম। তাছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে দেখা দিয়েছে জটিলতা। নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ভোটগ্রহণ। অনেক কেন্দ্রে ৬ জন পোলিং এজেন্টের বিপরীতে উপস্থিত রয়েছেন তিনজন।বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা এই আসনের ১৩২ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আশুগঞ্জের আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন আড়াইসিধা গ্রামের ৬০ বছরের বৃদ্ধা রাসিয়া বেগম। জানালেন সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। তবে তার এলাকায় নির্বাচনের খবর পেয়েছেন মাত্র একদিন আগে। তিনি বলেন, ‘গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে নির্বাচনের কথা জানতে পেরেছি। তাই সকাল সকাল ভোট দিতে চলে এসেছি।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

গুহাবন্দি পনির

ইতালির সেরা পনিরগুলোর একটি পেকোরিনো। চাহিদাও বেশ। অথচ লোরেতো পাসিত্তির পনিরগুলোর কোনো গতি হচ্ছিল না। একে তো রেস্তোরাঁ খোলা নেই, তার ওপর বাড়তি উৎপাদন ব্যয় আর গ্রাহকদের খরচ কাটছাঁটে লোরেতোর কপালের ভাঁজ বাড়ে বৈ কমে না। এই ঘটনা করোনাকালীন। লোরেতোর দশা ইতালির সব পেকোরিনো উৎপাদকের। পুরো শিল্প হুমকির মুখে। লোরেতো দেখলেন সামনে একটাই খোলা পথ। শত শত বছর আগে পূর্বসূরিরা যা করতেন, তিনিও তা-ই করলেন। গুহায় বন্দি করেন সব পনির। ইতালির লাজিওর পিসিনিস্কো গ্রামে লোরেতোর পনিরের দোকান। নাম লা কাসিওস্তেরিয়া দি কাসা লরেন্স। বিবিসিকে তিনি বলেন, ‘লকডাউনের সময় আমার প্রায় সবকিছু শেষ হয়ে যায়। তবে পনির মাটির নিচে রাখার এই প্রাচীন পদ্ধতির কারণে সব ফিরে পাই।’ সূত্র: দৈনিক বাংলা।

আইএমএফ ঋণ অনুমোদনের পর একই পথে হাঁটছে বিশ্বব্যাংক-এডিবি
বাজেট সহায়তা দ্বিগুণ করতে পারে বিশ্বব্যাংক।
এপ্রিলে এডিবির বোর্ড সভায় ১০০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন পেতে পারে।
এডিবির সঙ্গে থাকবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও জাপানের সাহায্য সংস্থা জাইকা।

Nagad

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণসুবিধা অনুমোদন দেওয়ার পর আরও দুটি বড় বহুপক্ষীয় ঋণদান সংস্থা বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিশ্রুত অর্থসহায়তা দেওয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকে দৃষ্টি ফিরছে।
বিশ্বব্যাংক আগেই বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছিল। এখন জানা যাচ্ছে, বাংলাদেশের জন্য প্রতিশ্রুত বাজেট সহায়তা দ্বিগুণ করতে পারে বিশ্বব্যাংক। গত সপ্তাহে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ফন ট্রটসেন বাংলাদেশ ঘুরে যাওয়ার পরই পরিস্থিতি বদলে গেছে।চলতি ২০২৩ সালে সব মিলিয়ে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এখন এই বাজেট সহায়তার পরিমাণ ১০০ কোটি ডলারে উন্নীত হতে পারে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। আইএমএফের ঋণ অনুমোদন পাওয়ায় বিশ্বব্যাংকের অর্থ পাওয়াও সহজ হয়ে গেছে। কারণ, আইএমএফের যেসব সংস্কারের শর্তে বাংলাদেশ ঋণ নিতে রাজি হয়েছে, বিশ্বব্যাংকের সংস্কারের শর্তগুলো প্রায় একই রকম।অর্থ মন্ত্রণালয়য়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও অন্য দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিশ্বব্যাংকের গ্রিন, রেজিলিয়েন্স, ইনক্লুসিভ, ডেভেলপমেন্ট (জিআরআইডি) বা গ্রিড কর্মসূচির আওতায় ২৫ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। সেটি বাড়িয়ে এখন ৫০ কোটি ডলার চিন্তাভাবনা করছে বিশ্বব্যাংক। আগামী মার্চ মাসে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ প্রস্তাবে অনুমোদন দেওয়া হতে পারে। সূত্র: প্রথম আলো

