আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

বিজেপি-আপের কাউন্সিলরদের মধ্যে ঘুষি, লাথি, মেয়রের ওপর হামলা

দিল্লির মেয়র শেলি ওবেরয় অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন সদস্য তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌরসভায় বিজেপি ও আম আদমি পার্টির (এএপি) কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই অভিযোগ করেন। এক সংবাদ সম্মেলনে মেয়র শেলি ওবেয়র আরও বলেন, তাঁর সহকর্মী আশু ঠাকুরের ওপরও বিজেপির আরেকজন কাউন্সিলর হামলা চালিয়েছেন। সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে মেয়র পৌরসভার অধিবেশন মুলতবি করেন। আগামী সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হবে বলেও ঘোষণা দেন তিনি। মেয়র ওবেরয় গতকাল শুক্রবার স্থায়ী কমিটির একটি ভোটকে ‘অবৈধ’ঘোষণা করেন। এরপরই বিজেপির কাউন্সিলরদের সঙ্গে আপের কাউন্সিলরদের হট্টগোল শুরু হয়। দুই দলের কাউন্সিলররা একে অন্যকে ঘুষি, লাথি, চড় মারেন। তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কোনো কোনো কাউন্সিলরের পোশাকও ছিঁড়ে যায়। সূত্র: প্রথম আলো

যুদ্ধের বছরপূর্তিতে ভোলোদিমির জেলেনস্কির ঘোষণা
২০২৩ ইউক্রেনের বিজয়ের বছর

চলতি বছরই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। লড়াই চালিয়ে যাওয়ায় ইউক্রেনীয়দের অকুণ্ঠ প্রশংসা করেছেন তিনি। যুদ্ধের বছরপূর্তিতে গতকাল দেওয়া বিবৃতিতে এ অনুভূতি ও প্রত্যয় জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা নিশ্চিত করেছি, যাতে কিছুতেই হেরে না যাই। আর এ বছরই বিজয় নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব কিছু করব।’গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনকে আক্রমণ করে রাশিয়া। রাশিয়া যে সাবেক সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী, ইউক্রেন একসময় তারই অংশ ছিল। তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন রাষ্ট্র ইউক্রেন ক্রমে পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকে পড়ে। এ নিয়ে দ্বন্দ্বেরই চূড়ান্ত পরিণতি ইউক্রেন যুদ্ধ। মস্কো দ্রুতই এই যুদ্ধে জয়ী হবে বলে রাশিয়াসহ বিশ্বজুড়ে বিশ্লেষকরা অনুমান করলেও বাস্তবে ঘটেছে উল্টো। সূত্র: কালের কণ্ঠ

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার। চলতি মাসের শুরুর দিকের ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু তথ্য দিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)। এদিকে সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ভূমিকম্পে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৯১৪ জন মারা গেছে।এএফএডির বরাতে আল জাজিরা জানায়, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় প্রথমে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই দিনই কয়েক ঘণ্টার ব্যবধানে আবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ভূমিকম্প কবলিত ১১টি প্রদেশে অন্তত দুই লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। তবে সম্প্রতি জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

যুদ্ধবিরতিতে ১২ দফা চীনের

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর এক দিন পার হলো। এরপর সেই যুদ্ধের বিরতির আহ্বান জানাল রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ও বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত চীন। গতকাল চীন এ আহ্বান জানায়। এ যুদ্ধ বন্ধে চীন ১২টি প্রস্তাব তুলে ধরে। তবে চীন মনে করে, ইউক্রেন সরকারের মিত্র দেশগুলো তুলে ধরা এ ১২টি প্রস্তাবসহ যুদ্ধ বিরতিতে সম্মত নাও হতে পারে।চীন বলছে, সব পক্ষের উচিত রাশিয়া এবং ইউক্রেনকে যত দ্রুত সম্ভব সংলাপে বসানোর ব্যবস্থা করা। যাতে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যায়। একই সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে প্রধান লক্ষ্য।তবে চীনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও যুক্তরাষ্ট্র। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, চীনের শান্তি আলোচনার আহ্বানের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই। এদিকে প্রকৃতপক্ষে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হোক এমন কোনো কার্যক্রম চীনও দেখাচ্ছে না। বরং গত বৃহস্পতিবার জাতিসংঘে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব তোলা হয়। সেখানে ১৪৭টি দেশ প্রস্তাবের পক্ষে রায় দিলেও সাতটি দেশ বিপক্ষে রায় দেয়। আর ৩২টি দেশ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল। তার মধ্যে চীন অন্যতম। সূত্র: বিডি প্রতিদিন।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই

