আদানি গ্রুপ ৮ দিনে হারালো ১০ হাজার কোটি ডলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

ছবি- সংগৃহীত

ভারতীয় ধনকুপের গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের শেয়ার বাজেরে ‘কারচুপি’ নিয়ে নিউইয়র্ক-ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মের প্রতিবেদন প্রকাশের পর তাদের বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নেমেছে, তা কোনোভাবেই থামানো যাচ্ছে না।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের শেয়ারের মূল্য ধস কোনোভাবেই থামানো যাচ্ছে না। গ্রুপটি অব্যাহত এই দরপতনের কবলে মাত্র ৮ দিনেই ১০ হাজার কোটি ডলার হারিয়েছে।

রয়টার্স’র বলছে, এমন অবস্থায় আদানি তাদের নতুন দুই হাজার ৫০০ কোটি ডলারের শেয়ার ছাড়ার এফপিও-ও (ফলো অন পাবলিক অর্ডার) স্থগিত ঘোষণা করেছে। এরপরও আজ (বৃহস্পতিবার) গ্রুপটির বিভিন্ন শেয়ারের দর ৫ থেকে ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন বলছে, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে এই গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার গত কয়েক বছরে ৫০০ শতাংশেরও বেশি বেড়েছে।

আদানির বড় ধরনের শেয়ার বিক্রির পরিকল্পনার (এফপিও) মধ্যেই গত সপ্তাহের মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বুধবার ভারতে পুঁজিবাজার খোলার পর আদানির শেয়ারে দরপতন হতে থাকে। শুক্রবার ঘটে ভরাডুবি।

উল্লেখ্য, ১৯৮৮ সালে গৌতম আদানি ‘আদানি এক্সপোর্টস’ নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে ‘আদানি এন্টারপ্রাইজেসে’ পরিণত হয়। তার বিভিন্ন কোম্পানির মধ্যে এটিই মুখ্য প্রতিষ্ঠান।

Nagad

সারাদিন/০২ ফেব্রুয়ারি/এমবি