আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

মিসর রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে আর্থিক সংকট কাটাতে

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি চলতি সপ্তাহে দুবাইয়ে এক সম্মেলনে বলেছেন, ‘প্রতিবছর মিসরে তিন ট্রিলিয়ন ডলারের (তিন লাখ কোটি) বাজেট দরকার। আমাদের কাছে কি এই অর্থ আছে? না নেই। আমাদের কাছে কি অর্ধেক আছে? না নেই। আমাদের কাছে কি এক-চতুর্থাংশ আছে? তারও উত্তর, নেই।’ তিনি যোগ করেন, ‘বন্ধুরাষ্ট্র আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের কাছ থেকে আমাদের সহায়তা দরকার।’ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের উদ্বোধনী দিনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ তাঁর বক্তব্যকালে আন্তরিকভাবে মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। সেখানে তিনি আরব আমিরাতের সঙ্গে সুসম্পর্কের প্রশংসা করেন। তিনি তাদের মিসরে বিনিয়োগের আহ্বান জানান।মিসরের অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছে। এই বিপর্যয় ঠেকাতে প্রেসিডেন্ট সিসি সম্মেলনে তাঁর দেশের সংস্কারের ফিরিস্তি তুলে ধরেন। ঘোষণা দেন, মিসরের বেসরকারি খাতের আকার ২০২৫ সালের মধ্যে ৩০ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হবে। এ জন্য রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, জ্বালানি প্রতিষ্ঠান বিক্রি করা হবে। সরকারি ব্যয়ে কাটছাঁট করা হবে।মিসরের ২৮০ কোটি ডলারের ঋণসহায়তার এক আবেদনের জবাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সংস্কার ও বিদেশি বিনিয়োগের শর্ত দিয়েছিল। গত ডিসেম্বরে মিসর ওই শর্তে সম্মতি দিয়েছিল। সূত্র: প্রথম আলো

যুদ্ধের বর্ষপূর্তি ঘিরে মিউনিখে মিত্রদের তৎপরতা
ইউক্রেনকে আরো শক্তিশালী করার তাগিদ

আগামী শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি ঘিরে কিয়েভের শক্তি বৃদ্ধি করতে জোর তৎপরতা চালাচ্ছে পশ্চিমা মিত্ররা। জার্মানিতে আয়োজিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ ন্যাটো জোটভুক্ত সদস্য এবং তাদের মিত্ররা এ নিয়ে সক্রিয়। ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের অন্যান্য মিত্রের প্রতি একই আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির ঠিক আগে আগে শুক্রবার থেকে শুরু হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা মিলিত হয়েছেন। উদ্বোধনী দিনেই ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। সম্মেলনে উপস্থিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। মিউনিখে কমলা হ্যারিস অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করছে। ইউক্রেনীয় বেসামরিক মানুষের ওপর ‘পরিকল্পিত ও সুদূরপ্রসারী’ হামলা চালাচ্ছে মস্কো। সূত্র: কালের কণ্ঠ

ভূমিকম্পে টলেনি পাখিপ্রেম
ইতিউতি পলেস্তারা খসে গেছে ঠিক। তবে ইস্পাতের গার্ডারের জোরে ঠায় দাঁড়িয়ে আছে ভবনটি। তীব্র ভূমিকম্পেও অটল। এই ভবনের মতোই টলেনি মুরাত গুজেলের পাখিপ্রেম। তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের পর বরং যেন বেড়েছে। ভবনটি দক্ষিণ তুরস্কের আন্তাকিয়ায়। শহরটির সিংহভাগ গুঁড়িয়ে গেছে। ভূমিকম্পের আগে এই ভবনের এক রেস্তোরাঁয় কাজ করতেন মুরাত গুজেল। প্রতিটা দিন শেষে ছাদে গিয়ে ছড়িয়ে দিতেন পাখিখাদ্য।গুজেলের ডাকে হোক আর খাবারের লোভেই হোক, একঝাঁক পাখি এসে ভিড় করত। বেশির ভাগই কবুতর, কিছু ঘুঘুশ্রেণির। গুজেল বলেন, ‘পাখিগুলোর দেখভাল এমনভাবে করতাম যেন আমাদেরই সন্তান। সে চেষ্টা জারি থাকবে।’
৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ১১০টি পাখি সঙ্গে করে নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে রেখে এসেছেন তিনি। আর আন্তাকিয়ার ওই রেস্তোরাঁর ছাদে আছে ৪০টির মতো পাখি। সূত্র: দৈনিক বাংলা।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের হুঁশিয়ারি
সময় পুতিনের পক্ষে নেই

Nagad

সময় এখন পুতিনের পক্ষে নেই। নিম্নস্তর থেকে শুরু করে ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। ইউক্রেনের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে, এমন অভিযোগ তুলে এ সব কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর ডয়চে ভেলের। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে দেয়া এক বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, পুতিন যদি মনে করেন, আমরা ইউক্রেনকে সমর্থন দেয়া থেকে পিছিয়ে আসব, তাহলে তিনি ভুল করেছেন। কমলা বলেন, আমরা আইন জানি, আমাদের কাছে প্রমাণও রয়েছে, রাশিয়ার কাজগুলো মানবতাবিরোধী। রাশিয়ার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের আন্তর্জাতিক তদন্তে ইউক্রেনকে শক্ত সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। সূত্র: বণিক বার্তা।

পরিত্যক্ত ট্রেন স্টেশন যেভাবে হয়ে গেল জমকালো এক হোটেল!

