বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে মোট ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট। পদসংখ্যা: মোট সাতজন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (ফরম ডাউনলোড করতে ক্লিক করুন) পূরণ করে উল্লিখিত ([email protected]) ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ, ২০২৩।
সূত্র- দৈনিক সমকাল
সারাদিন/১৯ ফেব্রুয়ারি/এমবি