চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

ছবি- সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৯৭৯ জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ১ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

স্থানীয় সময় শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স’র এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

চিলির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় এক হাজার ১০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে। যাদের মধ্যে ৯৭৯ জন অগ্নিশিখায় আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরও অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

Nagad

সারাদিন/০৫ ফেব্রুয়ারি/এমবি