শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। সবশেষ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে ভিয়ারিয়ালের মাঠে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাব বার্সেলোনা। এই জয়ে লা লিগায় শিরোপার লড়াইয়ে সুসংহত করলো শীর্ষস্থান।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে পেদ্রির থ্রু পাস ধরে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রবের্ত লেভানদোভস্কি।

এরপর লেভানদোভস্কি মিস করার পর থেমে থাকেননি পেদ্রি। ম্যাচের ১৮ মিনিটে তার দেওয়া গোলেই বার্সেলোনার জয় লেখা হয় লিগে। তবে ম্যাচের ৯০তম মিনিটে বল জালে পাঠান ভিয়ারিয়ালের স্যামুয়েল চুকুউইজি, কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল।

এই জয়ের হিসেবে জোড়া হ্যাটট্রিক করেছে বার্সেলোনা। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদ থেকে ১১ পয়েন্টের ব্যবধানেও এগিয়ে গেলো বার্সেলোনা।

২১ ম্যাচে ১৮ জয় এবং দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

Nagad

সারাদিন/১৩ ফেব্রুয়ারি/এমবি