টানা নবমবারের মতো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী গত বছর এটি ব্যবহার করেছে। কর্তৃপক্ষের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এ সংখ্যা।
২০২২ সালে বিমানবন্দর কর্তৃপক্ষ সাড়ে ছয় কোটিরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১২৭ শতাংশ বেশি। কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল ৬ কোটি ৬১ লাখ যাত্রী ২০২২ সালে দুবাই বিমানবন্দর ব্যবহার করতে পারে। চতুর্থ প্রান্তিকে যাত্রী সংখ্যার ওপর ভিত্তি করে তারা এ পূর্বাভাস দিয়েছিল।দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেন, ‘‌আমরা জানতাম বিমান ভ্রমণের সংখ্যা বাড়বে। কিন্তু উল্লম্ফনটা ছিল একেবারে ধারণাতীত। এ কারণে উদ্ভূত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে আমাদের সর্বোচ্চটুকু দিতে হয়েছিল।’ সূত্র: বণিক বার্তা।

‘আর্নি বট’: মার্চে আসছে চ্যাটজিপিটির চীনা প্রতিদ্বন্দ্বী

আগামী মার্চেই চ্যাটজিপিটির প্রতিদন্দ্বী হিসেবে জনসাধারণের ব্যবহারের জন্য ‘আর্নি বট’ আনছে চীন। খবর সিএনবিসির।বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি। প্ল্যাটফর্মটির কার্যকারিতা উপলব্ধি করে সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটবট প্রযুক্তিটি যুক্ত করেছে। একইপথে হাঁটছে সার্চ ইঞ্জিন বিং ও গুগলের প্রতিদ্বন্দ্বী বাইদু। চীনে চ্যাটজিপিটি ব্যবহারের প্রচুর চাহিদা থাকলেও এখন পর্যন্ত দেশটিতে আনুষ্ঠানিকভাবে চ্যাটবটটি ব্যবহার করা যাচ্ছে না। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাইদুসহ চীনের আরও বেশ কয়েকটি প্রযুক্তিগত প্রতিষ্ঠান।গত বুধবার বাইদুর পক্ষ থেকে আর্নি বট সম্পর্কে প্রতিষ্ঠানটির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও রবিন লি বলেন, “আমরা প্রথমে বাইদু সার্চ ইঞ্জিনে আর্নি বট যুক্ত করবো। আগামী মার্চ মাস থেকেই সবাই প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারত-পাকিস্তানের প্রেমের সমাপ্তি কারাগারে

২১ বছর বয়সী ভারতীয় মুলায়ম সিং যাদব ও ১৯ বছরের পাকিস্তানি ইকরা জিয়ানির পরিচয় হয় অনলাইনে। পরিচয় থেকে প্রণয়। সেটি তিন বছর আগের গল্প। তারা জানত যে, তাদের একসঙ্গে থাকা খুব কঠিন হবে। গত বছর সেপ্টেম্বর মাসে তারা দুজন নেপাল গিয়ে বিয়ে করেন। এর পর তারা ভারতের বেঙ্গালুরুতে যান। সেখানে তারা সুখে-শান্তিতেই বসবাস করছিলেন। কিন্তু গত জানুয়ারি মাসে হঠাৎ করেই প্রেমের সংসার ট্র্যাজেডির দিকে মোড় নেয়। ভারতে অবৈধভাবে অবস্থানের জন্য পুলিশ ইকরাকে গ্রেপ্তার করে এবং যাদবের বিরুদ্ধে জালিয়াতি ও বিদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়। এরপর গত সপ্তাহে ইকরাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আর যাদবের ঠিকানা হয় জেলখানা। বিবিসি। সূত: দৈনিক আমাদের সময় ।

