মাতৃভাষা দিবসে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
অমর একুশে ফেব্রুয়ারির ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সাভারের আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে জনসাধারনের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে হ্যাপি জেনারেল হাসপাতাল।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ক্যাম্পিং ও ওষুধ বিতরণ।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
এই সময় চিকিৎসা সেবা প্রদান করেন, হাসপাতালের চেয়ারম্যান ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি, চর্ম ও যৌন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মুশফিকুর রহিম, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল শাহ এবং গাইসী বিশেষজ্ঞ ডা. কামরুন্নাহার । এছাড়াও হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার গনও চিকিৎসা সেবা প্রদান করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসপাতালের পরিচালক ইমরান হোসেন বাবু, ম্যানেজার লেবুবুর রহমান লেবু, মার্কেটিং ম্যানেজার স্বপন ও সাংবাদিক বশির আহমেদ সহ নার্স ও স্টাফগন।
এ সময় ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা সকলেই হ্যাপি ম্যাডামকে ধন্যবাদ জানান। সেই সাথে তার জন্য আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করেন।
হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি জানান, আমরা জনসাধারনের কথা চিন্তা করে প্রত্যেক জাতীয় দিবস সহ মাঝে মাধ্যেই এ ধরণের ফ্রি ক্যাম্প করে থাকি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।