অবশেষে ১৪ ফেব্রুয়ারির নির্দেশনা প্রত্যাহার করলো ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালন না করে ভারতীয়রা পালন করবে ‘গো আলিঙ্গন দিবস’ হিসেবে। ভালোবাসার উদযাপনে গরুকে জড়িয়ে ধরতে হবে! ভারতের কেন্দ্রীয় প্রাণীপালণ দপ্তরের নির্দেশনা জারির পর থেকেই চরম বিতর্ক দানা বাঁধে।

ভারতজুড়ে তোলপাড়। টুইটার, ফেসবুকসহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে তীব্র কটাক্ষ। এই পরিস্থিতিতে অবশেষে ঢোক গিললো কেন্দ্র। প্রত্যাহার করে নিয়েছে ‘কাউ হাগ ডে’ নির্দেশিকা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় প্রাণী কল্যাণ বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে।”

কেন ভালোবেসে ‘ভ্যালেন্টাস ডে’তে গরুকেই জড়িয়ে ধরতে হবে? কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, “ভারতীয় সংস্কৃতির মেরুদন্ড হলো গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হলো আমাদের লালন পালন করা।”

বিজ্ঞপ্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, “পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমী সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়।”

“গরুর থেকে প্রচুর উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ। তাই গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেনটাইনস ডে’-এর পাশাপাশি ‘কাউ হাগ ডে’ হিসেবে পালন করা হোক।”

Nagad

সারাদিন/১১ ফেব্রুয়ারি/এমবি