বাংলাদেশেও কয়েকটি বৃহৎ খাতে ‘বিতর্কিত’ আদানি গ্রুপ

আদানি গ্রুপের শেয়ারবাজার কারসাজি, অর্থপাচার আর কর ফাঁকি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিনডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদন হুলুস্থুল ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ভারতীয় শিল্পগোষ্ঠী আদানিকে নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ বলেছে, সংস্থাটি জাতীয়তাবাদকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আদানি গোষ্ঠীর দুর্নীতি নিয়ে প্রতিবাদ এবং যাবতীয় যুক্তি নাকচ করে হিনডেনবার্গ বলেছে, ‘আমরা বিশ্বাস করি জালিয়াতি জালিয়াতিই। এভাবে পৃথিবীর অন্যতম ধনী হলেও তা জালিয়াতিই।’এদিকে শেয়ারবাজারে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক দরপতনের পাশাপাশি ভারতের ব্যাংক খাতে দেখা দিয়েছে চরম উদ্বেগ। কারণ ব্যাংকগুলোতে প্রতিষ্ঠানটির বিপুল অঙ্কের ঋণ রয়েছে।
আলোচিত এই আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। আগামী মার্চ মাসে এ বিদ্যুৎ আসার কথা রয়েছে। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের জেরে আদানি গ্রুপের মূলধন কমে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে এ বিদ্যুৎ সরবরাহ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে এলে জ্বালানির ব্যয় হিসেবে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে আদানির। এদিকে বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুতের দাম ও ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ে বিদ্যুৎ কিনতে হতে পারে এই আদানি গ্রুপ থেকে। সূত্র: কালের কণ্ঠ

ছেলেকে হাত-পা বেঁধে মুক্তিযোদ্ধাকে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জে আব্দুল হালিম নামের এক বীর মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর তার ঘর থেকে দুর্বৃত্তরা ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ছেলে মো. মাসুদকে হাত-পা ও চোখ বেঁধে মারধর করে ফেলে রাখে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১১টা থেকে ২টার মধ্যে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৭২) মাওলাবাজার এলাকার মৃত মহব্বত আলীর ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে হাফেজ মো. মাসুদ জানান, পরিবারের লোকজন মঙ্গলবার আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। রাতে তার বাবা নিজ রুমে ও সে তার রুমে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১১টায় ঘুমন্ত অবস্থায় তিনজন লোক তার হাত-পা ও চোখ বেঁধে মারধর করেন। তার বাবার রুমে কয়জন ছিল তা তার জানা নেই। দুর্বৃত্তরা রাত দুইটায় জমি বিক্রির ২০ লাখের বেশি টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। দুর্বৃত্তরা কীভাবে বাসায় ঢুকেছে তা বলতে পারেন না মাসুদ। সূত্র: সমকাল

মধ্যম আয়ের পথে বাংলাদেশ
অবকাঠামো উন্নয়নে বিপ্লব
ইতিবাচক প্রভাব অর্থনীতিতে

রাত পোহালেই উন্নয়নের আরও একটি মাইলফলকে যুক্ত হচ্ছে বাংলাদেশ। দেশের প্রথম পাতাল রেল নির্মাণকাজ শুরু হবে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।আবার এ মাসেই দুয়ার খুলবে চট্টামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের। ইতোমধ্যে প্রকল্পের ৯৫ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। এছাড়া আগামী জুনে মাতারবাড়ীর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শেষ হচ্ছে। অক্টোবরে চালু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। উন্নয়নের অগ্রযাত্রায় মাত্র ৩৫ দিন আগে দেশবাসী যুক্ত হয়েছেন মেট্রোরেলের সঙ্গে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতুসহ ছোট-বড় একশ ব্রিজ ও একশ সড়ক-মহাসড়ক চালুর মধ্য দিয়ে দেশে যোগাযোগ ক্ষেত্রে এক বিপ্লব ঘটেছে। অবকাঠামো উন্নয়নের ইতিবাচক প্রভাব গিয়ে পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে। ২০১৯ সাল পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল। কিন্তু কোভিড-১৯ ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিছুটা সমস্যা সৃষ্টি করলেও বর্তমানে পুনরায় অগ্রগতি শুরু হয়েছে।এরই মধ্যে বেড়েছে রেমিট্যান্স ও রপ্তানি আয়। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপমুক্ত করবে। এছাড়া সোমবার মধ্যরাতে দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। দেশের অর্থনীতির ভিত শক্তিশালীর কারণে এই ঋণ দিয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সূত্র: যুগান্তর ।

