ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় জার্মানিতে বিক্ষোভ, ছবি- সংগৃহীত

রাশিয়ার মোকাবিলায় শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে জার্মানিসহ পশ্চিমা মিত্ররা। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ায় জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে শনিবার (২৫ ফেব্রুয়ারি) জার্মানির রাজধানী বার্লিনে ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। আহন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য বিক্ষোভস্থলে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

তবে রুশপন্থি এই বিক্ষোভের সমালোচনা করেছেন জার্মান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বার্লিনে এই বিক্ষোভের ডাক দেন বিশিষ্ট বামপন্থি জার্মান একজন রাজনীতিবিদ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হওয়ার একদিন পরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সারাদিন/২৬ ফেব্রুয়ারি/এমবি 

Nagad