ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের ফুটবলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের ফুটবলার। -সংগৃহীত ছবি

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বাড়ছেই। , ভয়াবহ এই ভূমিকম্পে নিহত হয়েছেন তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তার ক্লাব ইয়েনি মালত্যাসপোরের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।’

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

এদিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।

Nagad