১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে তিনভাই উদ্ধার
দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর গত পাঁচ দিনে প্রায় ২৪ হাজার মানুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া দেশদুটির আড়াই কোটিরও বেশি মানুষ বিধ্বংসী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
তুরস্কে ভয়াবহ ওই ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি’র বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশদু’টির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়া থেকে মোট ২৩ হাজার ৭১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তুরস্ক থেকে ২০ হাজার ২২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়া থেকে উদ্ধারকৃত লাশের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্কে পর পর দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটি হয়েছে ভোর ৪টা ১৭ মিনিটে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। আর দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে তার ১৫ মিনিট পর। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭।
বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে কম্পন অনুভূত হয়েছে।
সারাদিন/১১ ফেব্রুয়ারি/এমবি