নেত্রকোণায় বাসচাপায় বিএনপি নেতা নিহত, আহত স্ত্রী-সন্তান

নেত্রকোণা সংবাদদাতানেত্রকোণা সংবাদদাতা
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ছবি- সংগৃহীত

নেত্রকোণার আটপাড়ায় বাসের চাপায় বিএনপির নেতা আজহারুল ইসলাম নান্টু নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টার দিকে আটপাড়া উপজেলার মাটিকাটা বাগরা এলাকায় এই ঘটনা ঘটে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার গণমাদ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আজহারুল ইসলাম নান্টু মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আহত স্ত্রী ও মেয়ের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে মদন থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিলেন আজহারুল ইসলাম নান্টু। পথে ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে ছুটে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নান্টুসহ স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিএনপির নেতা নান্টুকে মৃত ঘোষণা করেন।

Nagad

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদিন/০২ মার্চ/এমবি