ধনীদের কর বাড়াও, গরিবদের রক্ষা করো: আইএমএফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, ছবি- সংগৃহীত

বর্তমানে আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। এজন্য দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’-এর কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দু’পক্ষ।

তাই প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক এই সংস্থাটি ঠিক কী শর্ত দিয়েছে? যা মানতে পারছে না পাকিস্তান সরকার?

সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ‘ডয়েচে ভেলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, পাকিস্তান সরকারের কাছে তাদের মাত্র দুইটি চাওয়া- “গরিবদের রক্ষা করো” এবং “ধনীদের ওপর কর বাড়াও”।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, আমরা চাই, পাকিস্তান এমন পদক্ষেপ নিক, যাতে সে বিপজ্জনক জায়গায় না পৌঁছায়, যেখানে ঋণ পুনর্গঠন জরুরি হয়ে পড়ে।

গত বছর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা। এতে তাদের তিন হাজার কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। প্রাণঘাতী সেই দুর্যোগের কথা উল্লেখ করে আইএমএফ প্রধান বলেন, তারা চান, পাকিস্তান তার দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করুক।

Nagad

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, “আমরা দুটি জিনিসের ওপর জোর দিচ্ছি। প্রথমত, কর সংগ্রহ। যারা সক্ষম, যারা ভালো অর্থ উপার্জন করছেন, সরকারি-বেসরকারি খাত নির্বিশেষে অর্থনীতিতে তাদের অবদান রাখতে হবে।

দ্বিতীয়ত, চাপের ন্যায্য বণ্টনের মাধ্যমে ভর্তুকি কেবল এমন লোকদের দিতে হবে, যাদের সেটি সত্যিই প্রয়োজন। ভর্তুকি থেকে ধনীরা উপকৃত হওয়া উচিত নয়। উপকৃত হওয়া উচিত দরিদ্রদের। আমরা চাই, পাকিস্তানের দরিদ্র জনগণ সুরক্ষিত থাক।”

সারাদিন/২০ ফেব্রুয়ারি/এমবি