ইউক্রেন যুদ্ধের সঙ্গে যেভাবে জড়িয়ে গেছে পুতিনের ভাগ্য

তিন বছর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে শোনা একটা কথা মনে পড়ে যাচ্ছে। সেসময় ভ্লাদিমির পুতিন যাতে আরও ১৬ বছর ক্ষমতায় থাকতে পারেন, তা নিশ্চিত করতে সংবিধানে আনা একটি পরিবর্তনকে সমর্থন করার জন্য রুশ নাগরিকদের প্রতি টিভিতে আহ্বান জানানো হচ্ছিল।জনগণকে সমর্থনদানে উদ্বুদ্ধ করতে সংবাদ পাঠক প্রেসিডেন্ট পুতিনকে উপস্থাপন করেছিলেন জাহাজের ক্যাপ্টেন হিসাবে। তিনি বলছিলেন, বিশ্ব জুড়ে যে অসন্তোষের উত্তাল ঢেউ উঠেছে, তার মধ্যে দিয়ে রাশিয়াকে একটা স্থিতিশীল জাহাজের মত টেনে নিয়ে চলেছেন সুদক্ষ ক্যাপ্টেন মি. পুতিন।“রাশিয়া স্থিতিশীলতার একটা মরুদ্যান, একটা নিরাপদ বন্দর,” বলেছিলেন ওই সংবাদ পাঠক। “মি. পুতিন না থাকলে আজ আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম?”আজ কোথায় সেই স্থিতিশীলতার মরুদ্যান? কোথায় সেই নিরাপদ বন্দর? ২৪শে ফেব্রুয়ারি ২০২২, ক্রেমলিনের সেই ক্যাপ্টেন তার নিজেরই তৈরি করা উত্তাল সাগরে জাহাজ ভাসিয়েছেন-সূত্র: বিবিসি বাংলা।

বার্ড ফ্লু পরিস্থিতি ‘উদ্বেগজনক’, ক্যাম্বোডিয়ার সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও

ক্যাম্বোডিয়ায় এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে এক বালিকার মৃত্যু এবং তার বাবার দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর রোগটির ঝুঁকি খতিয়ে দেখতে ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সম্প্রতি ফ্লু এর বিস্তারের কারণে পরিস্থিতি উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ডব্লিউএইচও’র মহামারী এবং অতিমারী প্রতিরোধ ও প্রস্তুতি বিষয়ক পরিচালক ড. সিলভি বায়ান।এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে তিনি বলেন, সম্প্রতিক পরিস্থিতির আলোকে বিশ্বব্যাপী বার্ড ফ্লুর ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এ মাসের শুরুর দিকে ডব্লিউএইচও মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি কম বলেই জানিয়েছিল।ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে ১১ বছরের এক বালিকার মৃত্যুর খবর জানিয়েছে। তার সংস্পর্শে আসা আরও ১২ জনের এই ভাইরাস পরীক্ষাও করা হয়েছে। এর মধ্যে বালিকাটির বাবার দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সূত্র: বিডি নিউজ

রাশিয়ার বিরুদ্ধে দশম নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন ইইউর

উক্রেন আগ্রাসনের বছরপূর্তির দিনেই রাশিয়ার বিরুদ্ধে দশম নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার সন্ধ্যায় ব্রাসেলসে সুইডিশ ইইউ কাউন্সিল প্রেসিডেন্সি এই নিষেধাজ্ঞা অনুমোদনের ঘোষণা দেয়।
এবারের নিষেধাজ্ঞায় রাশিয়ায় অর্থ সরবরাহ জটিল হবে এবং দেশটিতে প্রযুক্তি সরঞ্জাম ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ কমে যাবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা
পরে এক টুইটে ইইউ কাউন্সিল প্রেসিডেন্সি জানান, ‘যুদ্ধে ইউক্রেন যাতে জিততে পারে সেজন্য ইইউ সদস্য দেশ মিলে সবচেয়ে শক্তিশালী এবং সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন ও ইউক্রেনের জনগণের সঙ্গে আছে ইইউ। যতদিন লাগে আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব।’ এবারের নিষেধাজ্ঞা রাশিয়ার বেসরকারি আলফা ব্যাংক এবং অনলাইন ব্যাংক টিংকফকে গ্লোবাল সিস্টেম সুইফট থেকে বিচ্ছিন্ন করার জন্য সাজানো হয়েছে। এ ছাড়া ইইউ এবং রাশিয়ার মধ্যে ১০ বিলিয়ন ইউরোর বাণিজ্য কমানোর কথা বলা হয়েছে। সূত্র: দেশ রুপান্তর