ইসরায়েলের সমালোচনা করেও দৃঢ় সমর্থন জানালেন ব্লিঙ্কেন

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) তাকে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।সফর শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাড়ি ধ্বংস করে ইসরায়েলের বসতি সম্প্রসারণনীতির সমালোচনা করে ব্লিঙ্কেন বলেন, ‘ইসরায়েলের এই অচরণ দ্বি-রাষ্ট্র তত্ত্ব প্রতিষ্ঠার জন্য ক্ষতিকর৷ কিন্তু এই সমালোচনা সত্ত্বেও ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের ‘দৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।ব্লিঙ্কেন বলেন, ‘আমি ইসরায়েল এবং তার জনগণের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। সহিংসতার ক্রমবর্ধমান জোয়ারের ফলে উভয় পক্ষের অনেক নিরীহ প্রাণ ঝরেছে।’ব্লিঙ্কেন দুই রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিরা যাতে স্বাধীনতা, নিরাপত্তা, সুযোগ, ন্যায়বিচার এবং মর্যাদার সমান পরিমাণে উপভোগ করে তা নিশ্চিত করার জন্য স্থায়ী লক্ষ্যের দিকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন কিছুর বিরোধিতা করতে থাকবে, যা সেই লক্ষ্যকে নাগালের বাইরে নিয়ে যায়। যার মধ্যে রয়েছে বসতি সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমতীরকে সংযুক্ত করার দিকে অগ্রসর হওয়া এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ধ্বংস, উচ্ছেদ এবং সহিংসতার প্রতি প্ররোচনা ও সম্মতি।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

পঞ্চদশ সংশোধনীতে ক্ষমতা দখলের পথ বন্ধ : প্রধানমন্ত্রী
ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের গণতন্ত্রকে শক্তিশালী এবং অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরসহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী নবনির্বাচিত রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে শপথবাক্য পাঠ করান এবং নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহিম। গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মোস্তফা টানা দ্বিতীয়বারের মতো মেয়র পদে জয়ী হন। প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে তাদের নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঞ্চদশ সংশোধনী আনয়নের ফলে দেশে একটা স্থিতিশীলতা এসেছে। কারণ দীর্ঘদিন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। তিনি বলেন, মার্শাল ’ল জারি করে ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন, যার ফলে আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

বিএনপির আন্দোলনে কি ‘গণঅভ্যুত্থান’ হবে?

একটানা ১০টি বিভাগীয় সমাবেশের পর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ধারাবাহিকভাবে সরকার বিরোধী নানা কর্মসূচী পালন করে যাচ্ছে।এসব কর্মসূচীর মধ্যে রয়েছে গণ-অবস্থান, গণ-মিছিল এবং পদযাত্রা। এসব কর্মসূচীর মাধ্যমে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায় করতে চায়।বিএনপি ‘গণঅভ্যুত্থান’ সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে চাইছে, আর আওয়ামী লীগ বলছে বিএনপির সেই ‘সক্ষমতাই’ নেই। এজন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে যুগপৎ আন্দোলন করছে বিএনপি।বিএনপির চলমান কর্মসূচী আর অতীতের আন্দোলন মূল্যায়ন করে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এভাবে গণআন্দোলন সৃষ্টি এবং বর্তমান ক্ষমতাসীণদের বিরুদ্ধে সফল হওয়া কঠিন।বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন ধারাবাহিক কর্মসূচী দিয়ে চূড়ান্ত আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে তারা। সূত্র: বিবিসি বাংলা ।