১২০০ কোটির পথে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

দীর্ঘ চার বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাজার মতোই ফিরে এলেন। সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ১৫ দিন। এখনও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৫তম দিনে শুধু ভারতে ‘পাঠান’ সিনেমাটি আয় করেছে ৭.৫ কোটি রুপি। এখন পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৫৩.৭ কোটি রুপি। ১৫তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৩৫ কোটি ১০ লাখ টাকার বেশি। এখন ১২০০ কোটি টাকা আয়ের পথে ছুটছে শাহরুখ খানের ‘পাঠান’।

সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান সপ্তম। ভারতের সর্বোচ্চ আয় করা বাকি ছয়টি সিনেমা হলো- দঙ্গল (প্রথম), বাহুবলি টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়), কেজিএফ টু (চতুর্থ), সিক্রেট সুপারস্টার (পঞ্চম), বজরাঙ্গি ভাইজান (৬ষ্ঠ)।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমার একটি গানে দীপিকা পাডুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা যায়, এ নিয়েই ঝামেলার শুরু। ‘পাঠান’ সিনেমা বয়কটের ডাক দেয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ও আরএসএস নেতারা। তবে, সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে আগের অবস্থান থেকে সরে এসেছে বিজেপি-আরএসএস কর্মীরা। শেষ পর্যন্ত এগিয়ে থাকলেন বলিউড বাদশা।

সবশেষ ২০১৮ সালের ২১ ডিসেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায়। এরপর খাতা কলমের হিসাবে ১৪৯৬ দিন পর পর্দায় ফিরছেন বলিউডের কিং।

Nagad

সারাদিন/০৯ ফেব্রুয়ারি/এমবি