সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেন এমপি মুরাদ
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান, উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার শিমলা বাজারে এ উন্নয়ন প্রচার চালানো হয়। এসময় সাধারণ জনগণ অংশগ্রহণ করায় আর জয়বাংলা ধ্বনিতে প্রাণবন্ত হয়ে উঠে লিফলেট বিতরণ কার্যক্রম।
এসময় উপস্থিত ছিলেন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদের সদস্য প্রভাষক খোরশেদ আলম ভিপি, আরামনগর কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মানু, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, সাবেক কাউন্সিলর কালা চান পাল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য। আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এমপি মুরাদ হাসান।