তুষারঢাকা পিরেনিজ পর্বতকে পেছনে রেখে আরাগন উপত্যকার ভেতরে দেখা যাবে অসাধারণ এক সুন্দর ভবন। ক্যানফ্র্যাঙ্ক স্টেশনে সবাইকে স্বাগতম। একসময়ের পরিত্যক্ত ট্রেন স্টেশন এখন রূপ নিয়েছে এক বিলাসবহুল হোটেলে। দক্ষিণ ইউরোপের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি ১৯২৮ সালে উদ্বোধন করতে হাজির হয়েছিলেন স্পেনের রাজা এবং ফরাসি প্রেসিডেন্ট দুজনেই। স্পেনের সীমানার ভেতরে হলেও স্টেশনটি ফ্রান্স সীমান্ত থেকেও খুব বেশি দূরে নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যানফ্রাঙ্ক স্টেশনের নামের সাথে গুপ্তচরবৃত্তি, সোনা চোরাচালান আর পলাতক গ্রেপ্তারের ছাপ লেগে যায়। ১৯৭০ সালের মধ্যে স্টেশনটির দরজা বন্ধ হয়ে যায় সাধারণ যাত্রীদের জন্য। কয়েক দশক ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল স্টেশনটি। অবশেষে স্টেশনটির দায়িত্ব নেয় বারসেলো হোটেল গ্রুপ। কয়েক বছর ধরে সংস্কার করার পর এ বছরের জানুয়ারি মাসে প্রথমবারের মতো অতিথি বরণ করে নেয় হোটেলটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চীনে বিলিয়নিয়ার বাও ফ্যান ‘নিখোঁজ’

চীনের সুপরিচিত বিলিয়নিয়ার ও ব্যাংকার বাও ফ্যান নিখোঁজ হয়েছেন বলে তার কোম্পানি জানিয়েছে। চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী বাও ফ্যানের সঙ্গে গত ক’দিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না বলে গত বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে তার কোম্পানি। চীনের প্রযুক্তি-খাতের বিনিয়োগে বাও ফ্যান একজন শীর্ষস্থানীয় ব্রোকার যার ক্লায়েন্টদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি ডিডি এবং মেইটুয়ান। চায়না রেনেসাঁ হোল্ডিংসের এই ঘোষণার পর অর্থ ও প্রযুক্তি-খাতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বেইজিং সরকারের সম্ভাব্য ক্র্যাকডাউনের উদ্বেগকে নতুন করে বাড়িয়ে দিয়েছে। এদিকে, বাও ফ্যানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এমন খবর প্রকাশের পর শুক্রবার তার শেয়ারের দর পড়ে যায়। বাও ফ্যান কতদিন ধরে নিখোঁজ সে ব্যাপারে কোম্পানিটি নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে চীনা বার্তা সংস্থা কাইক্সিন সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে যে কর্মচারীরা গত দু’দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। বিবিসি। সূত্র: বিডি প্রতিদিন।

সবচেয়ে দীর্ঘজীবী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার হসপিস কেয়ারে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জিয়ায় তার বাড়িতে হসপিস কেয়ার পাচ্ছেন। কার্টার সেন্টারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
কার্টার সেন্টার জানিয়েছে, একাধিক হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার তার পরিবারের সঙ্গে বাড়িতে তার অবশিষ্ট সময় কাটাতে এবং অতিরিক্ত চিকিৎসা হস্তক্ষেপের পরিবর্তে হসপিস কেয়ারে যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জিমি কার্টারের এমন সিদ্ধান্তে তার পরিবার এবং মেডিকেল টিম সমর্থন জানিয়েছে।
এর আগে বেশ কয়েকবার পড়ে গিয়ে গুরুতর আহত হন জিমি কার্টার। ২০১৯ সালের অক্টোবরে তার মুখে সেলাইও পড়ে। তার আগে ওই বছরের মে মাসে বাড়িতে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। সে সময় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। সূত্র: সমকাল

পশ্চিমারা অনর্গল প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে: রাশিয়া

পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এ অভিযোগ করেন। খবর আনাদোলুর। জার্মানির মিউনিখে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডের লেইনের বক্তব্যের জের ধরে মারিয়া জাখারোভা এ মন্তব্য করেন।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে থেকেই পশ্চিমা জোট মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছিল।
মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে ২০২১ সালের শেষের দিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করে। তারা চাচ্ছিল ইউক্রেনে তাদের সেনা মোতায়েন করতে। সূত্র: যুগান্তর ।

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকার একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন।রোববারের প্রথম কয়েক ঘণ্টার মধ্যে দামেস্কের কাফর সুসা আবাসিক এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর কাছেই ইরানি স্থাপনাগুলোর পাশে বড়, কড়া পাহারার একটি নিরাপত্তা কমপ্লেক্স আছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সুসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন আছে। এখানে নির্দিষ্ট লক্ষ্যে চালানো বিরল এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।এক পুলিশ কর্মকর্তা সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ-কে জানিয়েছেন, সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সূত্র: বিডি নিউজ

জাপানের দিকে আবার ধেয়ে গেল উত্তর কোরিয়ার মিসাইল

উত্তর কোরিয়া জাপান সাগরে একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানিয়েছেন, মিসাইলটি হোক্কাইডো দ্বীপের পশ্চিমে জাপানের নিজস্ব অর্থনৈতিক জলসীমায় গিয়ে পড়েছে বলে দৃশ্যত: মনে হচ্ছে। এটা ছিল সাত সপ্তাহের মধ্যে পিয়ংইয়াংয়ের প্রথম মিসাইল পরীক্ষা।দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।এর বিরুদ্ধে পিয়ংইয়াং সরকার শুক্রবার একটি “অভূতপূর্ব শক্তিশালী” জবাব দেয়ার হুমকি দিয়েছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও নিষেধাজ্ঞা অমান্য করেই পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। সূত্র: বিবিসি বাংলা।