চার মাস পর আবারও নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

নারায়ণগঞ্জ সংবাদদাতানারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

প্রায় সাড়ে চার মাস পর নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় অষ্টম দফায় সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে আনা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আজ তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য তিন জনকে সমন দেওয়া হয়েছে।

ওই তিনজন হলেন- ২৩ নম্বর সাক্ষী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান, ২৪ নম্বর সাক্ষী এএসআই কর্ণকুমার হালদার এবং ২৫ নম্বর সাক্ষী এএসআই শেখ ফরিদ। একই সাথে আগের তারিখে অনুপস্থিত থাকা সাক্ষীরাও আছেন।

দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। ধর্ষণ মামলায় এখন পর্যন্ত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আজ সাক্ষ্য শেষে মামুনুল হককে আবারও কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে।

সারাদিন/১৫ ফেব্রুয়ারি/এমবি

Nagad