ম্যানসিটির হারের দিনে ৫৩ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

হ্যারি কেইন, ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করলো ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন দলটির অধিনায়ক হ্যারি কেইন।

রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৫ মিনিটের হ্যারিকেইনের দেওয়া একমাত্র গোলেই পেপ গার্দিওলার শিষ্যদের ১-০ হলে হারিয়েছে স্বাগতিকরা।

ঘরের মাঠে প্রিয় তারকার এই নজির গড়া দেখে উৎসবে মেতে ওঠে টটেনহ্যাম সমর্থকরাও। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যারি কেইনের ২৬৭তম গোলটি এলো ৪১৬ নম্বর ম্যাচে।

১৯৭০ সালে টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছিলেন জিমি গ্রিভস। সেখানে গ্রিভস রেকর্ড করেছিলেন ৩৭৯ ম্যাচ খেলে। তিনি ১৯৬১ থেকে ১৯৭০ সালসের মধ্যে এই নজির গড়েন। ৫৩ বছর পর তাকে পেছনে ফেললেন হ্যারি কেইন। একই সাথে হ্যারি প্রিমিয়ার লিগেও ২০০তম গোল করলেন।

প্রিমিয়ার লিগের ইতিহাসে অ্যালান শিয়েরার (২৬০) এবং ওয়েন রুনির (২০৮) পরে তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন হ্যারি কেইন।

সারাদিন/০৬ ফেব্রুয়ারি/এমবি 

Nagad