আইনজীবী সহকারী সমিতির সভাপতি নুর মিয়া, সম্পাদক খোরশেদ আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২০-২০২৭ মেয়াদে নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২০-২০২৭ মেয়াদে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. ফরিদ আহম্মেদ এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে গত ৪ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দেশের সকল জেলা শাখা এবং আঞ্চলিক শাখার কাউন্সিলররা ভোট প্রদান করেন।

পরে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোট গণনা চলে। আজ ভোট গণনার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০টি পদে ভোট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে মোহাম্মদ নুর মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল হালিম, মো. নূরুন নবী, উত্তম কুমার সরকার, অরুণ কান্তি আইচ; সহ-সভাপতি পদে মো. আবদুস সাত্তার, মো. আতিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, ফেরদৌস আলম ফারুক নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ও মো. মিজানুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক, মো. কবির হোসেন, মো. মোরশেদ আলম খান, মো. মজিব উল্লা সেলিম নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ; যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মুন্সি, মো. সোহরাব হোসেন, মোহাম্মদ এমরান হোসেন, মো. নুরুল আমিন; সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুর রশিদ, মো. আক্তার হোসেন নির্বাচিত হন।

Nagad

অর্থ-সম্পাদক পদে মিহির চন্দ্র; যুগ্ম অর্থ সম্পাদক পদে মো. কামাল ভূঁইয়া,সহ-অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম; যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. আহসান হাবিব; সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে মো. সাইফ উদ্দিন ভূঁইয়া সৌরভ; যুগ্ম প্রচার সম্পাদক পদে মো. রিপন উদ্দিন সরদার; সহ প্রচার সম্পাদক পদে আবদুর রহিম হাওলাদার নির্বাচিত হন।

দপ্তর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক পদে মো. হেদায়তে উল্লা; ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন; যুগ্ম ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামাল হোসেন পারভেজ; ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. সামছুদ্দিন, মো. ইয়াসিন, মো. মোজাম্মেল হক, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ ফারুক হোসেন, আবদুল কাদের, মো. ইয়াছিন পাটোয়ারী, মো. হাছান মিয়াজি, মো. নুরুল ইসলাম ও মো. মোছলেহ উদ্দিন নির্বাচিত হন।